Sharmin'$ World

Sharmin'$ World I am Sharmin Islam please follow my page❤️

কঠিন সময়ে যে জড়িয়ে ধরে তার ঋণ শৌধ করতে নেই। বরং সেটি বয়ে বেড়াতে হয় সারাজীবন সম্মান ও কৃতজ্ঞতার সাথে ❤️‍🩹© সংগৃহীত ©
03/08/2025

কঠিন সময়ে যে জড়িয়ে ধরে তার ঋণ শৌধ করতে নেই।

বরং সেটি বয়ে বেড়াতে হয় সারাজীবন সম্মান ও কৃতজ্ঞতার সাথে ❤️‍🩹

© সংগৃহীত ©

good morning everyone 🌞🌄
03/08/2025

good morning everyone 🌞🌄

Good night everyone 🥰
02/08/2025

Good night everyone 🥰

ধরেন, আপনার সাথে একজনের খুব ভালো সম্পর্ক। আপনাদের সারা দিন রাত কথা হয়, হঠাৎ করে আপনি অনুভব করলেন সে মানুষ টা আপনাকে এড়িয়...
02/08/2025

ধরেন, আপনার সাথে একজনের খুব ভালো সম্পর্ক। আপনাদের সারা দিন রাত কথা হয়, হঠাৎ করে আপনি অনুভব করলেন সে মানুষ টা আপনাকে এড়িয়ে চলছে, আগের মতো কথা বলছে না। মানুষ টার চেঞ্জ হয়ে যাওয়াটা আপনি ধরতে পারছেন। তখন আপনার কি করা উচিত? 'দূরত্ব' বাড়িয়ে দেওয়া উচিত! কেউ চেঞ্জ হয়ে গেলে আপনি তাকে কোন ভাবেই তাকে আর আগের মতো করে পাবেন না। তাকে হাজার বার অনুরোধ করলেও সে 'আগের মতো' হবে না!

বন্ধু, কাছের বন্ধু, কিংবা ভালোবাসার মানুষ, যার কাছেই আপনার 'গুরুত্ব' কমে যায়, তার সাথে 'দূরত্ব' বাড়িয়ে দিন। তার জন্য আপনার মায়া কমাতে শুরু করুন। যে যার মতো থাকুক, জ্বালাইয়েন না! দূরে যেতে চাইলে যাক!💔🥀

লেখা _Sumaiya Heme HemeApu🥰

কাছের মা'নু'ষ বলে কিছু নেই,সবাই শুধু নিজেদের প্রয়োজনে পাশে থাকে।না, তারা আপনার প্রয়োজনে পাশে থাকে না-বরং নিজেদের প্রয়োজন...
31/07/2025

কাছের মা'নু'ষ বলে কিছু নেই,
সবাই শুধু নিজেদের প্রয়োজনে পাশে থাকে।
না, তারা আপনার প্রয়োজনে পাশে থাকে না-
বরং নিজেদের প্রয়োজনে থাকে।
মানুষ যেখানে নিজের জন্য শান্তি খুঁজে পায়,
সেখানেই কুঁড়ে ঘর গড়ে তোলে।
মা'নু'ষ অন্যের প্রয়োজনে কিছু করে না,
সবকিছু করে নিজের স্বার্থেই।

এই ধরুন- আপনি যদি ভাবেন,
কেউ নিঃস্বার্থভাবে আপনার পাশে আছে,
আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে,
তবে সেটি কখনোই পুরোপুরি সত্য নয়।

• ❐ নিঃস্বার্থতা নামে কিছু নেই
• লেখক: মাহবুব সরদার সবুজ

🖤🤍
30/07/2025

🖤🤍

সম্পর্কে ঝগড়া নয়, নীরবতা ভয়ঙ্কর:একটি সম্পর্কে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক নয়। বরং যেখানে ভালোবাসা আছে, সেখানে মতের অমিল, রাগ-...
30/07/2025

সম্পর্কে ঝগড়া নয়, নীরবতা ভয়ঙ্কর:

একটি সম্পর্কে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক নয়। বরং যেখানে ভালোবাসা আছে, সেখানে মতের অমিল, রাগ-অভিমান—এসব হতেই পারে। কিন্তু যে জিনিসটা বিপজ্জনক, তা হলো—ঝগড়ার পর একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়া। এই নিরবতা আসলে সম্পর্কের সবচেয়ে নীরব ঘাতক।

প্রথমদিকে হয়তো মনে হবে, "চুপ করে থাকলে পরিস্থিতি ঠান্ডা হবে"—কিন্তু আসলে সেটা ধোঁয়াশা তৈরি করে। যখন দু’জন মানুষ একে অপরের অভিমানে মুখ ফিরিয়ে নেয়, তখন তাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে যায়। এই দেয়াল হয়তো চোখে দেখা যায় না, কিন্তু তা প্রতিদিন একটু একটু করে দৃঢ় হতে থাকে।

আর এই দূরত্বই একসময় জন্ম দেয় অহংকারের—যেখানে নিজের দিক থেকে না এগিয়ে গিয়ে অপেক্ষা করা হয়, কে আগে কথা বলবে। সম্পর্ক তখন আর আবেগ দিয়ে নয়, ইগোর পর্দায় ঢাকা পড়ে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এই ফাঁকা জায়গায় মাঝে মাঝে তৃতীয় কেউ ঢুকে পড়ে, যাকে হয়তো আগে কেউ ভাবেইনি। সে শুধু সুযোগ খোঁজে—আপনার নীরবতার, আপনার দুর্বল মুহূর্তের।

তাই ভুল করে হলেও চুপ করে থাকবেন না। বরং কথা বলতে বলতে ঝগড়া করুন। রাগ হোক, অভিমান হোক—সবই প্রকাশ্যে আসুক কথার মধ্য দিয়ে। হয়তো ঝগড়া কিছুটা বাড়বে, কিন্তু সেই কথার মধ্যেই কখন যেন রাগ গলে গিয়ে ক্ষমা আসে, বোঝাপড়া গড়ে ওঠে। সম্পর্কের গভীরতা তখনই বাড়ে, যখন ঝগড়ার মাঝেও দু’জন একে অপরকে হারাতে না চাওয়ার চেষ্টা করে।

মনে রাখবেন, ভালোবাসা মানে কখনোই নিখুঁত হওয়া নয়, বরং ভুল বোঝাবুঝির মাঝেও হাতে হাত রেখে পথ চলা। আর সেই পথ চলার প্রথম শর্তই হলো—যোগাযোগ। কথা বন্ধ করে নয়, কথা বলেই সমস্যার সমাধান হয়। সম্পর্ক বাঁচে তখনই, যখন "চুপ থাকা" নয়, বরং "শোনার চেষ্টা" করা হয়।

© সংগৃহীত ©

আমি চয়নিকা চৌধুরী তখন ক্লাশ টেন এ পড়ি। পুরান ঢাকায় থাকি।ঘটনা এবং চেহারা পুরোটাই মনে আছে।তখন পেপার আর বিটিভির যুগ।আর আমার...
30/07/2025

আমি চয়নিকা চৌধুরী তখন ক্লাশ টেন এ পড়ি।
পুরান ঢাকায় থাকি।ঘটনা এবং চেহারা পুরোটাই মনে আছে।তখন পেপার আর বিটিভির যুগ।আর আমার প্রি টেষ্ট পরীক্ষা চলছিল।
তিনিই বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ছিলেন।
রোকসানা।পুরো নাম কানিজ ফাতেমা রোকসানা।
১৯৮৪ সালে বাংলাদেশের আকাশে ঘটেছিল এমন এক ট্র্যাজেডি, যা আজও ইতিহাসের পাতায় রক্তাক্ত দাগ হয়ে আছে..."
৫ আগস্ট, ১৯৮৪। চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার F27—বিমান নম্বর S2-ABJ। আবহাওয়া ছিল ভয়াবহ। ঝড়, বজ্রপাত, আর একদমই দেখা যাচ্ছিল না রানওয়ে।”

তিনবার অবতরণের চেষ্টা—তিনবারই ব্যর্থ। আর শেষবার, ৫৫০ মিটার আগেই বিমানটি আছড়ে পড়ে এক জলাভূমিতে। ৪৯ জনের প্রাণহানি ঘটে। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট—কানিজ ফাতেমা রোকসানা।”

“মাত্র ৫,০০০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতাসম্পন্ন সেই নারী পাইলটের স্বপ্ন ছিল আকাশে জায়গা করে নেওয়ার। কিন্তু সেই আকাশই তার শেষ গন্তব্য হয়ে দাঁড়ায়।”

“তাকে ভুলে গেছি আমরা অনেকেই... কিন্তু তার আকাশ ছোঁয়ার স্বপ্ন আজও প্রেরণা হয়ে বেঁচে আছে।
পরপারে ভালো থাকবেন।
Shusmita Sharmin তোমার আপন ভাবি।আমাদের দেশের সম্পদ ছিলেন।
Chayanika Chowdhury
লেখা সংগ্রহ।
❤️🙏🇧🇩✈️”

এমন বিয়ে কেউ কখনো দেখেছেন? নেওয়া তো দূরের কথা দেওয়া নিয়ে কা"ড়াকা"ড়ি!!!গত পরশু একটি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম আল...
29/07/2025

এমন বিয়ে কেউ কখনো দেখেছেন?
নেওয়া তো দূরের কথা দেওয়া নিয়ে কা"ড়াকা"ড়ি!!!

গত পরশু একটি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম
আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। সত্যিই এমন বিয়ে বরকতময় কোন সন্দেহ নেই,ইনশাআল্লাহ।

আসরের পরে বিয়ে,
মাগরিবের পরে মেয়েকে তুলে নিল,
তারপর দিন জোহরবাদ ওলিমা।

বরযাত্রী হলো শুধুমাত্র দুজন: ছেলে, ছেলের বাবা।
আরো আশ্চর্যের বিষয় হল: পূর্ব থেকেই শর্ত দেয়া আছে,
কোন খাবার এর ব্যবস্থা করা যাবে না। করলেও তারা খাবে না।
বাধ্য হয়ে সকল অর্ডার ক্যানসেল করলাম। বাবুর্চিকেও বিদায় দিলাম।

অথচ ছেলেপক্ষ পূর্ণ মোহরানা আদায় করেছে মেয়ের , এক টাকাও বাকি রাখেনি।
ওদিকে পরদিন জোহরবাদ অলিমায় মেয়ে পক্ষের সকল আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়েছে।
এবং বলেছে যে কোন মূল্যে সকলকে আসতে হবে।

বাসর করেছে ছেলের ঘরে, মেয়ের ঘরে তারা বাসর করতে দেয়নি।
যাতে তাদের কোন খরচ না হয়।

ফার্নিচারের অর্ডার দিতে চেয়েও পরামর্শ ক্রমে দেয়া হয়নি।
কারণ ছেলেপক্ষ কোন ফার্নিচার গ্রহণ করবে না।

জিজ্ঞেস করলাম ছেলের বাবাকে আপনারা এমনটা কেন করছেন?
কিছুই তো গ্রহণ করতে চাচ্ছেন না। এমনকি এক লোকমা খাবার খেতে চাচ্ছেন না।

ছেলের বাবা: একটা মেয়ের বাবা মেয়েকে ছোট সময় থেকে সম্পূর্ণ স্বার্থহীনভাবে ভরণপোষণ দিয়ে থাকে, শিক্ষা দীক্ষা দিয়ে থাকে।
তারপরে সেই জ"লজ্যা"ন্ত মেয়েটিকে অন্য একটি পুরুষের ঘরে দিয়ে দেয়।
বিয়ে দেওয়ার সময় কতটা ক"ষ্ট তাঁদের ভিতরে থাকে।

তারপর যদি আবার সেই পিতার উপরে বিভিন্ন বিষয় চাপিয়ে দেয়া হয়,কত বড়ই না জু"লু"ম হবে তাঁদের উপর।,

এটা কোন বানানো ঘটনা নয় বরং এটা হচ্ছে আমারই এক বন্ধুর আপন মামাতো বোনের বিবাহের সংক্ষিপ্ত বিবরণ।❤️

©ছবি _ পোস্ট সংগ্রহকৃত ©

মানুষ ফিরিয়ে দেয়, আল্লাহ নয়।আল্লাহ হয় দেন, নয়তো বদলে দেন। কিন্তু আল্লাহ যেটা দেন, সবচেয়ে উত্তমটাই দেন।🤍আলহামদুলিল্লাহ©কপ...
29/07/2025

মানুষ ফিরিয়ে দেয়, আল্লাহ নয়।
আল্লাহ হয় দেন, নয়তো বদলে দেন। কিন্তু আল্লাহ যেটা দেন, সবচেয়ে উত্তমটাই দেন।🤍

আলহামদুলিল্লাহ

©কপি_পোস্ট©

আমরা সত্যি সত্যিই কি আমাদের ভালোবাসার মানুষের হতে পারি? পৃথিবীতে কেউ আসলে কারও হয় না, হতে পারেও না, শুধু হওয়ার অভিনয় ...
28/07/2025

আমরা সত্যি সত্যিই কি আমাদের ভালোবাসার মানুষের হতে পারি? পৃথিবীতে কেউ আসলে কারও হয় না, হতে পারেও না, শুধু হওয়ার অভিনয় করে যায়। আমরা আমাদের ভালোবাসার মানুষের পুরোটা জুড়ে বাস করতে পারি না। এ সম্ভব নয়।

হয়তো তার মাঝে আরেকটি ভালোবাসা বাস করে, যার খোঁজ আমি জানিই না। এ দোষের কিছুই নয়। মানুষের অবচেতন মন কখনও এক-এ বাঁধা থাকে না। এ সত্য, এ স্বাভাবিক, এ ধ্রুব।

আমরা সকলেরই অর্ধেক হৃদয় অন্য জনের, বাকি অর্ধেকটা আমাদের নিজেদের। আমাদের হৃদয়ের দেয়াল কখনও আমরা নিজেরা উঁচু করি, নয়তো আমাদের ভালোবাসার মানুষ আমাদের পাশে থেকেও তার নিজের দেয়ালটি আমাদের দেয়ালের চাইতে আরও খানিকটা উঁচু করে রাখে, ফলে আমরা তাকে কাছে আর পাই না। আমাদের মনে হয়, সে অনেক দূরের কেউ।

আমাদের মাঝের দূরত্ব ক্রমেই বাড়তে থাকে। আসলে মানুষের মনের দেয়াল যে কখন উঁচু হয়, আর হতেই থাকে, তা সে নিজেই জানে না। কিন্তু হঠাৎ যখন সে তার চারপাশে তাকিয়ে দেখে, তার চারপাশের দেয়ালটা এতটাই উঁচু হয়ে গেছে যে তার ঠিক পাশের দেয়ালটাও আর কিছুতেই দেখা যাচ্ছে না। এ এক তীব্র অসহায়ত্ব!

মানুষের মন আজন্মই একা, চারপাশ বিবেচনায়। মানুষের কাছে নিজে ছাড়া কিংবা নিজসত্তা ছাড়া আর কিছুই কোনও দিনই আপন হয় না। মুখে যে যা-ই বলুক, এটাই সত্য।

কেউ বোঝেও না অন্য কারও হৃদয়ের সত্যিকারের ভাষা। এজন্য অন্যের কাছে কিছু আশা করতেই মানুষ আঘাত পায়, আর সে সবচেয়ে বড়ো আঘাতটা পায় তার ভালোবাসার মানুষটার কাছে, কেননা ভালোবাসার মানুষের কাছে আবদারের একটা জায়গা থাকে, নিজের অধিকারবোধ থেকে সে তার ভালোবাসার মানুষের কাছে সব কিছু আশা করে।

সে আশা করে, তার ভালোবাসার মানুষটি তাকে বুঝবে, তাকে জানবে, তার সবচাইতে প্রয়োজনের সময় তার কাছে থেকে তাকে সাহস দেবে, কিন্তু যখন সেই মানুষটাকে সে আর তেমন করে পায় না, তখনই দুঃখগুলো একে একে তাকে আঘাত করতে থাকে, তার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যেতে থাকে, ভালোবাসার পৃথিবীর প্রতি তার একপ্রকার ঘৃণা চলে আসে।

সে ভাবতে থাকে, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। এভাবেই মানুষে মানুষে দেয়ালগুলো উঁচু হতে থাকে, আর হতেই থাকে।

© সুশান্ত পাল
#প্রিয়_লেখক_সুশান্ত_পাল

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin'$ World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category