Tawrat's Desire

Tawrat's Desire Allah is the best creator �
Daily blog! 👗👠🛍️Home Decor!🏠 Traveling!🚗Cooking!🍝Photography!🎥
(5)

Radiant fish world..🐋🐬🐟🐠
26/07/2025

Radiant fish world..🐋🐬🐟🐠

টডলার বাচ্চার মায়েদের বাচ্চাকে ভাত খাওয়ানোর চেয়ে বড় যুদ্ধ আর নেই!!🤦‍♀এই হল আমার মেয়ে যাকে ভাত খাওয়ানোর জন্য আমার রাতে দি...
23/07/2025

টডলার বাচ্চার মায়েদের বাচ্চাকে ভাত খাওয়ানোর চেয়ে বড় যুদ্ধ আর নেই!!🤦‍♀

এই হল আমার মেয়ে যাকে ভাত খাওয়ানোর জন্য আমার রাতে দিনে দুই বেলা করে এক্সারসাইজ করা লাগে।সে একবার উপরে উঠবে আবার নামবে।তাকে স্থির করে বসিয়ে এক লোকমা খাবার খাওয়ানো যায় না...!!😑😑

কনটেন্ট মনিটাইজেশনের ফলে অনেকেই ভুলে যাচ্ছে তাদের অবস্থান৷ অনেকের ব্যক্তিত্বও হচ্ছে প্রশ্নবিদ্ধ। পুরুষ শিক্ষক মেয়েদের শা...
23/07/2025

কনটেন্ট মনিটাইজেশনের ফলে অনেকেই ভুলে যাচ্ছে তাদের অবস্থান৷ অনেকের ব্যক্তিত্বও হচ্ছে প্রশ্নবিদ্ধ।

পুরুষ শিক্ষক মেয়েদের শাড়ি ব্লাউজ পরে নাচছে। নারী শিক্ষক তার সন্তানের মতো কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে উদ্ভট নাচানাচি করছে৷

স্বামী-স্ত্রী শোবার ঘরে রাতের পোশাক পরে দুজন আহ্লাদী সংলাপ দিয়ে মানুষের মনোযোগ নেয়ার চেষ্টা করছেন।

এক পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানেরা ম্যাচিং করে পোশাক পরে রাস্তায় বেরিয়েছেন, পোশাকটা অনেকের কাছে আনস্মার্ট বা হাস্যকর লেগেছে আর ভিডিও করে ছেড়ে দিয়েছে। সেই পোস্ট ভাইরাল। কার পোস্টে কার সম্মান ভূলুন্ঠিত হচ্ছে, সেদিকে খেয়াল নেই।

প্র‍্যাঙ্ক ভিডিওর নামে আচমকা মানুষকে বিব্রত করছে অনেকে৷ সেই বিব্রতকর নিষ্পাপ চেহারা নিয়ে অনেকে হা হা রিয়্যাক্টে বন্যা বইয়ে দিচ্ছে।

কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন, ভালো কথা। কিছু অর্থ বাড়তি উপার্জন হলে তো সেটা খুবই ভালো বিষয়। কিন্তু আপনি যেটাতে বিশেষ পারদর্শী, সেটা যদি রুচির মধ্যে থেকে ঝড় তুলে ফেলেন, সেটাই তো সার্থকতা।

আমাদের অনুভূতির সীমা-পরিসীমা সম্পর্কে আমাদের যথাযথ ধারণা খুব জরুরি, খুব।

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
"আমি জানতাম তুমি আসবে"! ❤️

Collect...

মাইলস্টোন ট্রাজেডির শহীদ ক্লাস সেভেনে পড়ুয়া ফাইয়াজ। আজ ফজরের নামাজের পর ফাইয়াজের জানাজা ছিলো মিরপুরের পল্লবীতে। জানাজা শ...
22/07/2025

মাইলস্টোন ট্রাজেডির শহীদ ক্লাস সেভেনে পড়ুয়া ফাইয়াজ। আজ ফজরের নামাজের পর ফাইয়াজের জানাজা ছিলো মিরপুরের পল্লবীতে। জানাজা শেষে ওর পরিবারের সাথে কথা হলো। এই ঘটনাটা আরও বেশি ট্রমাটাইজিং করে দিয়েছে।

ফাইয়াজ অসুস্থ ছিলো, গত দু'দিন ক্লাসে যায়নি। মাইলস্টোনের নিয়ম হলো একটানা তিনদিন ক্লাস না করলে শাস্তি থাকে, তাই আজকে অসুস্থ শরীরেই স্কুলে যায় ফাইয়াজ। তারপর..

জুলাই থেকে জুলাই, ফাইয়াজ থেকে ফাইয়াজ, এই শহরে জুলাই এলেই ফাইয়াজেরা শহীদ হয়। ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান ফাইয়াজদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করতে পারলো না।

#

আজকের দিনটা আমাদের হৃদয়ে এক স্থায়ী ক্ষতের মতো লিখে গেলো। আল্লাহর ঘরে যখন ফেরেশতারা জান্নাতি শিশুদের নাম লিপিবদ্ধ করছিলেন...
21/07/2025

আজকের দিনটা আমাদের হৃদয়ে এক স্থায়ী ক্ষতের মতো লিখে গেলো। আল্লাহর ঘরে যখন ফেরেশতারা জান্নাতি শিশুদের নাম লিপিবদ্ধ করছিলেন, তখন পৃথিবীর এক কোণে পোড়াচ্ছে তাদের নিঃসহায় দেহ!

এটা কেবল দুর্ঘটনা নয়—এটা আমাদের গাফিলতি, আমাদের ব্যর্থতা, আমাদের অমানবিক কাঠামোর প্রতিচ্ছবি।

কী অপরাধ ছিলো সেই শিশুদের? তারা তো শুধু পড়তে গিয়েছিলো... তারা তো কেবল স্বপ্ন দেখতে শিখছিলো...

হে আল্লাহ! তাদের কষ্ট তুমি সহজ করো। যাদের তুই ডেকে নিয়েছো, তাদের শহীদের মর্যাদা দান করো।
আর যারা বেঁচে আছে — তাদের আর তাদের পরিবারকে ধৈর্য দাও, শান্তি দাও, সান্ত্বনা দাও।

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"


#দোআ_করুন
#শিশুর_কান্না_আল্লাহ_শোনেন

“ফুল হাতে নিলে মনে হয় প্রকৃতির এক টুকরো স্নিগ্ধতা।” “হাতে একগুচ্ছ ফুল, যেন জীবনের রঙিন মুহূর্ত ধরে রাখা।”.🌼🌼
19/07/2025

“ফুল হাতে নিলে মনে হয় প্রকৃতির এক টুকরো স্নিগ্ধতা।” “হাতে একগুচ্ছ ফুল, যেন জীবনের রঙিন মুহূর্ত ধরে রাখা।”.🌼🌼

Good Morning....😇
18/07/2025

Good Morning....😇

17/07/2025

Beautiful day spend with my baby...💜

সকাল সকাল মন ভালো হয়ে যায় এত্ত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে..!!🥰🥰
17/07/2025

সকাল সকাল মন ভালো হয়ে যায় এত্ত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে..!!🥰🥰

Morning Dose..🍶
16/07/2025

Morning Dose..🍶

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawrat's Desire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share