23/07/2025
মুরগির দাম কমছে, কিন্তু বাচ্চার দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো!
বাজারে এখন মুরগির দাম ক্রমাগত কমছে — খামারিরা লোকসানে বিক্রি করছে, অনেকে খামার বন্ধ করে দিচ্ছেন।
কিন্তু এই অবস্থার মাঝেও কোম্পানিগুলো বাচ্চার দাম বাড়িয়ে চলেছে!
➡️ খামারিরা জিম্মি হয়ে পড়েছেন
➡️ উৎপাদন খরচ বাড়ছে
➡️ লাভ তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়াই কঠিন
এই অসঙ্গতি কার স্বার্থে?
কে দিচ্ছে এই মূল্য নির্ধারণের ছাড়পত্র?
যতদিন না বাজারে সত্যিকারের ন্যায্য মূল্যনীতি প্রতিষ্ঠিত হয়, ততদিন খামারিরা থেকে যাবে শোষণের শিকার।
📢 এখন সময় একসাথে আওয়াজ তোলার—
“আমরা বাঁচতে চাই, শোষিত হতে নয়!”
#খামারিবাঁচাও
#বাচ্চারদামনিয়ন্ত্রণচাই
#পোল্ট্রিবাজারে_ন্যায্যতা
#মুরগিরদাম
#পোল্ট্রিখাত_সংকট