Dipa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dipa, Digital creator, Noapara, Chittagong.

19/05/2025

🥹😔

19/05/2025
19/05/2025

~ সেদিন বিচ্ছেদ হয়নি; তোমার ইচ্ছে পুরণ হয়েছিল, আর আমার হয়েছিল ধ্বং'স!😊💔

19/05/2025

ভালোই হইছে তুমি চইলা গেছো—
থাইকা গেলে ম্যালা ক্ষয়ক্ষতি হইতো। ঘন্টায় ঘন্টায় ফোন কইরা কি করো, কেমন আছো? সারাদিন এইসব খোজখবর নিয়া বাড়াবাড়ি রকম মায়া দেখাইতে হইতো। দুইবেলা ভাতের জায়গায় আমার একবেলা কম খাইলেও চলতো, কিন্তু তোমার লগে একবেলা কথা কম হইলে আমার চলতো না। মনের ভিতর খচখচ করতো, অস্থির অস্থির লাগতো।

ভালোই হইছে তুমি চইলা গেছো—
তুমি থাইকা গেলে আমি কোনোদিনও একলা বাঁচা শিখতাম না। জ্বর হইলে প্যারাসিটেমলের বদলে খুঁজতে হইতো তোমার হাত। তুমি ছাড়া নিজেরে কাছে নিজেরে মনে হইতো ডানা ভাঙা আহত পাখি। খোলা আসমান পাইতাম ঠিকি কিন্তু উড়তে পারতাম না।

তার চাইতে ভালোই হইছে তুমি চইলা গেছো—
তুমি থাইকা গেলে পিরিত কইমা যাইতো। বছরের পর বছর এক পাতিলে, এক বাটিতে পাকখাইয়া যাইতে যাইতে মুখে অরুচি বাধঁতো, তিক্ততা চইলা আসত। তুমিও তো একবেলা ঝগড়া হইলে পরের বেলা ভাবতা ভুল মানুষের লগে থাইকা গেলাম না তো? মনে মনে ঘৃণার পাহাড় বানাইয়া ভিতরে ভিতরে ছটপট কইরা মরতা, কিন্তু কাউরে কইতে পারতা না। খারাপ লাগতো, পালাইতে চাইতা, কিন্তু পরতা না।

সব চইলা যাওয়ার মাঝে যেমন প্রস্থান নাই,
তেমনই সব পাইয়া যাওয়ার মাঝেও অর্জন নাই।

তুমি থাইকা গেলে তোমার পাওয়ার মত স্বল্প আনন্দ পাইতাম ঠিকি, কিন্তু তোমারে না পাওয়ার মতোন এই দীর্ঘ বেদনার আনন্দ কোনোকালেই পাইতাম না।

ভালোই হইছে তুমি চইলা গেছো—
থাইকা গেলে ভালোবাসা কম হইয়্যা যাইতো। তিনবেলা ভাতের জায়গায় একবেলা কম হইলেও আমার চলত, কিন্তু একবেলা ভালোবাসা কম হইলে আমার কোনোকালেই চলত না...

19/05/2025

যখন মানুষের প্রয়োজন পড়ে, তখন তাদের ব্যবহারও নরম হয়…
ভাষা হয়ে যায় মধুর, মুখে ফুটে ওঠে মায়া,
আর মন?
সেটা শুধুই উদ্দেশ্য পূরণের ছায়া!
প্রয়োজন ফুরালেই—
ভদ্রতার মুখোশ খসে পড়ে,
ভাষা হয়ে ওঠে কাঁটা,
আর ব্যবহারটা?
তাকেও আর চিনে ফেলা যায় না…
এই জগতে সম্পর্ক নয়,
প্রয়োজনই সব চেয়ে বড় সত্য!
তাই এখন শিখে গেছি—
মিষ্টি কথায় নয়, সময়ে-অসময়ে পাশে থাকা মানুষটাকেই "আপন" ভাবতে হয়। 😊💔

😔😥🥀
07/05/2025

😔😥🥀

Address

Noapara
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share