a.ad md yeasin

a.ad md yeasin রেগে গেলেন তো হেরে গেলেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।

13/05/2025
আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে, হন্য হয়ে হাতরাচ্ছি এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। ভেবেছিলাম, একদিন পরিপূর্ণ হবো। সব ...
18/04/2025

আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে,
হন্য হয়ে হাতরাচ্ছি এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।
ভেবেছিলাম, একদিন পরিপূর্ণ হবো। সব পাওয়া হবে এক জীবনে। কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি-আমি ফাঁকা, আমার ভেতরটা জুড়ে শুন্যতার মহা গর্জন। যা কিছু জড়ো করেছি, সবই মায়ার প্রতিচ্ছবি, ছুঁতে গেলেই অস্তিত্বহীন।

আমি শুধু এক অস্তিত্বহীন উপমা!
নামহীন, রূপহীন, শূন্যতায় গড়া অনবদ্য মানুষরূপী মহা-শূণ্যতার এক প্রতিচ্ছবি।

হে আল্লাহ সেফা দান করুন। সবাই দোয়া করবেন।
13/04/2025

হে আল্লাহ সেফা দান করুন।
সবাই দোয়া করবেন।

05/03/2024

আমাদের উপর মানসিক নির্যাতন, অমানবিক আচরণ, জুলুম, অত্যাচার করে ২ টি বছর কেটে নিয়েছেন কেন??? ৪ জনের একই সাথে যাত্রা শুরু তাহলে ২ জনে বেশি আর ২ জনে কম পাবে কিভাবে হয় কেউ বলতে পারেন???
আরেক ঘটনা হল ২ বছর ধরে পরিশ্রম করে যাহা পায় আরেক ৯ মাসে একই পায় কিভাবে সম্ভব হচ্ছে???

14/12/2023

এমন একটা জীবন করতেছি, যেখানে কেউ দোষ করলে তাকে শাস্তি দিলেও নিজের কষ্ট লাগে।

কেউ অপরাধ করলে তাকে উপযুক্ত দন্ড দিতে নিজের ভেতরে খারাপ লাগে।

নিজের কোনো অপরাধ না থাকলেও, অন্যের প্রতি সামান্য রূঢ় আচরণ করলে, নিজেরই ভেতরটা মলিন হয়ে যায়।

কেউর সাথে সামান্য চিৎকার করে কথা বললে, ২ দিন শরীর খারাপ থাকে।

সব বাদ দিয়ে কীভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত। টাকা থাকলে প্রধান অতিথি, টাকা থাকলে আত্মীয় স্বজনের গুরুত্ব অপরিসীম।টা...
05/05/2023

সব বাদ দিয়ে কীভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত।
টাকা থাকলে প্রধান অতিথি,
টাকা থাকলে আত্মীয় স্বজনের গুরুত্ব অপরিসীম।
টাকা থাকলে পর আপন হয়ে যায়
টাকা না থাকলে আপন ও পর হয়ে যায়।
পকেটে টাকা থাকলে কখনোই মন বেশিক্ষণ খারাপ থাকে না।
টাকাতে সম্মান বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, প্রিয় মানুষকে হাতে রাখা যায়, পরিবারের খুশি বেড়ে যায়।
টাকা,টাকা; দিনশেষে সবকিছুরই মোড় ঘুরিয়ে দিতে পারে এই টাকা ই..

টাকা আছে তো জীবন সুন্দর!🖤
© ইফতেখার আযান!

15/12/2022

অতিভক্তি চুরের লক্ষন।

13/12/2022

.......💘কষ্টকে ডেকে বললাম
🖤আমায় কেন ছারিস না।
💜উত্তরে সে আমায় বলল
💚ছেরে যেতে পারি না।কখনো
🤎রঙীন-কখনো ধূসর
💛কখনো বা কালো-সাদা,
❤️‍🩹 কখনো জীবন স্বপ্নের মত
💝 কখনো বা বিশাল ধাঁ ধাঁ!!

02/12/2022

কার জন্য এতো মায়া😴
এই শহরে আপন
বলতে শুধু নিজের
ছায়া🙂

Address

গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে বিনা পারিশ্রমিক আইনী সহায়তা প্রদান করে।
Chittagong
NARAYANHAT4355

Telephone

+8801824822436

Website

Alerts

Be the first to know and let us send you an email when a.ad md yeasin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to a.ad md yeasin:

Share

Category