Islamic golpo write

Islamic golpo write I hope ebrybody is fine, i making to a hadith, please follow to is page, thank for you

12/10/2024
04/07/2024

মহা নবি (স) বলেন যে বড়দের সম্মান ও চোটদের স্নেহ করেনা, সে আমার উম্মত নয়।

29/06/2024

রাসুল (স) ইরশাদ করেছেন,যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় প্রার্থনা করে, তাকে তোমরা আশ্রয় দাও,যে ব্যক্তি আল্লাহর নামে চায় তাকে প্রদান কর,যে ব্যক্তি দাওয়াত করে তার ডাকে সাড়া দাও এবং যে ব্যক্তি তোমাদের সাথে ভালো ব্যবহার করে তাকে প্রতিদান দাও। যদি প্রতিদান দেয়ার মতো কিছু না পাও, তবে তার জন্য দোয়া কর। তোমরা মনে করবে যে, তোমরা তার প্রতিদান দিয়েছ।
(আহমদ,আবু দাঊদ ও নাসায়ী)

25/06/2024

প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর দেহের যাকাত হচ্ছে রোজা।

24/06/2024

রাসুলুল্লাহ (সাঃ) বলেন, মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান।

21/05/2024

ইসলামের ভিওি কয়টি জানেন কি?
ইসলামের ভিওি হলো পাঁচটি।
১. আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মোহাম্মদ (স:) আল্লার রাসুল একথা সাক্ষ্য দেওয়া।
২. সালাত কায়েম করা।
৩. যাকাত দেওয়া।
৪. সামার্থ হলে হজ্জ আদায় করা।
৫. রমজানের রোজা রাখা।

24/03/2024

(ফরয গোসলে অবহেলার কারনে শাস্তি)

হযরত আবদুল্লাহ ইবনে আবান (রা:) হতে বর্ণিত, তিনি বলেছেন একদা আমি আমার এক প্রতিবেশীর জানাযাতে যোগদান করি, তার লাশ কবরে নামানোর সময় বিড়ালের ন্যায় একটি আদ্ভুত জানোয়ার কবরের ভিতরে ও বাইরে লম্পঝম্প করে লাশ কবরে নামাতে ব্যাঘাত সৃষ্টি করতে লাগল। সেটিকে তাড়াবার জন্য সকলে মিলে চেষ্টা করলাম। কিন্তু কোন প্রকারেই তড়ানো গেলনা। ব্যর্থ হয়ে অন্যএ গিয়ে কবর খনন করা
হল। সেখানে গিয়ে জন্তুটি ভয়ানক উৎপাত করতে
লাগল। সেটিকে মারতে গিয়েও সকল প্রকার চেষ্টা ব্যার্থ হল। আতপর তৃতিয় বার কবর খনন করা হল। সেখানে গিয়েও জন্তুটি আরো বেশি ব্যাঘাত শুরু করল। আনন্যোপায় হয়ে আমরা তাড়াতাড়ি তৃতিয় কবরেই তাকে দাফন করতঃ প্রস্হান করলাম। দাফনান্তে কবর কবর হতে বজ্রপাতের ভীষন এক আওয়াজ বের হয়েছিল। আমি জানি, লোকটি প্রকাশ্যে খুব ভালো ছিল। আপ্রকাশ্যে সে কি এমন গুরুতর আপরাধ করেছিল তা জানার জন্য তার স্ত্রীর নিকটে জিজ্ঞেস করলাম, তার স্ত্রী উওর দিল, সহবাসের পর তিনি ফরয গোসলে আবহেলা করতেন। এতে তার ফজরের নামায কাযা হয়ে যেত। এছাড়া তার আন্য কোন পাপ আমি কখনো দেখেনি। এ গঠনা থেকে আমরা এ শিক্ষা পাই যে কোন বিষয়ে আবহেলা করলে তার পরিনতি ভালো হয় না।
(আল্লাহ আমাদের ছোট ছোট গুনার কাজ থেকে বেছে থাকর তাউপিক দান করুক।) (আমিন)

06/03/2024

হজরত আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল (স:)এরশাদ করেছেন-দুর্ভাগ্যবান ব্যক্তি ব্যতীত কেউ দোজখে যাবে না। বলা হল, হে আল্লাহ তাআলার রাসুল!সে দুর্ভাগ্যবান ব্যক্তিকে?তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কোন নেক কাজ আমল করবে না। এবং কোন গোনাহের কাজ সে না করে ছাড়বে না।

23/02/2024

রাসুল (স:) বলেছেন বীর তো ঐ ব্যাক্তি যে নিজের রাগ কে নিয়ন্ত্রন করতে পারে।

18/02/2024

কাফিররা বলে, আমাদের উপর কেয়ামত আসবেনা। বলুন, কেন আসবেনা? আমার পালন কর্তার শপথ আবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জানেন।
(সুরা সাবা, আয়াত:৩)

Address

Joyag
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic golpo write posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share