সুলতানা

সুলতানা হাজারো স্বপ্ন নিয়ে মানুষের জীবন
হয়তো পূর্ণ হয় না হলে শূণ্য রয়,
তবুও মানুষ চেষ্টা করে ইনশাআল্লাহ
চট্টগ্রাম সীতাকুণ্ড থানা
(16)

একটা কথা বলি,,,জীবনে কষ্ট আমাদের সবারই কমবেশি স্পর্শ করে। কষ্ট যেমন আমাদের দুর্বল করে, তেমনি তা শক্তিশালী হওয়ার জন্য প্র...
09/07/2025

একটা কথা বলি,,,জীবনে কষ্ট আমাদের সবারই কমবেশি স্পর্শ করে। কষ্ট যেমন আমাদের দুর্বল করে, তেমনি তা শক্তিশালী হওয়ার জন্য প্রেরণাও জোগায়। মনে রাখবেন জীবনকে সুন্দর করতে চাইলে নিজের উপর বিশ্বাস অর্জন করতে হবে
আপনার বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে,, ইনশাল্লাহ কেউ বাধা দিতে পারবে না,,, যদি নিজের উপরে বিশ্বাস থাকে,,, আমি সুলতানা চট্টগ্রাম,, যদি লেখা কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

07/07/2025

কথা গুলো মন দিয়ে শুনবেন
সুলতানা চট্টগ্রাম পাহাড়ি এলাকা

আবেগি কষ্টের কথা বলতে গেলে, এমন অনুভূতি বোঝায় যা গভীর আবেগ এবং বেদনার সাথে সম্পর্কিত।মনে রাখবেন যতো একা থাকা যায় তোতো আপ...
07/07/2025

আবেগি কষ্টের কথা বলতে গেলে, এমন অনুভূতি বোঝায় যা গভীর আবেগ এবং বেদনার সাথে সম্পর্কিত।মনে রাখবেন যতো একা থাকা যায় তোতো আপনার জন্য মঙ্গল।
কেউ এসে সাজিয়ে দিবেনা আপনার জীবন,,,আপনার কষ্ট আপনাকেও করতে হবে,,,তাই কষ্টে কে দূর করে নিজের জন্য চিন্তা করেন,,,আপনি ভালো না থাকলে।কেউ পাশে থাকবপনা,,যদি আপনি ভালো থাকেন সবাই আসবে আপনার কাছে,,আমি সুলতানা চট্টগ্রাম,,

06/07/2025

চলেন এক নজর ঘুরে আসি চট্টগ্রাম পাহাড়ের কমলার বাগানে,, আমি সুলতানা

06/07/2025

কমলার বাগান চলেন ঘুরে আসি
আমি সুলতানা চট্টগ্রাম

মনে রাখবেন, আবেগি কষ্ট হল এক গভীর মানসিক যাতনা যা আমাদের অনুভূতি ও মনকে গভীরভাবে প্রভাবিত করে, যেখানে শারীরিক কষ্টের মতো...
05/07/2025

মনে রাখবেন, আবেগি কষ্ট হল এক গভীর মানসিক যাতনা যা আমাদের অনুভূতি ও মনকে গভীরভাবে প্রভাবিত করে, যেখানে শারীরিক কষ্টের মতো বাহ্যিক লক্ষণ দেখা না গেলেও ভেতরের যন্ত্রণা তীব্র হয়। এই যে আমরা সারাদিন ভালো হলেও রাতে আমাদের কষ্ট বেরে যায়,,,,কেনো জানেন,আমি বলচি মনদিয়ে শুনেন,,আমরা বোকা মানুষ যেইটা আমার না সেইটার পিছে ছুটে বেড়ায়,, মনে রাখবেন যে আপনাকে রেখে,,, আরেক জনকে খুজে সে কখন আপনার না,,আপনার সাথে সে মজা করছে,,,,আপনাকে পাওয়ার জন্য,,, যখন আপনি তার হয়ে গেছেন,,,সে আরেক জন্যকে,, আপনার মতো করে ছলনা করবে,,তাই বলছি মুখুশ ধারি মানুষ থেকে দূরে থাকবেন।তাহলে আপনার জন্য ভালো

আমার লেখায় যদি ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি সুলতানা চট্টগ্রাম

04/07/2025

চলে আসলাম অনেকদিন পরে লাইভ করার জন্য সবাই জয়েন হয়ে যাবেন

আমি কখনোই অবহেলায় অভ্যস্ত নই, ছিলাম ও না! তাই যেখানেই দেখতে পাই অবহেলা, সেখান থেকেই সরে যাই।এইটাই আমি সেই সুলতানা,, কার...
02/07/2025

আমি কখনোই অবহেলায় অভ্যস্ত নই, ছিলাম ও না! তাই যেখানেই দেখতে পাই অবহেলা, সেখান থেকেই সরে যাই।
এইটাই আমি সেই সুলতানা,, কারো কোন কিছুকে কি আর করি না চিন্তাও করি না সো

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুলতানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুলতানা:

Share