Dachangnu Chowdhury

Dachangnu Chowdhury চলো, মানবিক হই!
(3)

বৈচিত্র্য আছে বলেই পৃথিবীটা এত সুন্দর!!🍂☘☘️বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে কীসের দ্বিধা? আসুন, প্রতিটি জাতিকে সম্মানের চোখে দে...
09/08/2025

বৈচিত্র্য আছে বলেই পৃথিবীটা এত সুন্দর!!🍂☘☘️

বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে কীসের দ্বিধা? আসুন, প্রতিটি জাতিকে সম্মানের চোখে দেখি। একে অপরের সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি। ভুল কোনো ধারণা নিয়ে অন্যকে আঘাত না করি।

আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা♥️🎋

কাপ্তাইয়ের ব্যাঙছড়ির জয়মঙ্গল বৌদ্ধ বিহারে পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা   উদ্যোগে ধর্মীয় ও সামাজিক কিছু কাজের স্...
08/08/2025

কাপ্তাইয়ের ব্যাঙছড়ির জয়মঙ্গল বৌদ্ধ বিহারে পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থা উদ্যোগে ধর্মীয় ও সামাজিক কিছু কাজের স্মৃতি ♥♥️☘️

অতি সাধারণ এক আমিকে জীবন্ত করে তোলার জন্য ধন্যবাদ Jotiyon Chakma  ♥️🍂শিল্পীর তুলির আঁচড়ে সবকিছু যেন নতুন করে প্রাণের সঞ্...
02/08/2025

অতি সাধারণ এক আমিকে জীবন্ত করে তোলার জন্য ধন্যবাদ Jotiyon Chakma ♥️🍂

শিল্পীর তুলির আঁচড়ে সবকিছু যেন নতুন করে প্রাণের সঞ্চার পায়। তাই তো চিত্রশিল্পীদের প্রতি আমার শ্রদ্ধা থাকে সবসময়💕

30/07/2025

কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে আমরা 🎋💖🍂

পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থার উদ্যোগে জয়মঙ্গল বৌদ্ধ বিহারে যাওয়ার সুযোগ হয়েছে। সুন্দর এবং মনোরম পরিবেশে গড়ে ওঠা এ বিহারটি এবং এর আশ্রমটি সকলের মন কাড়বে 🥰💕

২৮ হাজার টাকা এসেছে ♥️🍂আপনাদের ভালোবাসায় ওনাদের বিকাশে টোটাল ২৮ হাজার টাকা হয়েছে। যতবার টাকা ওনাদের একাউন্টে ঢুকে, সেটা ...
29/07/2025

২৮ হাজার টাকা এসেছে ♥️🍂

আপনাদের ভালোবাসায় ওনাদের বিকাশে টোটাল ২৮ হাজার টাকা হয়েছে। যতবার টাকা ওনাদের একাউন্টে ঢুকে, সেটা ১০/২০ টাকা হোক, ততবার আমাদের উচনু আঙ্কেলের স্ত্রী কাঁদেন আর সাধুবাদ দেন! ♥️তিনি বুঝতেও পারেন নি, এতজন মানুষ তাকে সাহায্য করবেন!

কিন্তু এখনও অনেক টাকার প্রয়োজন। দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তাই সকলে আরো এগিয়ে আসুন❗

♦️ রোগীর নামঃ উচনু মারমা
পিতাঃ শৈমংউ মারমা
মাতাঃ য়ইসাংউ মারমা
গ্রামঃ ক্যমলং পাড়া, ৯ নং ওয়ার্ড, কোহলং ইউনিয়ন,বান্দরবান।

✅ বিকাশঃ 01888217176 (রোগীর স্ত্রী)
✅নগদঃ 01575365282 (রোগীর মেয়ে)

ঘটনাসংক্ষেপ:
ছোট ছোট দুই ছেলে-মেয়ে আর স্ত্রী নিয়ে সুন্দর একটি সংসার ছিল উচনু আঙ্কেলের। একদিন হঠাৎ তিনি স্ট্রোক করলেন। তাও একবার নয়, তিন তিন বার! তারপর যেন সবকিছু শেষ। এখন তিনি ভর্তি আছেন আইসিউতে।

স্ত্রী পেশায় একজন সবজি বিক্রেতা। সবজি বিক্রি করে কোনোরকমে সংসার চালান তিনি। সেটি দিয়ে এখন প্রতিদিন আইসিউর বিল দিচ্ছেন। আজ আর পারলেন না আইসিউতে রাখতে! এত বিল আর বহন করতে পারলেন না তিনি! চোখ বন্ধ করে স্বামীকে কেবিনে নিয়ে এলেন। কিন্তু তিনি চান, তার স্বামী বাঁচুক। নাহলে যে তাদের দুই ছোট ছোট ছেলেমেয়ে দিশেহারা হয়ে যাবে! না পারতে লোকলজ্জা ফেলে তিনি আজ আমাদের কাছে সাহায্য চেয়েছেন।

আমরা কি পারি না তাদের পাশে দাঁড়াতে? বাবাহারা দুনিয়া যে কতটা কঠিন, যার হয় সে বুঝে! চলুন! তাদের দুই সন্তানকে আমরা অনাথ না করি! ১০/২০ টাকা হলেও পাঠিয়ে দেন তাদের নম্বরে 🙏

লেখা: Dachangnu Chowdhury

ধন্যবাদ SURGE Bangladesh উপহারগুলো অনেক পছন্দ হয়েছে। বৃষ্টিস্নাত বিকালে উপহারগুলো হাতে পেয়ে মনটাই ভালো হয়ে গেল। ইউনিক ডি...
28/07/2025

ধন্যবাদ SURGE Bangladesh
উপহারগুলো অনেক পছন্দ হয়েছে। বৃষ্টিস্নাত বিকালে উপহারগুলো হাতে পেয়ে মনটাই ভালো হয়ে গেল। ইউনিক ডিজাইনের ব্যবহার উপযোগী এ পুরস্কারগুলো আমাকে সামনে এগিয়ে যেতে অনেক অনুপ্রাণিত করবে♥️🎋

26/07/2025

পাহাড়ের গর্ব ডাক্তার মংহাই মহোদয় ♥️🍂

সময় করে শুনে নিই তাঁর বাস্তবধর্মী কথা 🎋

বলার ভাষা নেই। মনে হচ্ছে, আদরের ছোট ভাইকে হারিয়ে ফেলেছি। এ ক্ষতি অপূরণীয়! মেধাবী ছেলেটা একদিন হতে পারত পাহাড়ের গর্ব, দে...
22/07/2025

বলার ভাষা নেই। মনে হচ্ছে, আদরের ছোট ভাইকে হারিয়ে ফেলেছি। এ ক্ষতি অপূরণীয়! মেধাবী ছেলেটা একদিন হতে পারত পাহাড়ের গর্ব, দেশের গর্ব, সে ছেলেটা আজ লাশ হয়ে ফিরে এলো! যে বয়সে তার ঘুড়ি উড়ানোর কথা, বিমান আকাশে উড়তে দেখলে অবাক বিস্ময়ে তাকিয়ে ছুটার কথা, সেই বয়সে জ্বলন্ত বিমানটা তার নিষ্পাপ জীবনটা কেড়ে নিল। নিজেকে তার মা-বাবার জায়গায় চিন্তা করলে বুকটা হাহাকার হয়ে যাচ্ছে। একমাত্র সন্তান হারানোর কষ্ট সহ্য করার ক্ষমতা ভগবান কতটুকু দিয়েছেন আমার জানা নেই। শুধু বলব, ছোট্ট নিষ্পাপ এ ফুলটা আর কোনো জন্মে এভাবে অকালে প্রাণ না হারাক। তার মা-বাবাও আর কোনোদিন সন্তান হারানোর মতো নরক যন্ত্রণার কষ্ট ভোগ না করুক।

প্রিয় ফুল, তুমি ভালো থেকো সবসময় ♥️🍂

22/07/2025

আমি যেখানে পড়ি 🥰🍂

Product: GlowMist

বাবা ছাড়া দুনিয়া বড়ই কঠিন❗😔ছোট ছোট দুই ছেলে-মেয়ে আর স্ত্রী নিয়ে সুন্দর একটি সংসার ছিল উচনু আঙ্কেলের। একদিন হঠাৎ তিনি স্ট...
20/07/2025

বাবা ছাড়া দুনিয়া বড়ই কঠিন❗😔

ছোট ছোট দুই ছেলে-মেয়ে আর স্ত্রী নিয়ে সুন্দর একটি সংসার ছিল উচনু আঙ্কেলের। একদিন হঠাৎ তিনি স্ট্রোক করলেন। তাও একবার নয়, তিন তিন বার! তারপর যেন সবকিছু শেষ। এখন তিনি ভর্তি আছেন আইসিউতে।

স্ত্রী পেশায় একজন সবজি বিক্রেতা। সবজি বিক্রি করে কোনোরকমে সংসার চালান তিনি। সেটি দিয়ে এখন প্রতিদিন আইসিউর বিল দিচ্ছেন। আজ আর পারলেন না আইসিউতে রাখতে! এত বিল আর বহন করতে পারলেন না তিনি! চোখ বন্ধ করে স্বামীকে কেবিনে নিয়ে এলেন। কিন্তু তিনি চান, তার স্বামী বাঁচুক। নাহলে যে তাদের দুই ছোট ছোট ছেলেমেয়ে দিশেহারা হয়ে যাবে! না পারতে লোকলজ্জা ফেলে তিনি আজ আমাদের কাছে সাহায্য চেয়েছেন।

আমরা কি পারি না তাদের পাশে দাঁড়াতে? বাবাহারা দুনিয়া যে কতটা কঠিন, যার হয় সে বুঝে! চলুন! তাদের দুই সন্তানকে আমরা অনাথ না করি!

♦️ রোগীর নামঃ উচনু মারমা
পিতাঃ শৈমংউ মারমা
মাতাঃ য়ইসাংউ মারমা
গ্রামঃ ক্যমলং পাড়া, ৯ নং ওয়ার্ড, কোহলং ইউনিয়ন,বান্দরবান।
বর্তমানে আছেনঃ Asian specialized hospital & Diagnostic Center এ।

📣যোগাযোগ
সাংমাচিং মারমা (রোগীর স্ত্রী)

✅ বিকাশঃ 01810286428 (রোগীর স্ত্রী)
✅নগদঃ 01575365282 (রোগীর মেয়ে)

আমার ১ লক্ষ ফলোয়ারের প্রত্যেকে যদি ১ টাকা করেও দেন, ১ লক্ষ টাকা উঠে যাবে। দান করতে সংকোচ কীসের? ১০/২০ টাকা হলেও পাঠিয়ে দেন তাদের নম্বরে 🙏

লেখা: Dachangnu Chowdhury

শোকসংবাদ!! শোকসংবাদ!! কোটি টাকা দিলেও আর কখনো ফিরে আসবেন না থোয়াইউর মা। আজ ১৯ জুলাই ২০২৫ ইং রোজ শনিবার দুপুর ১২ ঘটিকায় এ...
19/07/2025

শোকসংবাদ!! শোকসংবাদ!!

কোটি টাকা দিলেও আর কখনো ফিরে আসবেন না থোয়াইউর মা। আজ ১৯ জুলাই ২০২৫ ইং রোজ শনিবার দুপুর ১২ ঘটিকায় এ দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন আমাদের মাসিমা, থোয়াইউর মা! আমি মাসিমাকে আমার জন্ম-জন্মান্তরের পুণ্যরাশি দান করছি। তিনি যেখানে থাকুন, ভালো থাকুন।

সকলে থোয়াইউর জন্যও আশীর্বাদ করবেন যেন সে এ শোক কাটিয়ে উঠতে পারে।

আপনারা যারা টাকা পাঠিয়েছেন, তাদের ধন্যবাদ। টাকা আর পাঠাতে হবে না! শত কোটি টাকাও মাসিমার কাছে এখন তুচ্ছ। তিনি আর কখনো তার প্রিয় ছেলের মাথায় হাত বুলাবেন না। ভালো ভালো রান্না করে ছেলের বাড়িতে ফেরার প্রতীক্ষায় থাকবেন না। ফোনের ওপাশ থেকে নেটওয়ার্কের কারণে ভাঙা ভাঙা কণ্ঠে বলবেন না, কেমন আছিস সাশ্যি! তোর শরীর ভালো তো? ঠিকমতো খাচ্ছিস তো! দেখা হলে বলবেন না আর, বড্ড শুকিয়ে গেছিস রে!

মৃত্যু কতই না নির্মম! তবু সবাই মৃত্যুর কথা ভুলে যাই বারবার। শক্তির দাপট, ক্ষমতার লড়াইয়ে সবাই যেন মহাব্যস্ত। দিনশেষে দুনিয়া থেকে ভোগ্য পণ্যের কীই বা নিয়ে যেতে পারব!

মাসিমার জন্য সবাই আশীর্বাদ করবেন🙏🎋

লেখা: Dachangnu Chowdhury

17/07/2025

ধর্ষকের বিচার নিশ্চিত করো ✊✅

স্থান: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ♥️

Address

University Of Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Dachangnu Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dachangnu Chowdhury:

Share