Nursing Day's

Nursing Day's নার্সিং জীবনের মজার মুহূর্ত ও না বলা কথা বলুন গল্প আকারে। গল্পগুলো থাকুক স্মৃতি হয়ে।

14/06/2025

আমার এক বন্ধু ফার্স্ট ইয়ার থেকে বিসিএস প্রস্তুতি শুরু করেছিল। ক্লাসের অনেকেই "বিসিএস..বিসিএস" বলে ক্ষ্যাপাত। আমার সাথে দেখা হলেই বলতাম, "কি রে...ক্যাডার.." এইসব কথা শুনলে দারুণ রাগ করত। এই কারণে আমিও আরও বেশি বলতাম।
থার্ড ইয়ারে প্রায় বিসিএস এর সিলেবাস পুরা শেষ করে ফেলল। একাডেমিক রেজাল্টও মোটামোটি ভাল ছিল। আমরা মোটামোটি ধরেই নিছিলাম আমাদের ব্যাচ থেকে যদি কারও আগে গভমেন্ট জব হয় তা হইলে ওর হবে। একদিন শুনলাম হাসপাতালে পেটের সমস্যার জন্য। দেখতে গেলাম। ডাক্তার বলল অপারেশন করতে হবে। করা হল। সাকসেসফুল।
দেখা করতে গেলে বলল এক্সাম পেছা কয়েকদিন তাহলেই দিতে পারব। এই কথা বলার পরের দিনই মা-রা গেল।
সাথে নিয়ে গেল ক্যাডার হবার আকাঙ্ক্ষা, বিসিএস প্রস্তুতি, সব স্বপ্ন।

আমি আগে অনেক বেশি ফিউচার ওরিয়েন্টেড ছিলাম। এরপর থেকে দিন হিসাবে চলি। কিছুটা পড়াশোনা, কিছুটা বিনোদন, উপাসনা।

সবকিছুই এভারেজ। কয়েকদিন খুব পরিশ্রম করলে সামনে সুখ আর সুখ এই হিসাব বাদ। এখন হিসাব করি দিনটা কেমন কাটল। দিনের চাহিদা দিনে মেটাই। আমার লাইফের ৮০% ডিপ্রেশন, দুশ্চিন্তা কমে গেছে।

ঘটনাটা শেয়ার করলাম যেন কেউ চাইলে এই পদ্ধতিতে ডিপ্রেশন দুশ্চিন্তা কমাতে পারেন :)

📝 লেখা: Kamrul ঈফতেখার

.তোরে আমি মামা ভাবতাম!আর তুই কিনা.......
14/06/2025

.
তোরে আমি মামা ভাবতাম!আর তুই কিনা.......

12/06/2025

কিছু তিক্ত সত্য কথা বলি। Dont be a frontliner. Never!

ছোটবেলায় হোস্টেলে ছিলাম। স্ট্রেইট ফর‌ওয়ার্ড ছিলাম তাই যেকোন সমস্যা হলে সবাই ভুংভাং বুঝায়ে ঠেলেঠুলে আগে পাঠায় দিত। ক্লাস এইটে উঠলাম। ফাইনালের রেজাল্ট অনুযায়ী সব বৃত্তি সেকশন ভাগ করে দেওয়া হল। ক্লাসের সবাই প্রতিবাদ করলো কিন্তু আসল জায়গায় কেউ কথা বলে না। একদল এসে আমাকে বুঝালো,তুই বল।
তুই ভালো বলতে পারবি। আমরা বৃত্তি সেকশনে থাকবো না, সবার সাথে এটা পারশিয়ালিটি হয়ে যাচ্ছে‌। আমিও ভাবলাম সত্যি তো। তাই পরেরদিন ক্লাসে একদম ডায়রেক্ট ক্লাস টিচারের সামনে দাঁড়ায়ে গেলাম। মজার ব্যাপার যারা সাথে দাঁড়ানোর কথা ছিল তারা আর দাঁড়ালো না। ফলস্বরুপ এক বছরের জন্য ওই ক্লাসটা আমাকে দাঁড়িয়েই করতে হয়েছিল। কেউ সেটার প্রতিবাদ করার প্রয়োজন মনে করে নি‌।

ইউনিভার্সিটিতে যখন পড়ি একবার ঢাকা মেডিকেলে এক অজ্ঞাত বাচ্চার এডপশনের জন্য উঠে পরে লেগেছিলাম। একটু পলিটিকাল কমপ্লিকেশন ছিল। আমার যেই বান্ধুবিটা উদ্যাগ নিয়েছিল তার আসরের পর জরুরী কিছু কাজ পরে যায়। আমাকে বলে যায় সামলে নিতে। আমি ভয় পেয়ে যাই। আমাকে সাহস দিয়ে বলে, আমাকে দিয়ে না হলে নাকি কাউকে দিয়ে হবে না। সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর বুঝতে পারলাম বিশাল পুলিশের ঝামেলার ফেঁসে যাচ্ছি। গরম রক্ত হুট করে ঠান্ডা হয়ে গেল। ইউনিভার্সিটির কিছু আপুদের সাহায্য নিয়ে ওই যাত্রা কিভাবে পার করে বেঁচে ফিরেছিলাম আজ‌ও অবাক লাগে। ওই বান্ধবী কি মনে করে যেন আমাকে ব্লক দিল!

২০২৩ সালে কেকের একটা কোর্স করেছিলাম। সবকিছু ঠিকঠাক ছিল। কোর্সের লাস্টের দিন একটা কম্পিটিশন থাকে। যে সেকেন্ড হয়েছিল সে এটা মানতে পারে নি। তবে ওখানে কিছু বলে নি। বাসায় এসে এক এক ভুল ধরতে থাকলো, গ্রুপিং করলো, বুঝালো সেই ডিজার্ভিং। আমরা প্রতিবাদ করিনি তবে ব্যাপারটা এতদূর গড়ালো যে সবার মিস আন্ডারস্ট্যান্ডিং দূর করতে আমরা কয়েকজন যারা ফ্রন্টে ছিলাম ব্যাডবুকে চলে গেলাম। অথচ যে প্যাচটা লাগিয়েছিল সে উধাও হয়ে গেল।

তাই বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে, বললেই হাত তুলতে যাবেন না। পারিবারিক ঝামেলায় আগ বাড়ায়ে মাতব্বরি করবেন না। আপনি বড়, আপনি বুঝদার, আপনি সুন্দর করে কথা বলেন এগুলা ট্র্যাপ! আসল কথা আপনি বলদ।
আপনি বলদ দেখেই আপনি সামনে থাকেন সবসময়। আপনি বলদ দেখেই আপনারে কথা শোনানো ইজি, আপনারে গিল্ট ফিল করানো সহজ! মনে রাখবেন,

সার্কাসে রাজাকে তুলে দিলেই সেটা রাজপ্রাসাদ হয়ে যায় না, কিন্তু রাজা ঠিক‌ই জোকার হয়ে যায়।

Dont let them treat you like a "Clown" .......

© ফাইজা আরুশা

😕
12/06/2025

😕

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর সবাই মারা গেছে! একজন ও বেঁচে নেই!বিমান দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে তারা ক...
12/06/2025

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর সবাই মারা গেছে! একজন ও বেঁচে নেই!
বিমান দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে তারা কি ভেবেছিলো একটু পরেই তারা আর দুনিয়ায় থাকবেনা? ভেবেছিল?হয়তো না।
কিন্তু,২৪২ জন মানুষের জীবন শেষ চোখের পলকেই ....

আবার, বিমানটি ক্র‍্যাশ করে আছলে পড়ে MBBS শিক্ষার্থীদের ছাত্রাবাসের ওপর। যেখানে শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলো!!
বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

Then,Life is so uncertain. 😭

12/06/2025

ছুটি শেষ হয়না কেন?পড়াশোনা, ক্লিনিক্যাল প্র্যাকটিস ছাড়া থাকা যায় নাকি😞😵‍💫

11/06/2025

We don't know anything about life. Then life moves forward with only hope in Allah.

🔲লাকসাম রেলওয়ে জংশন.

11/06/2025

Then the whole world changed.
How quickly time changes!!!

11/06/2025

Abar Exam,Class, Duty😑

10/06/2025

😟

চাঁদপুর থাকলেও দেশবাসীর সাথে ঈদ করি। হ্যাঁ,এটাই পারিবারিক শিক্ষা😑
05/06/2025

চাঁদপুর থাকলেও দেশবাসীর সাথে ঈদ করি। হ্যাঁ,এটাই পারিবারিক শিক্ষা😑

ঈদের ছুটিতে পড়াশোনা আর আমার সম্পর্ক😑
05/06/2025

ঈদের ছুটিতে পড়াশোনা আর আমার সম্পর্ক😑

Address

Chittagong

Telephone

+8801827557690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Day's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category