Sharmin'$ World

Sharmin'$ World I am Sharmin Islam please follow my page❤️

সম্প্রতি আমার ছোট বোনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটাতে দেখা যায়, আমার বোন হঠাৎ অনেকদিন পর বাবাকে চমকে দেয়। নতুন ব...
30/08/2025

সম্প্রতি আমার ছোট বোনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটাতে দেখা যায়, আমার বোন হঠাৎ অনেকদিন পর বাবাকে চমকে দেয়। নতুন বিয়ে হয়েছে তার, আর শ্বশুরবাড়ি ঢাকা থেকে এসে সে বাবাকে সারপ্রাইজ করে। বাবার চোখের আনন্দ, আবেগ, ভালোবাসা—সেই মুহূর্তটুকু দেখে মন ভরে যায়। বাবা শুধু হাসেন না, আবেগে কেঁদে ফেলেনও। তিনি ভিডিওতে বলতে থাকেন-
“মেয়েদের বিয়ে দিলে আর পাওয়া যায় না।”

এই ভিডিও দেখে শুধু অন্যরা নয়, আমিও কেঁদে ফেলেছি। তখন মনে হয়েছে, কতটা ভাগ্যবতী আমি—কারণ এটা আমার নিজের বাবা। আলহামদুলিল্লাহ, আমি আমার বাবার মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব।

বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি হাজার বছর বেঁচে থেকো। তোমার মতো বাবা সত্যিই দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত।

আমার বাবা শুধু আমার কাছে সেরা বাবা নন, একজন মানুষ হিসেবেও তিনি সবার কাছে শ্রেষ্ঠ। অদ্ভুত ভালো মনের অধিকারী, সবার প্রতি ভালোবাসা আর যত্নশীলতা তাঁর স্বভাব। বাবাকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না।

সবার কাছে অনুরোধ, আমার বাবার জন্য অনেক দোয়া করবেন, আমাদের পরিবারের জন্যও দোয়া করবেন। বারাকাল্লাহ—আল্লাহ্‌র রহমতে যেন সবসময় সুরক্ষিত থাকেন, আর কোনো খারাপ দৃষ্টি তাঁর উপর না লাগে।
(ছবিটা আমার মেজো বোনের বিয়ের ছবি)

©Nishat

কিছু সম্পর্ক তোমাকে একদিন ফিল করাবে তোমাকে ততটাই কেয়ার করে যতটা তুমি করো ।নেক্সট ডে তোমাকে ফিল করাবে আসলে তুমি যেন কে? ত...
26/08/2025

কিছু সম্পর্ক তোমাকে একদিন ফিল করাবে তোমাকে ততটাই কেয়ার করে যতটা তুমি করো ।
নেক্সট ডে তোমাকে ফিল করাবে আসলে তুমি যেন কে? তারপর হঠাৎ শ্রাবনের বৃষ্টির মতন আবার ফিল করাবে তুমি অনেক কিছু তার জীবনে আবার সে বিজি হয়ে যাবে ।

অপরদিকের মানুষটার মুড ও মনের উপর ডিপেন্ড করবে আসলে আপনার প্রতি সে আজ কি রকম আচরন করবে । আপস আর ডাউন এই যে মানুষের অনুভূতি গুলোর সাথে আপনি পরিচিত হতে হতে আপনার আর খারাপ লাগবে না ।

আপনি ও ধরেই নিবেন তার সময় নাই , অযুহাত , ব্যস্ততা এই ডেইলি রূটিন নিত্য ঘটনা ।
প্রথম প্রথম অভিমান হবে । তারপর একদিন সহ্য করা শিখে যাবেন । আপনি অপর অক্ষের কেয়ার ছেড়ে দিয়েই কেয়ার করবেন যদি আপনার তার প্রতি মায়া থাকে । তখন ব্যাপারটা গিভ এন্ড টেক থাকে না ।একজন মানুষ অপেক্ষা করে আর অন্য মানুষ অপেক্ষা করায় ।

তারপর একদিন এমন ধাক্কাধাক্কি সম্পর্ক গুলোর চার্ম চলে যায় । এই ডেইলি রুটিন এক সময় বিশেষ সম্পর্ক গুলো থেকে সাধারন হয়ে যায় ।
আপনি দেখবেন যে মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা না বল্লে আপনার ঘুম হতো না , সে মানুষটার সাথে হায় হ্যালোর মাঝে সীমাবদ্ধ হয়েও দিব্যি ঘুমাচ্ছেন । যার সাথে নিরিবিলি গল্প না করলে আপনার মন ভালো হতো না এখন মাসে একবারও তার সাথে মনের কথা খুলে না বল্লেও আপনি হাসিখুশি আছেন ।

এই যে ব্যাপারটা আপনি তাকে অতিরিক্ত হিসেবে ধরে নিবেন । তোমার মন চাইলে সময় দিও আমি তোমার কাছ থেকে আশা ছেড়ে দিয়েছি । যেদিন আমার মন ভরে যাবে আমি ও তোমাকে কেয়ার করা ছেড়ে দিব ।

হয়তবা আমরা কেউ কাউকে ছাড়বো না কেবল ভালোবাসা আমাদের ছেড়ে যাবে ।
Collected.

24/08/2025

আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অনিচ্ছাকৃত হলেও যদি তোমার মনে কষ্ট দিয়ে থাকি-তাহলে ক্ষমা করে দিও আমাকে। কারণ আমি কষ্ট দিতে শিখিনি, আমি শুধু ভালোবাসতে শিখেছি...

আজ আর কোনো যুক্তি দিয়ে তোমাকে বোঝানোর শক্তি নেই। তোমার নীরবতা, তোমার অবহেলা, তোমার উদাসীনতা আমাকে নিঃশেষ করে দিয়েছে।

আমি বারবার ফিরে এসেছি, বারবার হাত বাড়িয়েছি... কারণ ভালোবাসি বলেই অভিমান করতে পারি, কিন্তু ছেড়ে যেতে পারি না।

আমি তো চেয়েছিলাম, আমাদের মাঝে যতই ঝড় আসুক না কেন, দুজন মিলে সামলে নিই। কিন্তু তুমি হয়তো হাঁটতে চাওনি, সেই পথটা আমার সাথে...

যদি কখনো আমার ভালোবাসা তোমার কাছে পৌঁছাতে না পারে, তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তবুও কোনো অভিযোগ নেই। তুমি ভালো থাকো, সুখে থাকো-এই প্রার্থনা আমি প্রতিদিন করি...

আর আমি?

আমি শুধু বুকের গভীরে কষ্টটা জমিয়ে রেখে প্রমাণ রাখবো, একটা সময় ছিল-যখন তোমার জন্য কেউ নিঃস্ব হয়ে ভালোবেসেছিল... নিঃস্ব হয়ে তোমাকে চেয়েছিল... এমন ভালোবাসা হয়তো ভাগ্য সবার হয় না...

কপি...

😍😍
21/08/2025

😍😍

একটি হরিণ মেরে ফেললো এক বিশ্বসুন্দরীকে! অবিশ্বাস্য হলেও সত্য!ভাগ্যের নির্মম পরিহাস : Kseniya Alexandrova আর নেইমাত্র ৩০ ...
18/08/2025

একটি হরিণ মেরে ফেললো এক বিশ্বসুন্দরীকে! অবিশ্বাস্য হলেও সত্য!

ভাগ্যের নির্মম পরিহাস : Kseniya Alexandrova আর নেই

মাত্র ৩০ বছরের এক তরুণী, রাশিয়ার অন্যতম প্রতিভাবান মডেল ও প্রাক্তন সৌন্দর্য রানি। ২০১৭ সালের ভাইস-মিস রাশিয়া Kseniya Alexandrova, যিনি সম্প্রতি ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন, হঠাৎ করেই এক ভয়াবহ দুর্ঘটনায় জীবন হারালেন।

📌 ঘটনাটি ঘটে ৫ জুলাই।
রাশিয়ার Tver Oblast প্রদেশে গাড়ি চালিয়ে ফিরছিলেন স্বামীসহ। হঠাৎ একটি বিশালাকার হরিণ গাড়ির সামনে এসে ধাক্কা মারে এবং গাড়ির উইন্ডশিল্ড ভেদ করে সোজা ভেতরে প্রবেশ করে। গাড়ির সামনের সিটে বসা Ksenia ভয়াবহভাবে আহত হন।

🧠 মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে যান তিনি।
চার মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে শুক্রবার তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। তাঁর স্বামী অলৌকিকভাবে বেঁচে গেছেন, কিন্তু Ksenia আর ফিরলেন না।

🌸 জীবনের এমন অদ্ভুত পরিণতি আমাদের আবারও শিখিয়ে দিল—
✨ সুখের মুহূর্ত কত দ্রুত ভয়াবহতায় বদলে যেতে পারে।
✨ ভাগ্য কতটা অনিশ্চিত।
✨ আমরা যে প্রতিটি মুহূর্ত বেঁচে আছি, সেটিই মূল্যবান।

জীবন সত্যিই ভীষণ অনিশ্চিত।‌আজ আছে, কাল হয়তো নেই। তাই আসুন, আমরা প্রতিটি মুহূর্তকে ভালোবাসি, প্রতিটি সম্পর্কে কৃতজ্ঞ থাকি, আর জীবনের সৌন্দর্য উপভোগ করি।
© সংগ্রহীত পোষ্ট ©

যিনা করতে পারার ক্ষমতা কাউকে 'পুরুষ' বানায় না। একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়! "সত্য...
18/08/2025

যিনা করতে পারার ক্ষমতা কাউকে 'পুরুষ' বানায় না।
একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়!

"সত্যিকারের পুরুষ হলো যারা দায়িত্ব নিতে জানে! সত্যিকারের পুরুষ যিনার পথ বন্ধ করে! সত্যিকারের পুরুষ বিয়ের পথ বেছে নেয়! সত্যি কারের পুরুষ জানে এই বিয়ে কোনো ওয়ান নাইট স্ট্যান্ড নয়; এটা চ্যালেঞ্জ, স্যাকরিফাইজ; যা সবাই পারে না!"

এর জন্য শুধু 'Male' হলে হয় না, 'Man' হতে হয়!!

©বই: এপিটাফ।©

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation...
17/08/2025

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।

প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation ও ছিলো। কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে recharge করার সুযোগ হতনা। তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হত। তখন একটা 's' লেখার জন্য keypad টাকে বার চারেক press করতে হত। তবু কেও বিরক্ত হতনা। SMS বড় হয়ে গেলে তাকে কে'টে কু'টে ছোট করে পাঠাতে হত। তখন green tick নিয়ে ঝামেলা হতনা। অনলাইন না অফলাইন দেখার সুযোগও ছিলো না। ছিলো প্রতিটা sms এর পর দুই তিন মিনিটের অপেক্ষা। রাতের good night আর সকালের good morning বলার জন্য আলাদা করে sms বাঁচিয়ে রাখা।

তখন emoji ছিলো না। আবেগ গুলোকে অনুভবে বুঝে নিতে হত। তখন শব্দের দাম ছিলো, আবেগের দাম ছিলো, অপেক্ষার দাম ছিলো, efforts এর দাম ছিলো।। ❤️

এই দিনের চাইতেও সেদিন গুলো ভাল ছিল।🤗

© #পোস্ট।©

17/08/2025

good morning 🌅

16/08/2025

good night everyone 🌆

মাত্র ২৫ বছর বয়সে জীবন থেমে গেল ফাহমিদা তাহসিন কেয়ার। তার চার জন সন্তান, সংসারের অ’শা’’ন্তি আর নি’র্যা’ত’’নে ক্লা’’ন্ত হ...
15/08/2025

মাত্র ২৫ বছর বয়সে জীবন থেমে গেল ফাহমিদা তাহসিন কেয়ার। তার চার জন সন্তান,

সংসারের অ’শা’’ন্তি আর নি’র্যা’ত’’নে ক্লা’’ন্ত হয়ে কিছুদিন আগেই তিনি বাবাকে জানিয়েছিলেন—“আমি আর সংসার চালাতে পারছি না, বাড়ি ফিরে আসতে চাই।” কিন্তু পরিবার তাকে বুঝিয়ে ফিরিয়ে দিয়েছিল স্বামীর ঘরে। আজ সেই সিদ্ধান্তের খেসারত দিতে হলো ম’র্মা’ন্তি’ক’’ভা’বে—প্রা’’ণ হারিয়ে।...

এভাবে রান্না করতে করতেও মে রে ফেলা যায়, মেয়ে মানুষ তো…এদের সাথে যা খুশি তাই করা যায়!
অনেক বাবা-মা মেয়ের কষ্ট বোঝেন না, শুধু একটাই কথা বলেন— যা-ই হোক, সংসারটা করতেই হবে।"

যতদূর শুনেছি এই আপুটার জামাই কিছুই করত না, বাপের সম্পত্তি আছে, আর এই সম্পত্তি নিয়ে তার পরিবারের সাথে অনেক ঝামেলা ছিল, একটা বেকার ও বাদ মে জা জি ছেলের সাথে এমন একটা সুন্দর প্রাণবন্ত মেয়েকে কেনই বা বিয়ে দিয়েছিলেন?
আপুটার জামাই সিফাত পালিয়েছেন আপুর মৃ*/ত্যুর খবর শুনেই.

(“মা, ধৈর্য ধরো… চারটা সন্তান আছে… সংসার করো… সব ঠিক হয়ে যাবে।”
🥹
আল্লাহ… এই চারটা ছোট্ট প্রাণকে তুমি আগলে রেখো.)...
💙🤲
© Rajib Khan_সংগৃহীত লেখা _ছবি©

15/08/2025

অন্যের জন্য সময় ব্যয় করা মানুষগুলো তখনিই আফসোস করে! যখন সময় আর তার জন্য অপেক্ষা না করে নিজ গতিতে এগিয়ে যায়...

লেখা : আফরোজা🌸

13/08/2025

মারজুক রাসেলের একটা কথা আছে, "তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি!"

কথাডা ডাহা সত্য। আমরা কারো-কারো কাছে দু-পয়সারও দাম পাই না; আবার কারো-কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই।

সমস্যা হইলো, আমরা ঘুইরা-ফিরা তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালুলেস! আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টের উপরে রাখে, তাদের সঙ্গ আমাদের ভালো লাগে না!

মানুষ হিসেবে আমরা যথেষ্টই বেকুব। ডাইল-ভাতের হোটেলে গিয়া কাচ্চির আশায় বইসা থাকি!
-সংগৃহীত।

©Suhana Shares©

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin'$ World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category