29/07/2025
২৮ হাজার টাকা এসেছে ♥️🍂
আপনাদের ভালোবাসায় ওনাদের বিকাশে টোটাল ২৮ হাজার টাকা হয়েছে। যতবার টাকা ওনাদের একাউন্টে ঢুকে, সেটা ১০/২০ টাকা হোক, ততবার আমাদের উচনু আঙ্কেলের স্ত্রী কাঁদেন আর সাধুবাদ দেন! ♥️তিনি বুঝতেও পারেন নি, এতজন মানুষ তাকে সাহায্য করবেন!
কিন্তু এখনও অনেক টাকার প্রয়োজন। দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তাই সকলে আরো এগিয়ে আসুন❗
♦️ রোগীর নামঃ উচনু মারমা
পিতাঃ শৈমংউ মারমা
মাতাঃ য়ইসাংউ মারমা
গ্রামঃ ক্যমলং পাড়া, ৯ নং ওয়ার্ড, কোহলং ইউনিয়ন,বান্দরবান।
✅ বিকাশঃ 01888217176 (রোগীর স্ত্রী)
✅নগদঃ 01575365282 (রোগীর মেয়ে)
ঘটনাসংক্ষেপ:
ছোট ছোট দুই ছেলে-মেয়ে আর স্ত্রী নিয়ে সুন্দর একটি সংসার ছিল উচনু আঙ্কেলের। একদিন হঠাৎ তিনি স্ট্রোক করলেন। তাও একবার নয়, তিন তিন বার! তারপর যেন সবকিছু শেষ। এখন তিনি ভর্তি আছেন আইসিউতে।
স্ত্রী পেশায় একজন সবজি বিক্রেতা। সবজি বিক্রি করে কোনোরকমে সংসার চালান তিনি। সেটি দিয়ে এখন প্রতিদিন আইসিউর বিল দিচ্ছেন। আজ আর পারলেন না আইসিউতে রাখতে! এত বিল আর বহন করতে পারলেন না তিনি! চোখ বন্ধ করে স্বামীকে কেবিনে নিয়ে এলেন। কিন্তু তিনি চান, তার স্বামী বাঁচুক। নাহলে যে তাদের দুই ছোট ছোট ছেলেমেয়ে দিশেহারা হয়ে যাবে! না পারতে লোকলজ্জা ফেলে তিনি আজ আমাদের কাছে সাহায্য চেয়েছেন।
আমরা কি পারি না তাদের পাশে দাঁড়াতে? বাবাহারা দুনিয়া যে কতটা কঠিন, যার হয় সে বুঝে! চলুন! তাদের দুই সন্তানকে আমরা অনাথ না করি! ১০/২০ টাকা হলেও পাঠিয়ে দেন তাদের নম্বরে 🙏
লেখা: Dachangnu Chowdhury