Tanvir N. Nissan

Tanvir N. Nissan Hello Friends,

This is Tanvir N. Nissan from Bangladesh & its my official page & personal blog.

12/02/2023

মতিঝিলে একটা বিল্ডিং আছে, ''জাতীয় চা বোর্ড''।
ঢাকা শহরে কোনো চা বাগান নেই, কিন্তু জাতীয় চা বোর্ড নামক সরকারি প্রতিষ্ঠানটি খোদ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত।

ঢাকায় মাছের চাষ হয় না। কিন্তু ''মৎস্য ভবণ'' দখল করে আছে রমনার একটি এলাকা।
ঢাকার কোথাও ধান, গম, মুলা চাষ হয় না। কিন্তু ''খামার বাড়ি'' নামক বিশাল ভবণটি ফার্মগেটে বসে আছে।

একটা দেশে ৬৪ টি জেলা আছে।
সেই দেশের ৬৩ জেলাকে বাদ দিয়ে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে মাত্র ১টি জেলায়।

যে মৎস্য ভবণ থাকার কথা বরিশাল অথবা চাঁদপুরে,
সেটি ঢাকায়।
যে খামার বাড়ি থাকার কথা ময়মনসিংহে, সেটিও ঢাকায়।
চা বাগানের শহর সিলেট বাদ দিয়ে, চা বোর্ডটিও আমরা বসিয়ে রেখেছি ঢাকায়।

অনেক দেশ তাদের রাজধানী পরিবর্তন করেছে।আমাদের সময় এসেছে বিকল্প কিছু ভাবার, এরপরও যখন আপনারা যানজট নিয়ে বিরক্তি প্রকাশ করেন, তখন আমার খুব হাসি পায়।রিকশা, হকার মুক্ত ফুটপাথ চাই।

কেউ কেউ বলেন, ফ্লাইওভার আর মেট্রোরেলের কথা। ভাই রে, এই ছোট্ট শহরে কয়টা মেট্রোরেল দেবেন? কয়টা ফ্লাইওভার বসাবেন?

ফ্লাইওভার আর মেট্রোরেলের পাশাপাশি যদি হেলিকপ্টার সার্ভিসও দেন, ঢাকার আকাশে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হবে, তবু যানজটের খুব বেশি উন্নতি হবে না।

তার চেয়ে পুরো বাংলাদেশের ৬৪ টা জেলাকেই ঢাকার মতো গুরুত্বপূর্ণ ভাবতে শিখা উচিৎ।
দেশের প্রতিটি ইঞ্চিকে সমানভাবে ভালবাসুন। উন্নয়ণের সকল পরিকল্পনা কেবল এই ছোট্ট শহর কেন্দ্রিক না করে , সারা বাংলাদেশে করতে হবে।

তাহলে দুটো জিনিস হবে...

১. পুরো বাংলাদেশে এগিয়ে যাবে।
২. ঢাকায় কোনো যানজট থাকবে না।

03/02/2023

এক সময় মক্কা-মদিনার অধিকাংশ আবাসিক হোটেল মহররম থেকে শাবান পর্যন্ত ইরানিদের কাছে ভাড়া থাকত ৷ বাদশাহ সালমান ক্ষমতায় আসার পর বিভিন্ন ইস্যুতে মনোমালিন্যের জের ধরে ইরান সৌদিকে শিক্ষা দেওয়ার জন্য হজ্ব এবং ওমরাহ্তে আসা বন্ধ করে দেয় ৷ আমাদের দেশের অনেকে মনে করেন, সৌদি আরব হজ্ব ও ওমরাহ থেকে বিশাল অংক আয় করছে ৷ তারা মনে করেন, হজ্ব ও ওমরাহ্ বন্ধ হলে সৌদি ইয়াহুদি দালালরা (তাদের ভাষায়) বিশাল একটা শিক্ষা পাবে ৷ ব্যাপারটা মসজিদ কমিটির সাথে রাগ করে মসজিদে যাওয়া বন্ধ করার মতো ৷

"হজ্জ থেকে কত টাকা আয় করে সৌদি আরব?" এই শিরোনামে বিবিসির ফার্সি বিভাগের আলী কাদিমি ৩ আগস্ট ২০১৭ তে এক বিশেষ প্রতিবেদন তৈরি করে ৷ আর আমাদের দেশের সবগুলো পত্রিকা এটি কপি করতে থাকে ৷ যারা এসব পড়েই প্রচার শুরু করেন তারা একটুও ভাবেন না এই মিডিয়া কার? সাংবাদিক কে? ইরানের জরাথুস্ট্রীয়দের (এরা অগ্নি পূজারী) নাম অনেকটা মুসলমানের মত হওয়ায় এদের নাম শোনে ধর্ম বোঝা যায় না ৷ আলী কাদমি শিয়া, না সুন্নী মুসলিম, না জরাথুস্ট্রীয়?

হজ্ব থেকে সৌদি আরবের আয় নিয়ে কুয়েতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল আজিজ আল ফায়েজ বলেন, "সৌদি আরব হজ্জ ভিসার কোন বিনিময় নেয় না, ভিসা সম্পূর্ণ রূপে ফ্রি, আমরা জানতে পেরেছি কিছু অসৎ এজেন্সি মালিক হাজীদের কাছ থেকে ফি নিচ্ছে সৌদি এ্যাম্বাসির কথা বলে, যারা এর বিনিময় নেয় এবং দাবি করে সৌদি এ্যাম্বাসি ভিসার ফি নিচ্ছে তারা চোর ৷"

হজ্ব এবং ওমরাহ্ বাবত সৌদি আরব কোন অর্থ নেয় কিনা এটি জানার জন্য আপনি, hajj & umrah লিখে গুগলে সার্চ দিতে পারেন ৷ এছাড়া সৌদি আরবের বিভিন্ন পেজে খোঁজ নিতে পারেন ৷ হজ্জ ও ওমরাহ্ থে‌কে সৌ‌দি আর‌বের রাজস্ব আয় শুধুমাত্র ৩% । আর সর্ব‌শেষ হারাম শরী‌ফের সংস্কা‌রে ব্যয় এর থে‌কেও বে‌শি । হ‌জ্জের সময় আড়াই লক্ষ সৈন্য, ৩০ হাজার প‌রিচ্ছন্ন কর্মী, ৬০ হাজার কর্মকর্তা, ১৮ হাজার হাজী‌দের জন্য যানবাহন, শত শত এ্যাম্বুলেন্স ও হাজার হাজার স্বাস্হ্যকর্মী এবং ব্যবস্হাপনার জন্য ডজন খা‌নেক হে‌লিকপ্টার নি‌য়োগ ক‌রে । যারা ম‌নে ক‌রতেন হজ্জ সৌ‌দি আর‌বের রাজ‌স্বের উৎস, করোনাকালীন সময়ে সৌদি কর্তৃপক্ষ হজ্ব ও ওমরাহ্ বন্ধ রেখে তাদের সে ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়েছে ৷

হজ্ব ও ওমরাহ্ নিয়ে আমাদের দেশের মানুষ প্রায় সময় সে প্রশ্নটা করে থাকেন, "হজ্ব-ওমরাহ্ ভিসার জন্য যদি সৌদি সরকার টাকা পয়সা না রাখে তাহলে, বাংলাদেশ থেকে যেতে লক্ষ লক্ষ টাকা লাগে কেন?"

এই টাকা মুলত যারা হজ্ব ও ওমরাহ্ এজেন্সির দায়িত্বে আছেন তারা নিয়ে থাকেন, হাজীদের নানা ধরনের সুযোগ সুবিধার বিনিময়ে । বিমানের টিকেটের দাম, মক্কা মাদিনাতে থাকা, খাওয়া+ যাতায়াত খরচ বাবত ৷ এখানে আমাদের দেশে বেশি অর্থ আদায় করা হচ্ছে কি না, তা একটু দেখার বিষয় ৷ ইন্ডিয়া থেকে একজন লোক ১৫ দিনের প্যাকেজে ওমরাহ্ করতে আসলে তার খরচ হয় মাত্র পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হাজার রুপি (১ রিয়াল=১৮ রুপি) ৷ পাকিস্তান থেকে একই প্যাকেজে খরচ হয় পঁচাত্তর থেকে আশি হাজার রুপি (১ রিয়াল= ৩০ রুপি) ৷ বাংলাদেশ থেকে এক সপ্তাহের প্যাকেজে খরচ হয় সর্বনিম্ম আশি হাজার টাকা ৷

কারেন্সীর হিসাবে তিনদেশের খরচটা প্রায় সমপর্যায়ের হলেও ফারাকটা অন্যখানে ৷ পঁয়ষট্টি হাজার রুপির মাঝে ইন্ডিয়ান একজন হাজীকে তিন বেলা খাবার দেওয়া হয় ৷ সকালের খাবারের আইটেমে থাকে দুধ, কর্ণ, মধু, জেলি, পরোটা, পাউরুটি, পায়া, সব্জী, ডিম, চা ৷ দুপুরে- ভাত, সব্জী, গরু বা মুরগীর মাংশ, ডাল, ক্ষীর, ফল, চা; রাতেও প্রায় একই মেনু ৷ এর মাঝে এজেন্সীর পক্ষ থেকে দুই বা তিন বার তাদের কাপড়গুলো লন্ড্রী থেকে ওয়াশ করে আনা হয় ৷ পাকিস্তানিদের খাবারে অত আইটেম না থাকলেও ভাত, মাংশ, ডাল, চা থাকে ৷ আমাদের সমস্যাটা কোথায়? সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন ৷

কেয়ার টেকার সরকারের সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদ তার "শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারণ" গ্রন্থে আফসোস করে বলেছিলেন, "বাংলাদেশে প্রায় দুইশত ত্রিশটি হজ এজেন্সী আছে ৷ এসব এজেন্সির মধ্যে ২০০৭ সালে বিভিন্ন অনিয়মের জন্য পঁচাশিটি হজ এজেন্সীর বিরূদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয় ৷ এসব অভিযোগ তদন্তের পর পঁয়ষট্টিটি এজেন্সি অভিযুক্ত হয়ে শাস্তির মুখোমুখি হয়েছিল ৷ কিন্তু আমাদের দূর্ভাগ্য যে, অভিযুক্ত এজেন্সিগুলোকে বাঁচাতে হ্যাব (হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) শাস্তি প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে ২০০৮ সালে হজ বয়কট করার হুমকি দেয় ৷ হাজিদের দূর্দশা লাঘবে তারা কোনো ভূমিকা রাখে নি কিন্তু নিজেদের স্বার্থ রক্ষায় ঠিকই একত্রিত হয়েছিলো ৷ অর্থলিপ্সা আমাদের এমনই যে, এজন্য আমরা আমাদের ধর্মবিশ্বাসকে ব্যবহার করতেও কুন্ঠাবোধ করি না ৷"

কোন দেশ বা কেউ যদি মনে করেন যে, হজ্ব-ওমরাহ্ বন্ধ হলে সৌদি সরকার না খেয়ে মারা যাবে তিনি ভুল ভাবছেন ৷ করোনাকালীন সময়ে হজ্ব ও ওমরাহ্ বন্ধ থাকায় মক্কা ও মদিনার আশেপাশের আবাসিক হোটেলে কর্মরত অনেক শ্রমিক বেকার হয়ে যাওয়ায়, তাদের স্ব স্ব দেশে ফেরত পাঠানো হয়েছে ৷ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সেখানে কর্মরত বাংলাদেশী শ্রমিকরা ৷ সৌদি আরবের যে কোন প্রকার ক্ষতি যে প্রত্যক্ষভাবে আমাদের আঘাত হানবে, তা আমাদের দেশের যারা সৌদি সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেন তাদের অনেকের কল্পনারও বাইরে ৷

রাজনৈতিক আদর্শ আর ধর্মীয় আদর্শ দু'টো ভিন্ন বিষয়৷ দু'টোকে এক করতে গিয়ে অনেকে দুধ আর ছনা মিশিয়ে ফেলেন ৷ না হতে পারে ধার্মিক, না হতে পারে রাজনীতিবিদ ৷ আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দলের আলেমদের লেজে গোবরে অবস্থা! এদের অনেকেই বিভিন্ন ট্রাভেল এজেন্সীর ব্যবসার সাথে জড়িত ৷ দূর্নীতিটা যে বাংলাদেশের এজেন্সী থেকে হচ্ছে ওরা ভালো করেই জানে ৷ কমিশন কমে যাবে তাই হজ অ্যাসোসিয়েশনের দূর্নীতি নিয়ে কিছু বলবে না ৷ সাধারণ মানুষকে বুঝিয়ে দেয় সব সৌদি আরবের সরকারের কারসাজি ৷ আমাদের দেশে সব ফেরেশতার বসবাস ৷

সাধারণ মানুষের কথা যদি বলি হাজীদের সতর্ক করার দায়িত্ব নিয়ে সৌদি সরকার হজ্ব, ওমরাহ্, তাওহীদ, নামায পড়ার নিয়ম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বই প্রকাশ করে সেগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিনামূল্যে বিতরণ করে থাকে ৷ হাজী সাহেব লক্ষ টাকা খরচ করে ওমরাহ্ করছেন, ৫০-৬০ কেজি মাল নিয়ে দেশে যাচ্ছেন, তার কাছে আপনি কখনো ৫০০ গ্রামের একটা বই পাবেন না ৷ কারণ আমাদের অত কিছু জানার দরকার নেই ৷ হুজুর বলেছেন, নেতা বলেছেন, আমির বলেছেন, চিলে কান নিয়ে গেছে, আমাকে চিলের পিছনে ছুটতে হবে ৷

লিখেছেন- ✒️🖊️ 'Sayedur Rahman'

17/01/2023

একদা বাদশা আকবর তাঁর সভাসদ বীরবল কে প্রশ্ন করলেন, "আচ্ছা বীরবল, অবিদ্যা কি?"

👉বীরবল উত্তর দিলেন, "জাহাঁপনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে চার'দিন ছুটি দিতে হবে, ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব!"

👉বাদশা আকবর রাজি হয়ে তাঁকে চার'দিন ছুটি দিলেন। বীরবল এক মুচির কাছে গিয়ে বললেন, "ভাই, একটা জুতো বানিয়ে দাও।"

মুচি বলল, "ঠিক আছে হুজুর, মাপটা দিন।" বীরবল বললেন, "ওসব মাপ টাপ ছাড়ো, এক হাত লম্বা আর এক বিঘৎ চওড়া জুতো বানাও, আর ওতে কিছু হীরে জহরত জুড়ে দাও। সোনা আর রুপোর সুতো দিয়ে সেলাই করো, টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দরদাম করব না।"

মুচী বলল, "ঠিক আছে, কিছু টাকা আগাম দিন, আর তিন'দিন বাদে এসে নিয়ে যাবেন।"

👉তৃতীয় দিন পুরো টাকা দেওয়ার আগে বীরবল মুচিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে মুচি এই জুতোর গল্প কারও কাছে কখনও করবে না। তারপর বীরবল একপাটি জুতো নিজের কাছে রেখে অন্য পাটি'টা মসজিদের সামনে ফেলে দিলেন।

👉ভোরবেলা মৌলবী আজান দিতে এসে ঐ একপাটি জুতো আবিষ্কার করলেন। মৌলবী চিন্তা করলেন, এত বড় জুতো কখনও কোন মানুষের পায়ে হতে পারে না, আর যা হীরে জহরত লাগানো তাতে নিশ্চয়ই আল্লা রাত্রে মসজিদে এসেছিলেন, এবং বাইরে ভুল করে এই একপাটি জুতো ফেলে গেছেন। উনি প্রথমে জুতোর পাটি'টা মাথায় ঠেকালেন, তারপর বার বার জুতো'টাকে চুমু খেতে লাগলেন। পরে মসজিদে আরও অনেক লোক এলে, মৌলবী সকলকে এই আল্লার জুতো'র পাটি পাওয়ার গল্প বললেন। সকলেই বলল, নিশ্চয়ই এই জুতো আল্লা'রই হবে, মানুষের পায়ে এত বড় জুতো হতেই পারে না, আর মসজিদের বাইরে যখন পাওয়া গেল তখন জিন বা শয়তানেরও নয়। সবাই মিলে জুতোর পাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগল। শেষ পর্যন্ত জুতোর কথা বাদশা'র কানে গেল, আকবরের আদেশে জুতো শাহী দরবারে পেশ হল।

👉বাদশাও স্বীকার করলেন, "এ জুতো আল্লা'রই হবে।" তিনিও বারবার মাথায় ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, "এই জুতো মসজিদের কোন পবিত্র স্থানে রাখ।"

👉পরের দিন বীরবলের ছুটি শেষ হল, উনি এসে বাদশা'কে সালাম ঠুকে মাথা নিচু করে বসে রইলেন।

বাদশা প্রশ্ন করলেন, "কি হল বীরবল, তুমি এমন বিরস কেন?"

বীরবল বললেন, "জাহাঁপনা, আমার বাড়ি থেকে একপাটি জুতো চুরি গেছে।"

"একপাটি জুতো?" বাদশা প্রশ্ন করলেন।

"হ্যাঁ, আমার প্রপিতামহের একপাটি জুতো চুরি গেছে, চোর একপাটি ফেলে গেছে।"

"ঐ একপাটি জুতো কি তোমার কাছে আছে?" বাদশা'র প্রশ্ন।

"হ্যাঁ, আমার কাছে আছে," বীরবল অন্য পাটি'টা বের করে দেখালেন।

👉দেখেই তো বাদশার মাথা ঘুরতে আরম্ভ করল, নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন মসজিদ থেকে জুতোর পাটি নিয়ে আসতে। তারপর বললেন, "ইয়া আল্লা, আমরা তো এটাকে আপনার জুতো মনে করে কত মাথা ঠেকিয়ে, চুমু খেয়ে, চেটেচেটে চকচকে করে তুলেছি!"

💢বীরবল বললেন, "জাহাঁপনা, একেই বলে অবিদ্যা। এই ভারতবর্ষ একদিন এমনি অবিদ্যায় ছেয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধিলোপ হবে। তারা ধূর্ত মানুষকে দেবতা জ্ঞান করবে, পুজো করবে, সর্বশক্তিমান বলে ভাববে। তারস্বরে সকলে মিলে বার বার বলতে বলতে এদের বিশ্বাস জন্মাবে যে এই ধূর্ত যা অসম্ভব তাও সম্ভব করে তুলবে। 🤓🤓

(সংগৃহীত)

26/12/2022

মৈত্রীতে যারা নতুন যাতায়াত করবেন তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে।

১। ২৯ দিন আগে থেকে শুরু করে আগেরদিন পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে টিকেট পাওয়া যাবে।
২। টিকেট বুকিং দেয়ার সময় কনফার্ম (রেল গেদে উল্লেখ থাকতে হবে) ভিসা দেখাতে হবে।
৩। যাওয়ার টিকেট বা যাওয়া আসা (২০% কমলাপুর থেকে পাওয়া যায়) উভয় টিকেট নিতে পারবেন।
৪। চট্টগ্রাম থেকেও টিকেট সংগ্রহ করতে পারবেন।

The way to get started is to quit talking and begin doing. 👍
10/12/2022

The way to get started is to quit talking and begin doing. 👍

04/12/2022

ধন্যবাদ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
বাংলাদেশের মত একটি অনুন্নত দেশকে সুশাসনের মাধ্যমে,গণতান্ত্রিক উপায়ে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করানোর জন্য।

বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত স্বরণকালের সর্ববৃহৎ জনসভা।
স্থানঃ পলোগ্রাউন্ড,টাইগারপাস,চট্টগ্রাম ।
সময়কালঃ ৪ঠা ডিসেম্বর ২০২২।

27/11/2022

ঈশপের গল্পঃ-

🔹এক বিধবা আর তার দুই কাজের চাকরানি।🔹

🔸এক বিধবা মহিলার মহা বাতিক ছিল সবকিছু পরিস্কার করে রাখার। দুটি অল্প বয়সী চাকরানি মেয়েকে সে লাগিয়ে রাখতো তার কাজে। খুব খাটাত সে মেয়েগুলোকে। ভোরবেলা মোরগের কোঁকর কোঁ ডাক শোনা গেলেই সে তাদের কাজ করার জন্য ঠেলে ঘুম থেকে তুলে দিত। বিরক্ত হয়ে মেয়েদুটো একদিন ঠিক করল যে, মোরগটাকে শেষ করে দিলেই ওটা আর তাদের মালকিনকে জাগাতে পারবে না।
যেমন ভাবা তেমন কাজ – মেরে ফেলল তারা মোরগটাকে। ফল হল আরও ভয়াবহ, এবার তারা আরো মুস্কিলে পড়ে গেল। মোরগের ডাক না শুনতে পাওয়ায় তাদের মালকিন এখন সময়ের আর কোন হিসেব নিকেশ করে উঠতে পারল না। মাঝরাতেই সে তাদেরকে ঠেলে তুলে দিয়ে কাজ করতে লাগিয়ে দিল।🔸

শিক্ষণীয় বিষয়ঃ-
অন্যায্য উপায়ে কাজ-এর চাপ কমাতে গেলে ঝামেলা আরো বেড়ে যায়।

25/11/2022

একটি শিক্ষনীয় গল্প…

একজন বিখ্যাত লেখক একবার বক্তৃতা দিয়ে
আসছেন… পথে একজন তরুণের সাথে দেখা।
ছেঁড়া ময়লা শার্ট,উস্কো খুসকো চুল- দেখে বোঝাই যায় তরুণ দরিদ্র ঘরের ছেলে।

তরুণ এসে লেখককে প্রস্তাব দিলো,’জনাব
আপনি কি দয়া করে আমাকে আপনার
একদিনের রোজগার ধার দেবেন, বিনিময়ে
আমি আপনাকে একদিন আমার এক বছরের
রোজগার দেব… ‘লেখক তাকে সাহায্যের
নামে এমনি কিছু ডলার দিলেন। দিয়ে বললেন, ‘না পারলে ফেরত দিতে হবে না’। তরুণ ধন্যবাদ দিয়ে বলল,’আপনার এই উপকার আমি
কোনদিন ভুলবো না’।

এভাবে অনেক দিন কেটে যায়। লেখক সেই
তরুণের কথা ভুলে যায়… অনেক বছর পর হঠাৎ সেই তরুণের আবির্ভাব, সে তখন যুবক।

লেখকের সেই মুহূর্তে অভাব চলছে।
তরুণ এসে তাকে কয়েক হাজার ডলার দিয়ে বলল,’আপনি একদিন আমাকে আপনার একদিনের রোজগার দিয়ে হেল্প করেছিলেন।
আজকে আমার সময় এসেছে- এই নিন আমার
একদিনের রোজগার।’ লোকটার একদিন এর রোজগার ছিল সেই লেখক মানুষটির এক বছর
এর রোজগার….

লেখকের চোখে পানি চলে এল এবং তিনি অদ্ভুত দৃষ্টিতে যুবক কে দেখতেলাগলেন। সেই যুবকের নাম ছিল চার্লি চ্যাপলিন!!

গল্পটা লেখার কারন হল, কোন মানুষের দিনই সব
সময় এক থাকে না। একারণে, কাউকে কোনদিন ঠকাতে, ছোট করতে বা অপমান করতে অথবা ফিরিয়ে দিতে নেই। ।

22/11/2022

একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেতো। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, আপনার আপেলগুলো আজও পানসে, একদম মিষ্টি না! এই নেন একটা খেয়ে দেখুন।
এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয়। বৃদ্ধা আপেলটা খেয়ে যে মাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে তখনি লোকটি চলে যায়।

লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলো, তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি! বেশ ভালো এবং মিষ্টি।

লোকটি বললো, আসলে আপেলগুলো মিষ্টি আমি জানি। কিন্তু তুমি দেখনি বৃদ্ধার চেহেরা! অনেক কষ্টে তার পেটের খাবার জোটে। আমি না হয় প্রতিদিন মিথ্যা বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়ে দেই।

এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশে বসেন এক তরকারি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নিদিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন!

বৃদ্ধা হেসে বললো, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে একটা খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করেছে আমি তা বুঝিনা।
তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও নিজে নিজে ঢলে পড়ে।

কিছু কিছু মায়া, মমতা, ভালোবাসাগুলো বর্ণনা করে বুঝানো যায়না। এগুলো টাকার পরিমাণেও মাপা যায়না। এগুলো শুধু অনুভব করা যায়।
এরকম আড়ালে আমরা অনেকেই অনেকের কেয়ার করি কিন্তু কেউ কাউকে বুঝতে দেইনা।
বেঁচে থাকুক আড়ালে ভালোবাসা গুলো ।

Collect post

22/11/2022

ঈগল পাখির কিছু নীতিঃ

নীতি- ১: ঈগল অনেক উঁচুতে উড়ে এবং কখনোই চড়ুই কিংবা অন্যান্য ছোট পাখিদের সাথে মেশে না, উড়েও না।

নীতি- ২: ঈগল এর রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যার মাধ্যমে সে আকাশে থাকা অবস্থাতেই ৫ কিলোমিটার পর্যন্ত দেখতে পায়, তাও একদম স্পষ্ট! ঈগল যখন তার শিকার খোঁজে, সে তার সব ফোকাস সেটার ওপর নিয়ে যায় এবং বেরিয়ে পড়ে শিকারের জন্য। যত বাধাই আসুক না কেন, সেটিকে না পাওয়া পর্যন্ত ঈগল কোনক্রমেই তার চোখ সরায় না।

নীতি- ৩: ঝড় আসলে ঈগল পাখি তা এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে উঁচুতে উড়ে যায়।

নীতি- ৪: বয়স বাড়ার সাথে সাথে ঈগল পাখির ডানার পালকগুলো দুর্বল হয়ে পরে, যে কারণে সে আগের মত খুব দ্রুত গতিতে উড়তে পারে না। দুর্বল বোধ করলে সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে। সেখানে সে তার শরীরের প্রতিটি পালক টেনে ছিঁড়ে ও উঠিয়ে ফেলে। নতুন পালক না গজানো পর্যন্ত সেই দুর্বল ঈগল কোথাও বের হয় না। নতুন পালক গজিয়ে গেলে সে পুনরায় বজ্র গতিতে উড়ে বেড়ায়।

আশা করি, ঈগল এর এই নীতি আপনাকে অনুপ্রাণিত করবে।

17/11/2022

মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ-
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।
❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করেন।
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার
বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
❐ বাড়িওয়ালা চায় আপনি যেন
জীবনে বাড়ি করতে না পারেন।
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন
নিয়ে ঋনগ্রস্থ হোন।
❐ প্রাইভেট টিউটর চায় আপনার
সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।

🎇৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
🎇তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
🎇ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
🎇তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
🎇তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
🎇তিনটি জিনিস
জীবনে রাখতে নেইঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
🎇তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিতঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
🎇তিনটি জিনিস কে আয়ত্বে রাখা উচিতঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
🎇তিনটি জিনিস অভ্যাস করা উচিতঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
🎇তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিতঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
🎇তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিতঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম

নুপুরের দাম হাজার টাকা,,
কিন্তু তার স্থান পায়েই হয়,,
টিপের দাম এক টাকা হলেও ,,
তার স্থান কপালে। "যে নুনের মতো
তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না,,
আর বাঁকা পথের প্রতি সবারই
আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, পানি মেশাননি তো?",,
আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,,
যে -"তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুব খুশি হয় !!

🤔মানুষ বড়ই আজব প্রানী🤔

(Coiped)

😲😲
03/11/2022

😲😲

Address

Chittagong

Telephone

+8801816925122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir N. Nissan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share