26/09/2023
ফটোগ্রাফি বা আলোকচিত্রবিদ্যা আমরা সাধারণত করে থাকি নিজেদের একটি শখ হিসেবে বা নিজের ভালো লাগা থেকে। ধরুন আজ আমরা সিলেটের একটি জায়গায় ভ্রমণ করবো। তো আমরা কি সেই জায়গার একদম ছবি না তুলে বাড়ি ফিরে আসবো? মোটেও কিন্তু তা না অবশ্যই আমরা অনেক ছবি তুলবো স্মৃতি হিসেবে রাখার জন্য।
কিন্তু আপনি যদি এমন ছবি তুলেন যে ছবিটার সাবজেক্ট ঠিক নেই, ফোকাস ঠিক নেই, আলো ঠিকঠাক পড়ে নি, ঝাপসা, ছবি ফেঁটে গেছে ইত্যাদি। এমন ছবি যদি আপনি আপনার বান্ধবী কে দেখান তাহলে বান্ধবী নিশ্চয়ই মন্তব্য করবে, কিরে ছবির এই অবস্থা কেন?
অনেকে ভাবতে পারেন ভালো ছবি তোলার জন্য বোধহয় ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন। হু আপনার ধারণা সম্পূর্ণ ই ভুল বর্তমান সময়ে স্মার্টফোন দিয়েও ভালো ছবি তুলা সম্ভব। অনেক সময় দেখা যায় স্মার্টফোনের তুলা ছবি ডিএসএলআর ক্যামেরার ছবি কেও হার মানায়। সম্পূর্ণ টাই নির্ভর করে আপনার তুলা ছবির উপর।
আবার অনেকে মনে করেন আমার দামি ফোন নেই তার মানে আমি ভালো ছবি তুলতে পারবো না। এটা কিন্তু মোটেও ঠিক না আপনার হাতে থাকা মোবাইল দিয়েও আপনি অনেক ক্রিয়েটিভ ছবি তুলতে পারেন। যদি আপনি ঠিকঠাক ছবিটা তুলতে পারেন। আমাদের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তা দিয়েও আমরা কিন্তু অনেক কিছু করতে পারি ইন শা আল্লাহ। ভালো ছবি তুলার জন্য আইফোনের প্রয়োজন এমন ধারণা আপনার মাথা থেকে এখনই ঝেড়ে ফেলুন। নাহলে আমাদের কোর্স করার প্রয়োজন নেই।
বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম এখন আসি মূল কথায়, আমাদের MA গ্রুপে শুরু হতে যাচ্ছে! "মোবাইল ফটোগ্রাফি ফ্রি কোর্স" (বোনদের জন্য)। আমরা এই পর্যন্ত অনেক কোর্স করিয়েছি আলহামদুলিল্লাহ। অনেক বোনেরাই আমাদের MA গ্রুপ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। সেটা আমাদের MA গ্রুপ এবং পেইজে গেলেই স্পষ্ট দেখতে পারবেন।
"মোবাইল ফটোগ্রাফি ফ্রি কোর্স" করতে গেলে আপনাকে যে নিয়মাবলী মানতে হবে:-
১. আমাদের গ্রুপের সমস্ত কার্যক্রম শুধুমাত্র বোনদের জন্য। সুতরাং ভাইয়েরা অসাধু উপায় অবলম্বন করে যুক্ত হবেন না অনুরোধ রইল।
২. পোস্ট টা সম্পূর্ণ কপি করে আপনার টাইমলাইনে অবশ্যই পোস্ট করবেন বা চাইলে MA পেইজ থেকেও শেয়ার করতে পারেন।
এবং সেটার Screenshot এই পোস্টের কমেন্ট বক্সে জমা দিতে হবে এবং সেইসাথে আমাদের Muslimah's Ayaah - MA পেইজে Screenshot দিয়ে ভয়েস দিতে হবে। তারপর আমরা আপনাকে "মোবাইল ফটোগ্রাফি ফ্রি কোর্স" টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে দিবো। যেখানে ক্লাস সম্পর্কিত সমস্ত আপডেট দেওয়া হবে এবং পাশাপাশি দিকনির্দেশনা দেওয়া হবে।
৩. টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবার পর আপনি একটি কোড পেয়ে যাবেন। যেই কোড দিয়ে আপনি ফেইসবুক সিক্রেট "মোবাইল ফটোগ্রাফি ফ্রি কোর্স" গ্রুপে যুক্ত হবেন। সেখানে ই ক্লাসগুলো আপলোড করা হবে। কারোর সাথে কোড আদান প্রদান করা থেকে বিরত থাকবেন। নাহলে আমানতে খিয়ানত করার জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।
৪. যেগুলো থেকে বিরত থাকবেন:
কোর্স চলাকালীন সময়ে অবশ্যই প্রাণীর ছবি তুলা থেকে বিরত থাকবেন। যেমন: মানুষ, গরু, পাখি, বিড়াল, প্রজাপতি, ইত্যাদি
সেই সাথে কুরআনের ছবি তুলা থেকে বিরত থাকবেন। কারণ আদবের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এই কোর্সে অবশ্যই এমন কিছু শিখাবো না যেটি ইসলামের সম্পূর্ণ বিপরীত দিকে চলে যায়।
যেগুলো আমরা শিখাবো:
আমরা দুইটা ধাপের মাধ্যমে কোর্স শেষ করবো। প্রথম ধাপে থাকবে ক্যামেরার সেটিং নিয়ে। তারপর ছবি তুলা, ব্যাকগ্রাউন্ড আইডিয়া, ক্রিয়েটিভ ফটোগ্রাফি ইত্যাদি আরো অনেক কিছু। সবকিছু বলে দিলে তো মজা থাকবে না তাই না হাহাহা।
৫. কোর্স শেষে পরীক্ষা নেওয়া হবে। উক্ত পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। ১ম, ২য়, ৩য় যারা হবেন তারা পাবেন বই হাদিয়াসহ সার্টিফিকেট। এছাড়া এরা ব্যতীত বাকি ১০ জন পাবেন অনলাইন সার্টিফিকেট।
সুতরাং প্রো স্টুডেন্ট হতে হলে শুরু থেকে লেগে থাকতে হবে। ইন শা আল্লাহ
৬. যারা নিয়মিত ক্লাস করবেন না, হোমওয়ার্ক করবেন না অবহেলা করবেন তাদের কে শনাক্ত করে গ্রুপ থেকে রিমুভ বা ব্যান করা হবে। কিন্তু পরীক্ষা বা অসুস্থতা থাকলে আমাদের ই-মেইল এ অবশ্যই আবেদন পত্র দিয়ে রাখবেন।
ই-মেইল: [email protected]
৭. গ্রুপে আপনার বান্ধবীদের ইনভাইট দিতে পারেন। এতে করে অনেকেই কোর্স সম্পর্কে জানতে পারবে।
৮. আমাদের MA গ্রুপের সম্পূর্ণ কোর্স ই ফ্রিতে। ওয়াল্লাহি আমরা সবকিছু করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং আপনারা আমাদের কে দোআয় স্মরণ করবেন এবং আমাদের MA গ্রুপের প্রত্যেকটা বোনের জন্য দোআ করবেন যাতে উনাদের ডিজাইনে, প্রতিভায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল বারাকাহ দান করেন। আমিন
৯. ক্লাস শুরু হবে অক্টোবরে। এক্ষেত্রে যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন আপনারাও চাইলে করতে পারবেন ইন শা আল্লাহ।
১০. প্রিয় বোনেরা আপনারা পেইজে ম্যাসেজ করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কারণ আমাদের গ্রুপের দায়িত্বশীল বোনেরা এমনিতেই অনেক পরিশ্রম করে যাচ্ছেন। উনাদের পরিশ্রমের দিকে তাকিয়ে একটু সবর করবেন। ইন শা আল্লাহ
কোর্স মেন্টর - MA গ্রুপের দায়িত্বশীল ইলহাম বোন