12/06/2025
কিছু তিক্ত সত্য কথা বলি। Dont be a frontliner. Never!
ছোটবেলায় হোস্টেলে ছিলাম। স্ট্রেইট ফরওয়ার্ড ছিলাম তাই যেকোন সমস্যা হলে সবাই ভুংভাং বুঝায়ে ঠেলেঠুলে আগে পাঠায় দিত। ক্লাস এইটে উঠলাম। ফাইনালের রেজাল্ট অনুযায়ী সব বৃত্তি সেকশন ভাগ করে দেওয়া হল। ক্লাসের সবাই প্রতিবাদ করলো কিন্তু আসল জায়গায় কেউ কথা বলে না। একদল এসে আমাকে বুঝালো,তুই বল।
তুই ভালো বলতে পারবি। আমরা বৃত্তি সেকশনে থাকবো না, সবার সাথে এটা পারশিয়ালিটি হয়ে যাচ্ছে। আমিও ভাবলাম সত্যি তো। তাই পরেরদিন ক্লাসে একদম ডায়রেক্ট ক্লাস টিচারের সামনে দাঁড়ায়ে গেলাম। মজার ব্যাপার যারা সাথে দাঁড়ানোর কথা ছিল তারা আর দাঁড়ালো না। ফলস্বরুপ এক বছরের জন্য ওই ক্লাসটা আমাকে দাঁড়িয়েই করতে হয়েছিল। কেউ সেটার প্রতিবাদ করার প্রয়োজন মনে করে নি।
ইউনিভার্সিটিতে যখন পড়ি একবার ঢাকা মেডিকেলে এক অজ্ঞাত বাচ্চার এডপশনের জন্য উঠে পরে লেগেছিলাম। একটু পলিটিকাল কমপ্লিকেশন ছিল। আমার যেই বান্ধুবিটা উদ্যাগ নিয়েছিল তার আসরের পর জরুরী কিছু কাজ পরে যায়। আমাকে বলে যায় সামলে নিতে। আমি ভয় পেয়ে যাই। আমাকে সাহস দিয়ে বলে, আমাকে দিয়ে না হলে নাকি কাউকে দিয়ে হবে না। সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর বুঝতে পারলাম বিশাল পুলিশের ঝামেলার ফেঁসে যাচ্ছি। গরম রক্ত হুট করে ঠান্ডা হয়ে গেল। ইউনিভার্সিটির কিছু আপুদের সাহায্য নিয়ে ওই যাত্রা কিভাবে পার করে বেঁচে ফিরেছিলাম আজও অবাক লাগে। ওই বান্ধবী কি মনে করে যেন আমাকে ব্লক দিল!
২০২৩ সালে কেকের একটা কোর্স করেছিলাম। সবকিছু ঠিকঠাক ছিল। কোর্সের লাস্টের দিন একটা কম্পিটিশন থাকে। যে সেকেন্ড হয়েছিল সে এটা মানতে পারে নি। তবে ওখানে কিছু বলে নি। বাসায় এসে এক এক ভুল ধরতে থাকলো, গ্রুপিং করলো, বুঝালো সেই ডিজার্ভিং। আমরা প্রতিবাদ করিনি তবে ব্যাপারটা এতদূর গড়ালো যে সবার মিস আন্ডারস্ট্যান্ডিং দূর করতে আমরা কয়েকজন যারা ফ্রন্টে ছিলাম ব্যাডবুকে চলে গেলাম। অথচ যে প্যাচটা লাগিয়েছিল সে উধাও হয়ে গেল।
তাই বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে, বললেই হাত তুলতে যাবেন না। পারিবারিক ঝামেলায় আগ বাড়ায়ে মাতব্বরি করবেন না। আপনি বড়, আপনি বুঝদার, আপনি সুন্দর করে কথা বলেন এগুলা ট্র্যাপ! আসল কথা আপনি বলদ।
আপনি বলদ দেখেই আপনি সামনে থাকেন সবসময়। আপনি বলদ দেখেই আপনারে কথা শোনানো ইজি, আপনারে গিল্ট ফিল করানো সহজ! মনে রাখবেন,
সার্কাসে রাজাকে তুলে দিলেই সেটা রাজপ্রাসাদ হয়ে যায় না, কিন্তু রাজা ঠিকই জোকার হয়ে যায়।
Dont let them treat you like a "Clown" .......
© ফাইজা আরুশা