Mohammed Akbar Hossain

Mohammed  Akbar Hossain MR. AKBAR GAMING
(3)

একটা জলজ্যান্ত তাজা প্রান চোখের সামনে ঝরে গেল।ছবির ছেলেটা কিছুক্ষণের মধ্যেই ছবি হয়ে গেলো!  আহারে জীবন! আজ রেললাইনে ছবি ত...
05/05/2025

একটা জলজ্যান্ত তাজা প্রান চোখের সামনে ঝরে গেল।
ছবির ছেলেটা কিছুক্ষণের মধ্যেই ছবি হয়ে গেলো!
আহারে জীবন!
আজ রেললাইনে ছবি তোলার সময় ট্রে'নে কা'টা পড়ে তিনি মা'রা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রাজশাহীর অন্যতম পরিচিত ফটোগ্রাফার ও রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ রাফিদ।
যারা তাকে চিনতেন বা অনলাইনে তার তোলা ছবি দেখেছেন, তারা জানেন তিনি কতটা সুন্দর ও মনোমুগ্ধকর ছবি তুলতেন।

রানিং ট্রে'ন থেকে তার ট্রেনে কা--টা পড়ার দৃশ্য টি ধারণ করলেন আরেকজন যাত্রী!
ভিডিও টা দেখে স্বাভাবিক হতে পারছি না , কিভাবে তার পরিবার সহ্য করবেন জানিনা!

দোয়া করি ছেলেটার পরিবার এর শোক সইতে পারুক আর তাজা প্রা-ণ হারা ছেলেটা যেনো আল্লাহর কাছে শান্তিতে থাকুক , আমিন

Neymar And Mavie 🤍🩷💯
05/05/2025

Neymar And Mavie 🤍🩷💯

গতকাল রাত ১১.২৩ মিনিটে একটি ফোন কল আসে কাজির হাট এলাকা থেকে যে ১৫ মাস বয়সী একটি বাচ্চাকে থাপ্পর দিয়ে তার মা অথবা বাবা যে...
05/05/2025

গতকাল রাত ১১.২৩ মিনিটে একটি ফোন কল আসে কাজির হাট এলাকা থেকে যে ১৫ মাস বয়সী একটি বাচ্চাকে থাপ্পর দিয়ে তার মা অথবা বাবা যে কেউ মেরে ফেলেছে।

প্রথমে ঘটনার বিবরণ শুনে বিশ্বাস হচ্ছিলো না, কিন্তু তথ্য দাতা আমার বিশ্বাস যোগ্য হওয়ায় সরেজমিনে গিয়ে বাচ্চার গালের থাপ্পড়ের চিহ্ন দেখে বলতে গেলে আমি বাকরুদ্ধ। 🥲🥲🥲

বাচ্চার মায়ের চোখে না ছিলো এক ফোটা পানি না ছিলো অনুশোচনার কোন বালাই। আর বাচ্চার সৎ বাবা মোটামুটি দু'বার পালিয়ে যাওয়ার পায়তারা করেছিলো।

উলটো আমাকে বাচ্চার মা বুঝাতে চেয়েছিলো তার বাচ্চা অসুস্থ ছিলো তাঁকে অনেক জ্বালাতন করতো বলে গতকাল রাগ করে তাকে একটি থাপ্পর মেরেছি।

কিন্তু বাড়ির সকল মানুষ জানায় ২ মাস যাবৎ তারা এই বাসায় ভাড়া এসেছে দুই মাস যাবত-ই সৎ বাবা বাচ্চা টা কে এলোপাতাড়ি মারধর করতো কিন্তু বাচ্চার মা কিছু-ই বলতো না।

কিন্তু বাচ্চার গালের আঘাতের চিহ্ন দেখে মনে হয় না এটা কোন মহিলা মানুষের হাতের আঘাত হবে।

সন্দেহের বসে আমি ডান গালে আঘাতের চিহ্ন দেখে এবং বাড়ির মানুষের সাথে কথা বলে মোটামুটি নিশ্চিত ভাবে ধারনা করি এটা পুরুষ মানুষের হাতের আঘাত হবে নিশ্চিত। কারন মহিলা মানুষের বাম হাতে এতো শক্তি থাকার কথা নয়, এটা পুরুষ মানুষের বাম হাতের আঘাতের চিহ্ন হবে।

কিন্তু বাচ্চার মা কিছুতেই তার কথিত স্বামীকে কোন রকম দোষ দিতে নারাজ সব দোষ সে নিজে মাথা পেতে নেয়। (প্রেমে অন্ধ) 😡

অবশেষে বিষয় টি জাজিরা থানার অফিসার ইনচার্জ কে অবগত করি তারপর তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হোন এবং বিষয় টি দেখে তারাও অবাক হোন পরে শিশুর লাশ উদ্ধার করে দুজন কে আটক করে থানায় নিয়ে আসেন।

ঘটনার মুল মন্ত্রে যা বুঝতে পারলাম সৎ বাবা শিশুটিকে মেনে নিতে পারছিলো না।

আর মা তার বর্তমান স্বামীকে ছাড়া পৃথিবীতে কিছু কল্পনা করতে পারছিলো না (প্রেমে অন্ধ)

এই দুইজনের দুই রকম চিন্তার বলি হলো অবুঝ শিশুটি!

তবে বাচ্চার মা দেখতে বলদ হলেও পাতা কাটা চালাক এবং বদমাইস সেটা বুঝতে বাকি নেই। সে চিন্তা করেছে নিজে দোষ ঘাড়ে নিলে অনেক টা সহজ হবে তার জন্য। আইন আদালত বিশ্বাস করবে না মা তার সন্তান কে মেরে ফেলতে পারে।

কোন ভাবেই সে স্বীকার করেনি যে তার স্বামী তার বাচ্চা কে মারধর করতো। ©

এদিকে আমি এক মা কে জানতাম যে পরকীয়া প্রেমিককে বিয়ে করতে পারবে না ভেবে গর্ভের সন্তানকে নস্ট করতে চেয়েছিল।

আল্লাহ কাউকে এসব মা না দিক। আমিন।

কনটেন্ট মনিটাইজেশন হচ্ছে একটা সোনার হরিণ। শুধু মাত্র টেক্সট আর স্টোরি থেকে এই পরিমান ইনকাম 😍যদিও আমি খুব কম স্টোরি আর পো...
05/05/2025

কনটেন্ট মনিটাইজেশন হচ্ছে একটা সোনার হরিণ। শুধু মাত্র টেক্সট আর স্টোরি থেকে এই পরিমান ইনকাম 😍
যদিও আমি খুব কম স্টোরি আর পোস্ট দেই তাতেই এই অবস্থা 🥰🥰
পাশে থাকবেন, দোআ করবেন, ভালোবাসা অবিরাম ❤❤

With ReCeller – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
05/05/2025

With ReCeller – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

যারা এটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য দুটি কথা:-পার্টটাইম হলে ঠিক আছে কিন্তু ফুলটাইম হলে খুব শিগগিরই আপনি ...
03/05/2025

যারা এটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য দুটি কথা:-পার্টটাইম হলে ঠিক আছে কিন্তু ফুলটাইম হলে খুব শিগগিরই আপনি হতাশাগ্রস্ত হওয়ার সম্ভবনা আছে। কেননা পরিস্হিতি এখন আগের মতো নেই।নচের ছবিটি দেখলেই সহজে তা বুঝতে পারবেন।বাকীটা দেখেন যেটা ভালো মনে করেন🥰

বাংলাদেশের একটুকরো কাশ্মীর" পাঁচগাও,কলমাকান্দা-নেত্রকোনা।স্বপ্নের মতো এক সবুজ রাজ্য, পাহাড়ের কোলে জড়িয়ে থাকা নীল জলরাশি ...
01/05/2025

বাংলাদেশের একটুকরো কাশ্মীর" পাঁচগাও,
কলমাকান্দা-নেত্রকোনা।

স্বপ্নের মতো এক সবুজ রাজ্য, পাহাড়ের কোলে জড়িয়ে থাকা নীল জলরাশি আর মেঘের ভেলা... কলমাকান্দা এ যেনো বাংলাদেশের বুকের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো কাশ্মির!

নেত্রকোণার এই ছোট্ট স্বর্গটিতে গেলে মনে হয়, প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। পাহাড়ি ঝরনা, বিশাল হাওর আর পাহাড়ঘেরা গ্রামগুলো যেন ছবি এঁকে রেখেছে প্রকৃতির ক্যানভাসে। সকালে সূর্যের আলোর খেলা আর বিকেলের মেঘলা রূপ—সবকিছুতেই এক অপূর্ব শান্তি মিশে থাকে।

কলমাকান্দা শুধু জায়গা নয়, এটা অনুভূতির নাম। যারা এখনো যাননি, তাদের বলবো—একবার গিয়ে নিজের চোখে দেখে আসুন এই অপরূপ সৌন্দর্য। হৃদয় জুড়িয়ে যাবে, মন হারিয়ে যাবে মেঘ-পাহাড়ের মায়ায়।

#কলমাকান্দা #বাংলাদেশেরকাশ্মির #ভ্রমণ #প্রকৃতিপ্রেম

30/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

29/04/2025

মাতা*ত বা*রি দিবি😒😒

Address

Chittagong
DAMPARA4000

Telephone

+8801782731738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Akbar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammed Akbar Hossain:

Share