
05/05/2025
একটা জলজ্যান্ত তাজা প্রান চোখের সামনে ঝরে গেল।
ছবির ছেলেটা কিছুক্ষণের মধ্যেই ছবি হয়ে গেলো!
আহারে জীবন!
আজ রেললাইনে ছবি তোলার সময় ট্রে'নে কা'টা পড়ে তিনি মা'রা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রাজশাহীর অন্যতম পরিচিত ফটোগ্রাফার ও রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ রাফিদ।
যারা তাকে চিনতেন বা অনলাইনে তার তোলা ছবি দেখেছেন, তারা জানেন তিনি কতটা সুন্দর ও মনোমুগ্ধকর ছবি তুলতেন।
রানিং ট্রে'ন থেকে তার ট্রেনে কা--টা পড়ার দৃশ্য টি ধারণ করলেন আরেকজন যাত্রী!
ভিডিও টা দেখে স্বাভাবিক হতে পারছি না , কিভাবে তার পরিবার সহ্য করবেন জানিনা!
দোয়া করি ছেলেটার পরিবার এর শোক সইতে পারুক আর তাজা প্রা-ণ হারা ছেলেটা যেনো আল্লাহর কাছে শান্তিতে থাকুক , আমিন