IH Imran Hossain

IH Imran Hossain আমি ছোট আমাকে অবহেলা কর না প্লিজ সাপোর্ট করেন☺️
(1)

With Salman Hosen – I just got recognised as one of their rising fans! 🎉
26/08/2025

With Salman Hosen – I just got recognised as one of their rising fans! 🎉

15/08/2025

কন্টেন্ট মনিটাইজিশন সবাই পাবেন ইনসআল্লাহ একটু ধৈয্য ধরে কাজ করুন আর অন্য কে সাহায্য করুণ

02/08/2025

আসসালামু আলাইকুম
ফ্রি আছি লেস্ট গো💪

29/07/2025
29/07/2025

নিচে একটি রহস্যজনক ও স্যাতিকর (ভৌতিক) গল্প লিখে দিলাম:

---

গল্পের নাম: “আয়নার মানুষ”

স্থান: বরিশালের এক পুরনো গ্রামীণ বাড়ি
সময়: ২০০৭ সালের বর্ষাকাল

সুমন ঢাকা থেকে গ্রামে এসেছে ছুটি কাটাতে। নানাবাড়ির পুরনো বাড়িটা অনেক বছর ধরে বন্ধ ছিল। গাছপালা দিয়ে চারপাশ ঘেরা, দেয়ালে শ্যাওলা জমে গেছে। লোকমুখে শোনা যায়, এই বাড়িতে রাতে "আয়নার মানুষ" দেখা যায়।

সুমন ছিল অবিশ্বাসী, ওসব গল্পে কখনো বিশ্বাস করত না।
এক রাতে, হঠাৎ বিদ্যুৎ চলে যায়। মোমবাতি নিয়ে সে ঘরের পুরনো আয়নার সামনে দাঁড়ায়। আয়নাতে সে নিজেকে দেখে—কিন্তু একটু পরে তার প্রতিচ্ছবির চোখ অদ্ভুতভাবে মুচকি হাসে!
সুমন ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু আয়নার ভেতরকার “সে” নড়েনি।

হঠাৎ আয়নার দিক থেকে ভেসে আসে একটা কণ্ঠ:
— “তুই ফিরছিস… অনেক বছর পর…”

সুমন হতবাক। সে কখনও এখানে থাকেনি!
কণ্ঠটা আবার বলে:
— “তোর আগের জন্মের কথা মনে নেই তো?”

ভয়ে মোমটা হাত থেকে পড়ে যায়। পুরো ঘর অন্ধকার। আয়নার দিক থেকে একটা ঠাণ্ডা বাতাস আসে, আর মনে হয় কেউ পেছন থেকে কানে ফিসফিস করে বলছে:
— “তোকে এখনও দরকার... আয়নার ভেতর...”

সুমন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়।
পরদিন সকালে তাকে উঠানে অচেতন অবস্থায় পাওয়া যায়। আয়নাটা তখনো আগের জায়গাতেই ছিল, তবে তার কাঁচে তখন একটা হাতের ছাপ—ভিতরের দিক থেকে!

লেখক চ্যাট জিপিটি🤣

26/07/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার বাসা থেকে ঘুরে আসবো!!❤

কুল্লু নাফসি যা ইকাতুল মাউত 😭
25/07/2025

কুল্লু নাফসি যা ইকাতুল মাউত 😭

দুর্ঘটনার একটু পরেই স্কুল টা ছুটি হয়ে যেতো😅💔
21/07/2025

দুর্ঘটনার একটু পরেই স্কুল টা ছুটি হয়ে যেতো😅💔

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

আগে কিসের রাজ্য ছিল আর এখন কি হল🤲
13/07/2025

আগে কিসের রাজ্য ছিল আর এখন কি হল🤲

13/07/2025

এবারের হজে ৪৫ জন বাংলাদেশি হাজী মৃত্যুেবরণ করেছেন

08/07/2025

নবী কে মণ ভরে সালাম




Address

Boalkhali Tahna Rood
Chittagong

Telephone

+8801879343739

Website

Alerts

Be the first to know and let us send you an email when IH Imran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share