Obujh - অবুঝ

Obujh - অবুঝ Watch and read the best - Love status, Sad status, Romantic status, Love story, etc.

আপনাদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া কিছুই সম্ভব নয়। তাই আপনাদের ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা অনেক দূর এগিয়ে জেতে চাই। আশা করি আমাদের পাশেই থাকবেন।

অনূভুতির প্রাচুর্য আল-আমিন (রায়হান )হাজার টা স্বপ্ন  ছিল,- ছিল হাজার  আশা।হাজার টা ইচ্ছে ছিল,- ছিল ভালোবাসা। রঙিন সুতোর...
27/07/2025

অনূভুতির প্রাচুর্য

আল-আমিন (রায়হান )

হাজার টা স্বপ্ন ছিল,
- ছিল হাজার আশা।
হাজার টা ইচ্ছে ছিল,
- ছিল ভালোবাসা।

রঙিন সুতোর স্বপ্ন দিয়ে বোনা সেই শাল,
- তুমি আমার ভালোবাসায় থাকবে চির কাল।
তোমায় নিয়ে বলবো কথা বলতে পারি যত,
- মন্দ বলুক লোকে আমায় পারুক তারা যত।

তুমি আমার রঙ তুলিতে আঁকা,
- নিপুণ কারুকার্য,
তোমায় দেখে রঙ ধনু'রা অবাক হবে,
- সেটা অনিবার্য।

খুনসুটিতে মাতবো দু'জন শুনবো নাকো মানা,
বিচার-আচার, নিষেধ-বারণ মানবো নাকো থানা।

তুমি আমার শেষ বিকেলের হেলতে থাকা বেলা,
- সূর্য ডুবলেও চাঁদের আলোয় কর আজব খেলা।
সেই খেলা দেখতে দেখতে রাত্রি কেটে যায়,
- সকাল হলেই আমার আকাশ আলোয় ভরে যায়।

এসব তো কবিতা মাত্র কয়েক টা লাইন,
অতি সামান্য,
- সব অনুভব লিখতে গেলে
কাগজ আর কলম, এ-সবই নগন্ন।

বলতে গেলে শব্দ রাও হয়ে যাবে নিখোঁজ,
- ভাবনারাও হুশ হারাবে হয়ে যাবে বেহুঁশ।

তোমায় নিয়ে লিখব আমি Without দাড়ি-কমা,
পরি শেষে অনুভূতি তোলা থাকুক জমা।
অনূভুতি ভুবন আমি আজিবন আমৃত্যু।
প্রিয় তুমি ভাল থেকো, সুখে থেকো অ-সমাপ্ত।

লেখক : MD Al-amin Rayhan

fans

10/07/2025

- ওহে কী করিলে বলো পাইবো তোমারে...!!🙂❤️

একটা জিনিস আমি প্রবলভাবে বিশ্বাস করি -কারও ভালোবাসা, যত্ন, সম্মান পাওয়াএটাও এক ধরনের রিজিক।আপনি কাউকে আপনার সর্বোচ্চটা দ...
08/07/2025

একটা জিনিস আমি প্রবলভাবে বিশ্বাস করি -
কারও ভালোবাসা, যত্ন, সম্মান পাওয়া
এটাও এক ধরনের রিজিক।
আপনি কাউকে আপনার সর্বোচ্চটা দিয়ে ভালোবাসলে সেও যে আপনাকে সম পরিমাণ ভালোবাসবে
তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।
আবার রিজিকে থাকলে
পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা হয়েও কেউ হয়তো অন্যের সর্বোচ্চ ভালোবাসাটা পায়, যত্ন পায়।
আর সব রিজিকের ফায়সালা যে দুনিয়াতেই হয়,
এরকম না।
হয়তো রুপকথার গল্প সৃষ্টিকর্তা আপনার জন্য
পরপারে রেখেছেন।
লাল গোলাপ আপনি জান্নাতে চেয়ে নিয়েন...!!

লেখক : মেহেদী হাসান শুভ্র
Follow : Obujh - অবুঝ

- 🥹💔...!!লেখা : Obujh - অবুঝ
22/05/2025

- 🥹💔...!!

লেখা : Obujh - অবুঝ

- Hmm..!!🙂💔
15/05/2025

- Hmm..!!🙂💔

-  হুম...!!🙂💔
10/05/2025

- হুম...!!🙂💔

- হ্যা...আমিও তোমার মত একা!!🙂❤️
07/05/2025

- হ্যা...আমিও তোমার মত একা!!🙂❤️

সম্পর্কের দারিদ্রতা বড় নির্মম।যার সাথে আমার সকাল হয়,যাকে ভাবতে ভাবতে রাত পোহায়,আমার শিরা-উপশিরা, লোমকুপ,প্রতিটি রক্তের ক...
14/03/2025

সম্পর্কের দারিদ্রতা বড় নির্মম।
যার সাথে আমার সকাল হয়,
যাকে ভাবতে ভাবতে রাত পোহায়,
আমার শিরা-উপশিরা, লোমকুপ,
প্রতিটি রক্তের কণায় যে মানুষটা মিশে থাকে,
সেই মানুষটার কোনকিছুতে আমি নাই।
ফকিরের মতো, দরিদ্র মানুষের মতো,
হাপিত্যেশ করতে থাকি একটু কথা বলার জন্য,
একটু ঘুম থেকে উঠে তার হ্যালো শোনার জন্য।
উঠছো...?🙂
ঠিক আছো...?🙂
সেই মানুষটার কিছুতেই আমি নাই....🙂

কথা : RJ Nirob
Follow : Obujh - অবুঝ

03/03/2025

আসসালামু আলাইকুম...
কি অবস্থা সবার...?
বহুদিন পর... 🙂

Shout out to my newest followers! Excited to have you onboard! মোঃ জুবায়ের, Ahmed Maruf
19/02/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! মোঃ জুবায়ের, Ahmed Maruf

★ছবি থেকে আমাদের কিছু শেখার আছে....1️⃣ প্রথম ব্যাক্তির অর্থ আছে কিন্তু জ্ঞান নেই। তাই সে জ্ঞানের অভাবে পৃথিবীর সৌন্দর্য ...
29/01/2024

★ছবি থেকে আমাদের কিছু শেখার আছে....

1️⃣ প্রথম ব্যাক্তির অর্থ আছে কিন্তু জ্ঞান নেই। তাই সে জ্ঞানের অভাবে পৃথিবীর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারছে না।

2️⃣ দ্বিতীয় ব্যাক্তির জ্ঞান আছে কিন্তু অর্থ নেই। তাই সে অর্থের অভাবে পৃথিবীর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারছে না।

3️⃣ তৃতীয় ব্যাক্তির জ্ঞান এবং অর্থ দুটোই আছে। তাই সে পৃথিবীর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারছে।

4️⃣ চতুর্থ ব্যাক্তির জ্ঞান এবং অর্থ কিছুই নেই। তাই তার পুরো পৃথিবী অন্ধকার।

Follow : Obujh - অবুঝ

10/01/2023

একটু কবিতা লেখার চেষ্টা করলাম...🙂

❣️
🌺"বুকের মাঝে যন্ত্রনা নিয়ে শত,
কত দিন, কত রাত...
-করেছি আমি গত।

🌺"হয়নি কথা তোমারই সনে কত দিন,
বড় শূন্য-একা লাগে...
-তুমিহীন।

🌺"কতকাল যেন দেখিনি
-মুখটি তোমার,
তুমিহীন এভুবন লাগে...
-শুধুই অন্ধকার।

🌺"হারালে কোথায় তুমি
-একলা করে আমায়,
তোমারই জন্য ব্যাকুল মন...
-দিশেহারা হয়ে রয়।

🌺"কি করে ভুলিবো আমি
-হৃদয়ে গাথা সব সৃতি তোমার,
তুমিহীন এই বুকে আজ...
-শুধুই হাহাকার।

🌺"কেটে যায় দিন আমার
-নাহি কাটে রাত,
আর হবেনা চলা কভু...
-হাতে রেখে হাত।

🌺"কাটেনাতো নেশা তোমার
-নাহি কাটে ঘোর,
আজও এই মন থাকে...
-তোমাতে বিভোর।

🌺"জানি ফিরবেনা তুমি
-এই বুকে কভু আর,
তবু এই অবুঝ মন থাকে...
-অপেক্ষায় তোমার।
❣️
.
লেখকঃ Obujh - অবুঝ

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Obujh - অবুঝ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Obujh - অবুঝ:

Share