30/08/2025
সম্প্রতি আমার ছোট বোনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটাতে দেখা যায়, আমার বোন হঠাৎ অনেকদিন পর বাবাকে চমকে দেয়। নতুন বিয়ে হয়েছে তার, আর শ্বশুরবাড়ি ঢাকা থেকে এসে সে বাবাকে সারপ্রাইজ করে। বাবার চোখের আনন্দ, আবেগ, ভালোবাসা—সেই মুহূর্তটুকু দেখে মন ভরে যায়। বাবা শুধু হাসেন না, আবেগে কেঁদে ফেলেনও। তিনি ভিডিওতে বলতে থাকেন-
“মেয়েদের বিয়ে দিলে আর পাওয়া যায় না।”
এই ভিডিও দেখে শুধু অন্যরা নয়, আমিও কেঁদে ফেলেছি। তখন মনে হয়েছে, কতটা ভাগ্যবতী আমি—কারণ এটা আমার নিজের বাবা। আলহামদুলিল্লাহ, আমি আমার বাবার মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব।
বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি হাজার বছর বেঁচে থেকো। তোমার মতো বাবা সত্যিই দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত।
আমার বাবা শুধু আমার কাছে সেরা বাবা নন, একজন মানুষ হিসেবেও তিনি সবার কাছে শ্রেষ্ঠ। অদ্ভুত ভালো মনের অধিকারী, সবার প্রতি ভালোবাসা আর যত্নশীলতা তাঁর স্বভাব। বাবাকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না।
সবার কাছে অনুরোধ, আমার বাবার জন্য অনেক দোয়া করবেন, আমাদের পরিবারের জন্যও দোয়া করবেন। বারাকাল্লাহ—আল্লাহ্র রহমতে যেন সবসময় সুরক্ষিত থাকেন, আর কোনো খারাপ দৃষ্টি তাঁর উপর না লাগে।
(ছবিটা আমার মেজো বোনের বিয়ের ছবি)
©Nishat