
24/07/2025
বিয়ের পরে যখন বাচ্চা হচ্ছিল না। তখন মনটা খুব খারাপ থাকতো, তুই আসার পরে আমাদের জীবনটা অন্যরকম হয়ে গেল আনন্দ হাসিখুশি ভরে থাকে। তোকে নিয়ে অনেক স্বপ্ন চারিদিকে যা কিছু হচ্ছে খুব ভয় হয় কোন এক অজানা ভয় মনের মধ্যে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোকে যেন সকল বিপদ থেকে রক্ষা করে। পৃথিবীর সকল শিশুদের যেন নিরাপদে রাখে। তোকে নিয়ে অনেক স্বপ্ন এখন শুধু ভাবি কিছুই লাগবে না, শুধু তুই আমার হৃদয় জুড়ে বেঁচে থাকআর কিছু না। 🥺🥺🥺 🧿🧿🧿