Fashion Beauty Mart

Fashion Beauty Mart "আলোর পথে চলার চেষ্টা। কুরআন ও সুন্নাহই জীবনপথের দিশা।"

তুমি কি নবীজি ﷺ-কে স্বপ্নে দেখতে চাও?তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে ইনশাআল্লাহ। একজন ভালো ...
08/10/2025

তুমি কি নবীজি ﷺ-কে স্বপ্নে দেখতে চাও?
তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে ইনশাআল্লাহ।

একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন। আমি তাঁকে জীবনে মাত্র একবারই দেখেছিলাম, কিন্তু তাঁর এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল।

আমি একদিন বিদেশের এক মাসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। মাসজিদটি প্রায় খালি ছিলো, শুধু আমি আর এক তাজিক (তাজিকিস্তানের) লোক ছিলাম। লোকটির চেহারা ছিল সাধারণ, কিন্তু তাঁর মুখে এক ধরনের অদ্ভুত নূর (আলোকোজ্জ্বলতা) ছিলো।

আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম। নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন:
"তোমাকে একটা উপদেশ দিবো, এটি পালন করো।"
আমি বললাম, "বলুন।"
তিনি বললেন:
"তুমি প্রতিদিন ১০০০ বার নাবী ﷺ-র প্রতি দুরূদ পাঠ করো। এটি পাঁচ ওয়াক্ত নামাজে ভাগ করে নিতে পারো। তুমি অবাক হবে যে কীভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে।"

তিনি আরও বললেন: "দেখো, তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না, কোনো ঋণ তোমাকে কষ্ট দেবে না, আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে।
নবীজি ﷺ তোমাকে কিয়ামাতের দিনে চিনে ফেলবেন। কারণ, তোমার দুরূদ তাঁর কাছে পৌঁছাবে।"
চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন:
"তুমি তাঁকে স্বপ্নে দেখবে, 'কখনো তোমাকে শান্তনা দিতে, আবার কখনো সতর্ক করতে'।"

আমি সত্যিই সেই উপদেশ মানতে শুরু করলাম। প্রথম তিন বছর কিছুই দেখিনি। তবে আমার জীবন বদলে গেলো, সব কাজ সহজ হয়ে গেলো, আল্লাহর রহমাত ও নিরাপত্তা পেয়ে গেলাম।

এরপর ধীরে ধীরে নবীজি ﷺ-কে স্বপ্নে দেখতে শুরু করলাম। প্রতিটি স্বপ্নে ছিলো বিশেষ বার্তা, 'হয়তো কোনো গুনাহ থেকে সাবধান করা অথবা কোনো ভালো খবর দেয়া'।

আল্লাহর কসম:
আমি যাকে-ই এই উপদেশ দিয়েছি, সবাই-ই নবীজি ﷺ-কে স্বপ্নে দেখেছেন। কখনো সুসংবাদ নিয়ে, কখনো সতর্কবার্তা নিয়ে।

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি:
যেকেউ প্রতিদিন ১০০০ বার দুরূদ শরীফ পড়বে, সে নিশ্চয়ই নবীজি ﷺ-কে স্বপ্নে দেখবে ইনশাআল্লাহ।

কার্টেসী : শাইখ আহমাদ যায়দান (হাফিজাহুল্লাহ), মিশর।
ভাষান্তর : ইয়াছিন আরাফাত, আল-আযহার ইউনিভার্সিটি, কায়রো।

📌নোট: সংখ্যা টা একটা নাম মাত্র। ১০০০ ই পড়তে হবে এমন কথা নেই। বরং সম্ভব হলে এর চেয়ে কম-বেশি পড়তে পারেন যার যার সুবিধা মত। তবে নিজেকে দরুদ পাঠে অভ্যস্ত করতে এরকম টার্গেট করে পড়া ভালো, এতো আগ্রহ বাড়ে। কিন্তু তার মানে এটা মনে করা যাবে না যে, "এত সংখ্যক দরুদ পড়লেই দোয়া কবুল হবে" ইত্যাদি।
আল্লাহ আমাদেরকে অগণিত দরুদ পাঠ করার তাওফিক দান করুন। আমিন

#আল্লাহুআকবর

আলহামদুলিল্লাহ. ।।।।।।।।।।।।.।।।।। ゚viralシfypシ゚viralシal                #আল্লাহ  #আল্লাহুআকবর
07/28/2025

আলহামদুলিল্লাহ.


।।।




।।।.





゚viralシfypシ゚viralシal #আল্লাহ #আল্লাহুআকবর

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 💙🤲অবশেষে একটি বাচ্চা তার পরিবারের কাছে ফিরে গেল।।   #বিমান_দুর্ঘটনা       ゚viralシfypシ゚vir...
07/27/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 💙🤲

অবশেষে একটি বাচ্চা তার পরিবারের কাছে ফিরে গেল।।

#বিমান_দুর্ঘটনা
゚viralシfypシ゚viralシal

ঢাকা ক্যান্টনমেন্ট তৈরি হয়েছে বাংলাদেশের জন্মের আগে। এমনকি মূল ক্যান্টনমেন্ট ১৮০০ সালের মাঝামাঝি তৈরি হয়েছে। এই অঞ্চল ছি...
07/27/2025

ঢাকা ক্যান্টনমেন্ট তৈরি হয়েছে বাংলাদেশের জন্মের আগে। এমনকি মূল ক্যান্টনমেন্ট ১৮০০ সালের মাঝামাঝি তৈরি হয়েছে। এই অঞ্চল ছিল ঢাকার বাইরে। মূল শহরের পুরোপুরি বাইরে। মূল শহরের শেষ মাথা ছিল দোয়েল চত্ত্বরের ওখানে। যেখানে আপনি এখনও ঢাকা গেইট পাবেন। এমনকি বাউনিয়ার ওই অংশ একদম ফাঁকা ছিলো। ওখানে বিশাল বিশাল ওয়াটার বডি ছিল। আশেপাশের ১৫/২০ কিলোমিটারের মধ্যে কোন বসতি ছিলোনা।

তাহলে ওখানে লোকালয় হলো কিভাবে?
খুব সহজ আমরা লোকালয় গড়েছি। আমাদের প্ল্যানাররা ওখানে শহর গড়েছে। মাইলের পর মেইল ওয়াটার বডি দখল করে বালি ভরাট করে বাড়ি করেছি। যেখানে দোতলা বাড়ি করারই অনুমতি মেলেনা, সেখানে টাকাটুকা কাজে লাগিয়ে হাইরাইজ বানিয়েছি।

তারপর যখন মাথার উপর প্লেন ভেঙে পড়েছে তখন প্রশ্ন করছি আমার বসতিতে প্লেন কেন? লোকালয়ে ফাইটার কেন? অথচ আমরাই লোকালয় ছেড়ে আর্মির কোলে গিয়ে উঠেছি। ব্যাপারটা এমন যে পিপড়ার বাসার উপর ঘর বানিয়ে পিপড়াকেই অপরাধী দাবী করছি।

আসলে সমস্যা হলো এটাই যে আমরা নিজেদের ভুলটা দেখতে পাই না।

#ভাইরালভিডিওシভিডিও ゚viralシfypシ゚viralシal

স্কুলের ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল এই তিন বন্ধু। আরমান,নাফি এবং প্রলয় ওরা সবাই ক্লাস সিক্সের স্টুডেন্ট। আড্ডার মাঝখানে...
07/26/2025

স্কুলের ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল এই তিন বন্ধু। আরমান,নাফি এবং প্রলয় ওরা সবাই ক্লাস সিক্সের স্টুডেন্ট।

আড্ডার মাঝখানে হঠাৎ তারা দেখতে পায় বিকট শব্দে একটা বিমান এসে পড়েছে ক্লাসরুমের উপর। তারা তিনজনই আড্ডা বাদ দিয়ে দৌড়ে চলে যায় ক্লাসরুমের দিকে।

আরমান গিয়ে দেখে অনেকগুলো বাচ্চার শরীর পুড়ে ঝলসে গিয়েছে, শরীর থেকে মাংস গলে গলে পড়ছে। পুড়ে যাওয়া একটা ছেলেকে নিজের স্কুল ব্যাগ দিয়ে চেপে ধরে আরমান,

তাতে শরীরের আগুনটা নিভে যায়। এরপর তাকে ফাঁকা জায়গায় পাঠিয়ে দেয় আরমান।

নাফি তখন দেখতে পায় ৪-৫ জন বাচ্চা পোড়া শরীর নিয়ে দিক্বিদিক হয়ে দৌড়াচ্ছে। একটা বাচ্চা মেয়ের ব্যাগ পুড়ে পিঠের সাথে লেগে গিয়েছে। মেয়েটা ব্যাগটা খুলতে পারছিল না, কথাও বলতে পারছিল না।

পরে নাফি মেয়েটার ব্যাগটা পিঠ থেকে আস্তে আস্তে সরিয়ে দেয়। তাৎক্ষণিক ভ্যানে তুলে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয় সবাইকে।

প্রলয় তখন উদ্ধার করছিল অন্যদিকে। সে দেখতে পায় তাদেরই কিছু বন্ধু পোড়া শরীরে ক্লাসের পাশে পড়ে আছে, আর মা মা বলে চিৎকার করছে।

তখন এই তিন বন্ধু মিলে টেনেহিঁচড়ে বের করে বাকি বন্ধুদেরকে। বন্ধুদের বের করতে গিয়ে পিঠে আগুন লেগে যায় একজনের, প্রচন্ড আঘাতও পায় হাতে।

তবুও নিজ শরীরের আঘাত আর আগুন নিয়েই একে একে বের করতে থাকে বাকি বন্ধুদেরকে। কিছু বন্ধুর শরীর পুড়ে গিয়েছিল, কারো ফুসফুস পুড়ে গিয়েছিল, কেউ মা মা বলে চিৎকার করছিল।

এভাবেই তীব্র সাহসিকতা নিয়ে তিন বন্ধু মিলে উদ্ধার করেছিল বাকি বন্ধুদেরকে। উদ্ধার করার পর ওদের কিছু বন্ধু মারা গিয়েছে, কিছু এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আমি জানতাম তুমি আসবে- এই উক্তির মতো তিন বন্ধু মিলে উদ্ধার করেছিল বাকি ১৮-২০ জন বন্ধুকে।

সাংবাদিকরা যখন এই তিনজনকে জিজ্ঞেস করেছিল - বন্ধুদেরকে বাঁচাতে গিয়ে তোমাদের যদি কিছু হয়ে যেত? তোমাদেরও যদি পুরো শরীরে আগুন লেগে যেত?

ওরা তিনজন উত্তর দিয়েছে- তখন এসব মাথায় আসে নাই, বারবার শুধু মনে হচ্ছিল ছোট বাচ্চাগুলোকে বাঁচাতে হবে, আমাদের বন্ধুদেরকে বাঁচাতে হবে। আমরা কাঁদছিলাম আর বন্ধুদের পোড়া শরীর ভ্যানে তুলছিলাম।

এই তিনজনের বয়স আর কত হবে, খুব বেশি হলে ১২ কিংবা ১৩। ওদের বয়স হয়তো কম কিন্তু যে অসীম সাহসিকতার কাজ করেছে সেটা পাহাড়ের উচ্চতার চেয়েও বেশি।

সাহসী তো হবেই, ওরা যে মাহরীন, মাসুকাদের মতো সাহসী ম্যাডামদের স্টুডেন্ট। ম্যাডামদের কাছ থেকেই সাহস সঞ্চারিত হয়েছে স্টুডেন্টদের বুকে।

এই তিনজন সাহসী হিরোর জন্যেই বেঁচে গিয়েছে অনেকগুলো বাচ্চা এবং বন্ধুর প্রাণ। বন্ধুত্ব শব্দটা মহিমান্বিত হয়েছে তাদেরই কারণে।

এই তিনজনের যে বন্ধুগুলো বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে তারা যখন সুস্থ হবে তখন হয়তো আবারও বন্ধুদের সাথে খেলবে, গান গাইবে।

খেলার কোন এক ফাঁকে হয়তো এই তিনজনকে উদ্দেশ্য করে বাকি বন্ধুরা বলবে- আমরা জানতাম তোরা আসবি, আমাদেরকে উদ্ধার করবি

-ইব্রাহিম খলিল!

゚viralシfypシ゚viralシal

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল......          #আল্লাহ  #সকলপ্রশংসা  #আল্লাহর  #আমিন  ゚viralシfypシ゚viralシal
07/26/2025

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল...
...

#আল্লাহ #সকলপ্রশংসা #আল্লাহর #আমিন ゚viralシfypシ゚viralシal

আমি মাইলস্টোন স্কুলের একজন শিক্ষিকা।আজ আমি আপনাদের কাছে দুই হাত জোড় করে অনুরোধ জানাতে এসেছি—দয়া করে ভুল তথ্য ছড়াবেন না। ...
07/23/2025

আমি মাইলস্টোন স্কুলের একজন শিক্ষিকা।

আজ আমি আপনাদের কাছে দুই হাত জোড় করে অনুরোধ জানাতে এসেছি—দয়া করে ভুল তথ্য ছড়াবেন না। আমি নিজেও সেই ভয়াবহ আগুনের মধ্যে আটকে পড়েছিলাম। আমি জানি, কতটা বিভীষিকা সেটা ছিল। আপনারা বাইরে থেকে যা দেখেছেন, তা কখনোই ভেতরের বাস্তবতার চেয়ে বেশি নয়।

আমাদের স্কুল ছুটি হয় দুপুর ১টায়। ঠিক তার এক-দুই মিনিট পর আমি স্কাই সেকশনে ঢুকি। সেখানে গিয়ে দেখি, শুধু একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। বাকি সবাই তখন পর্যন্ত ক্লাস থেকে বের হয়ে গেছে।

আপনারা তো জানেন—ছুটি হওয়ার আগেই বাচ্চারা ব্যাগ কাঁধে নিয়ে বাসায় ফেরার জন্য কতটা ব্যাকুল হয়ে পড়ে। আর আমি চলে আসার পর, কিছু অভিভাবক তখনও পৌঁছায়নি বলে, কয়েকজন শিশু আবার ক্লাসে ফিরেছিল। তাদের আমাদের এক সহকর্মী অন্য সেকশনে বসিয়েছিলেন।

এরপর হয়তো আরও তিন–চারজন শিশু কোনোভাবে ভবনের ভেতরে ঢুকেছিল—কেউ করিডোরে খেলছিল, কেউ সিঁড়িতে দৌড়াচ্ছিল, কিংবা কাকতালীয়ভাবে ভুল জায়গায় ছিল। এই শিশুদেরই আমরা আর ফিরে পাইনি।

📍 Cloud সেকশন:
রুমে শিশুদের সংখ্যা বেশি ছিল। আমার ধারণা, মাহরীন মিস, মাসুকা মিস এবং মাহফুজা মিস এখান থেকেই শিশুদের নিরাপদে বের করার চেষ্টা করছিলেন।

সেই চেষ্টা করতে গিয়ে মাহরীন মিস ও মাসুকা মিসকে আমরা হারিয়ে ফেলেছি।

মাহফুজা মিস বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন।

📍 পাশের রুমগুলো:
রুমে কিছু শিশু আহত হয়েছে, তবে মৃত্যুর ঘটনা নেই।

রুমে একজন শিশুকে আমরা হারিয়েছি।

ও —এই দুই ক্লাসের সব শিশুই নিরাপদ রয়েছে।

📍 দ্বিতীয় তলার ঘটনা:
দ্বিতীয় তলায় দুটি ক্লাসরুম ও একটি টিচার্স রুম পুরোপুরি পুড়ে গেছে। সেখানে তখন ১০–২০ জন অবস্থান করছিল।

হায়দার আলী ভবনের করিডোর, দোলনার পাশে কিংবা ভবনের মূল ফটকে হাঁটাহাঁটি করা শিশুদের সঠিক সংখ্যা নির্ধারণ করা অসম্ভব। অনেকের শরীর এমনভাবে পুড়ে গেছে যে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তাদের মধ্যে আমাদের প্রিয় আয়া-রাও ছিলেন।

❌ ভুল তথ্য ছড়ানো নিয়ে:
অনেকে যেসব সংখ্যা বলছেন, তা বাস্তবতার সঙ্গে মেলেনা। আমরা যারা দুই পাশে ছিলাম, তারা অনেকেই অক্ষত অবস্থায় ফিরে এসেছি। এটা প্রমাণ করে, সবাই মারা গেছে—এমন ধারণা ভুল।

আর যারা বলছেন "লাশ গুম করা হচ্ছে"—তাদের উদ্দেশ্যে বলি:
আপনারা কখনো বুঝবেন না একজন শিক্ষক কতটা বুক ফাটিয়ে চেষ্টা করেন একটা শিশুকে শেষ পর্যন্ত বাঁচাতে।
আমরা শিক্ষক। আমরা রাজনীতিবিদ নই। আমরা কখনোই চাই না একজন শিশুর মরদেহ তার বাবা-মায়ের কাছে না পৌঁছায়।
আমাদের যতটুকু সামর্থ্য, আমরা সর্বোচ্চটুকুই দিচ্ছি।

আপনারা জানেন না, এই শিক্ষক-শিক্ষিকারা প্রতিদিন কেমন করে বাচ্চাগুলোকে আগলে রাখেন। মাহরীন মিস প্রতিদিন ছুটির সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন। যতক্ষণ না শেষ অভিভাবকটি আসে, তিনি একপা নড়তেন না।

তাই আবারও বলছি—হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে ভুল তথ্য ছড়াবেন না। মানুষের আবেগ নিয়ে খেলবেন না।

হয়তো সামনের দিনগুলোতে আরও মৃত্যুর খবর আসবে, কিন্তু আপনাদের অনুমানভিত্তিক সংখ্যা দিয়ে সেটা বাড়ানোর দরকার নেই।

আসুন, আমরা সবাই প্রার্থনা করি—
এই অকাল ঝড়ে হারিয়ে যাওয়া প্রতিটি নিষ্পাপ শিশুর জন্য,
আমাদের শিক্ষক, শিক্ষিকা ও সহকর্মীদের জন্য,
যারা জীবনের ঝুঁকি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

— পূর্ণিমা দাস
শিক্ষিকা, মাইলস্টোন স্কুল

্ণনার_সত্যতা_কতটুকু_এখন_দেখার_বিষয়,,,
#মাইলস্টোন #মাইলস্টোনকলেজ #বিমানদূরঘটনা

সূরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলতমা‘কিল ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্ণিত : তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব...
07/01/2025

সূরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত

মা‘কিল ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্ণিত : তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

যে ব্যক্তি সকালে (ঘুম থেকে) উঠে তিনবার বলবে,

أَعُوذُ بِاللّٰهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

এবং এরপর সূরা হাশর-এর শেষের তিন আয়াত পড়বে আল্লাহ তা‘আলা তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করবেন। এরা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দু‘আ করতে থাকবেন। যদি এ দিন সে মারা যায়, তার হবে শহীদের মৃত্যু। যে ব্যক্তি এ দু‘আ সন্ধ্যার সময় পড়বে, সেও এ একই মর্যাদা পাবে।

[তিরমিযী, হাদীস ২৯২২]

সূরা হাশরের শেষ তিন আয়াত :

هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ عٰلِمُ الْغَیْبِ وَ الشَّهَادَةِ ۚ هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ۝۲۲ هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ۝۲۳ هُوَ اللّٰهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰی ؕ یُسَبِّحُ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَ الْاَرْضِ ۚ وَ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ۠۝۲۴

Copied from Muslims Day Android App
Download Link:

নামাজের সময়সূচী, সাহরি-ইফতারের সময়, কুরআন-হাদীস, দুআ, মাসআলা, ক্বিবলা কম্পাস সহ অনেক ফিচার একটি অ্যাপে! Muslims Day App ইউজ কর...

03/15/2025
01/19/2025

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউজু বিকা মিনাল আজযি ওয়াল-কাসালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ : হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাচ্ছি, এবং অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।

01/18/2025

🔊 হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে। ~ শায়খ ডক্টর আযিয বিন ফারহান আল আনজি (হাফিযাহুল্লাহ)

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দো‘আটি বেশি বেশি করতেনঃ
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ».
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালা‘ইদ দ্বাইনে ওয়া গালাবাতির রিজা-লি।
অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে। [সহীহ বুখারী; ৬৩৬৯]

01/15/2025

|اللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ وَعَلِّمْهُ التَّأْوِيلَ

(আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়া আল্লিমহুত তাওয়িল)❤️

হে আল্লাহ আপনি তাকে দ্বীনের প্রজ্ঞা দান করুন এবং তাকে তাফসিরের অগাধ জ্ঞান দান করুন।

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fashion Beauty Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share