Islamic mission

Islamic mission Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic mission, Digital creator, Chittagong.

13/01/2025

কারো বিপদে আনন্দ পাওয়া কোন পকৃত মুসলমানের কাজ হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম, মহানবী তার শত্রুদেরকেও ভালোবাসতেন
IM GOOD MUSLIM 🙃💔

31/12/2024

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে, রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে।

কিন্তু সেই রাতে কী যেন হয় মানুষের। তারা ঘুমায় না। তীব্র হট্টোগোল শুরু হয়, যেন যুদ্ধ! বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ছে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউবা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না। কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারও গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়।

জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়, কারও কারও কাছে পাখির মৃত্যু তাই আদিখ্যেতা মনে হয়। কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসাব করার প্রতিষ্ঠান আছে। আছে আহত মানুষের চিকিৎসা দেওয়ার হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছুই নেই। তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকেরা ভাবে, পাখির মৃত্যু? ও আর এমন কী! কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণের গুরুত্ব সমান!

শুধু পাখির কথা কেন, এই শহরের কুকুর-বিড়াল-মুরগি-কীটপতঙ্গসহ সবাই-ই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুস উৎসবে। এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ? তারা তো মানুষের কথাও ভাবে না। ২০২২-এর জানুয়ারির ১ তারিখ যখন নগরবাসী সারারাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে তখন মৃত্যুর সাথে লড়াই করছিল ৪ মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট উমায়েরের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন তারা কেউ কি এই দায় থেকে মুক্ত?

এ বছরও হয়তো আপনারা আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন। উৎসবের নামে এই তাণ্ডবলীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর-বিড়াল-পাখিসহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়বে? আপনাদের কি মনে পড়বে শিশু উমায়েরের নিষ্পাপ মুখটির কথা? যদি এদের কারও কথা আপনার মনে না পড়ে, অথবা মনে পড়ার পরও যদি আতশবাজি আর ফানুসের তাণ্ডব চালিয়ে যান, তাহলে জেনে রাখুন, এই প্রাণীহত্যার দায় আপনারও।

#প্রাণীCool

19/12/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

পেইজটা সম্ভবত নষ্ট হয়ে যাওয়ার পথে🥀💔
স্টিকার /কমেন্ট করুন সময় থাকলে।

25/11/2024

বইটি কেন পড়া উচিত ভিডিও টা না দেখলে বুঝবেন না সম্ভবত।
লেখক_Tanjil arefin adnan hafi..

14/11/2024

হারপিক দেখলে উত্তেজিত হওয়ার কি আছে?

13/11/2024

নিজের মূল্য না থাকলে স্থান পরিবর্তন করুন।

11/11/2024

উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী সাহেব"কে নিয়ে কেন এতো সমালোচনা বিস্তারিত দেখুন।

10/11/2024

ছাত্র ভাইদের সাথেও ততক্ষণ মাঠে আছি যতক্ষণ তারা দিল্লির ঘোমর ফাস করবে।

07/11/2024

সমন্বয়করা পালিয়ে গেছে।

05/11/2024
03/11/2024

কেমন জানি নিজের বিতরে বিতরে ভেঙে যাচ্চি🙂🥀

জানি হতাশা হওয়া ব্যক্তিকে শয়তান হাতিয়ার হিসাবে ব্যবহার করে।

31/10/2024

প্রথম কালোর নিবন্ধন বাতিল করা হোক

Address

Chittagong
4330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share