14/06/2025
আমার এক বন্ধু ফার্স্ট ইয়ার থেকে বিসিএস প্রস্তুতি শুরু করেছিল। ক্লাসের অনেকেই "বিসিএস..বিসিএস" বলে ক্ষ্যাপাত। আমার সাথে দেখা হলেই বলতাম, "কি রে...ক্যাডার.." এইসব কথা শুনলে দারুণ রাগ করত। এই কারণে আমিও আরও বেশি বলতাম।
থার্ড ইয়ারে প্রায় বিসিএস এর সিলেবাস পুরা শেষ করে ফেলল। একাডেমিক রেজাল্টও মোটামোটি ভাল ছিল। আমরা মোটামোটি ধরেই নিছিলাম আমাদের ব্যাচ থেকে যদি কারও আগে গভমেন্ট জব হয় তা হইলে ওর হবে। একদিন শুনলাম হাসপাতালে পেটের সমস্যার জন্য। দেখতে গেলাম। ডাক্তার বলল অপারেশন করতে হবে। করা হল। সাকসেসফুল।
দেখা করতে গেলে বলল এক্সাম পেছা কয়েকদিন তাহলেই দিতে পারব। এই কথা বলার পরের দিনই মা-রা গেল।
সাথে নিয়ে গেল ক্যাডার হবার আকাঙ্ক্ষা, বিসিএস প্রস্তুতি, সব স্বপ্ন।
আমি আগে অনেক বেশি ফিউচার ওরিয়েন্টেড ছিলাম। এরপর থেকে দিন হিসাবে চলি। কিছুটা পড়াশোনা, কিছুটা বিনোদন, উপাসনা।
সবকিছুই এভারেজ। কয়েকদিন খুব পরিশ্রম করলে সামনে সুখ আর সুখ এই হিসাব বাদ। এখন হিসাব করি দিনটা কেমন কাটল। দিনের চাহিদা দিনে মেটাই। আমার লাইফের ৮০% ডিপ্রেশন, দুশ্চিন্তা কমে গেছে।
ঘটনাটা শেয়ার করলাম যেন কেউ চাইলে এই পদ্ধতিতে ডিপ্রেশন দুশ্চিন্তা কমাতে পারেন :)
📝 লেখা: Kamrul ঈফতেখার