FH98 Whatever makes you feel bad, leave it. Whatever makes you smile, Keep it.....

২৩ শে সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টায় উত্তরা থেকে সিটি কলেজ আসছিলাম। এর মধ্যে বাসের হেল্পার বলে আজমপুর থেকে সিটি কলেজ/সাইন...
25/09/2024

২৩ শে সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টায় উত্তরা থেকে সিটি কলেজ আসছিলাম। এর মধ্যে বাসের হেল্পার বলে আজমপুর থেকে সিটি কলেজ/সাইন্সল্যাব স্টুডেন্ট ভাড়া ৩০ টাকা। আমি বললাম ভাড়া কতো? হেল্পার বলে ভাড়া ৫০ কিন্তু হাফ ভাড়া ৩০

এর মধ্যে হেল্পার বাজে ব্যবহার শুরু করে৷ কথা না বাড়িয়ে চুপ থাকলাম।

ভাবছিলাম এই যে পরিবহন খাতের অনিয়ম, এর কি কোনো শেষ নেই?

ভাবতে ভাবতে ভি আই পি বাস এসে ফার্মগেট থামলো।

হঠাৎ ৩ জন টগবগে তরুন বাসে উঠলেন। একজনের হাতে মাইক। গলায় তেজগাঁও কলেজের আইডি কার্ড।

তরুণরা মাইকে বলতে শুরু করলেন

" এই বাস এ আসার সময় আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? আপনার কারো থেকে ভাড়া বেশী চেয়েছে কিনা? আমরা যদি ৩ টা অভিযোগ পাই এই বাস আটকে দিব। আমি দাঁড়িয়ে আমার অভিযোগ জানালাম।

মাইক থেকে আওয়াজ আসলো এই বাস এর যাবে না। আপনারা সবাই নেমে আসুন। আমি আপনাদের সবাইকে সামনে আরেকটা বাসে উঠিয়ে দিচ্ছি। আপনাদের অতিরিক্ত ভাড়া লাগবে না।

বাস থেকে নেমে দেখলাম আরো বেশ কিছু ভি আই পি বাস আটকে দেয়া হয়েছে অনিয়মের কারনে। আমাদেরকে আরেকটি ভি আই পি বাসে তুলে দিয়ে সেই আগের বাস টি আটকে রেখেছে ছাত্রসমাজ।

আপনি কোন বাংলাদেশ চেয়েছিলেন আমি জানি না।

আপনি কোন স্বাধীনতা চেয়েছিলেন আমি জানি না।

তবে আমি এই স্বাধীনতাই চেয়েছিলাম।। আমার কাছে এটাই স্বাধীনতার স্বাদ।

একটি অভিযোগ যুক্ত করছি :

মিরপুর চিড়িয়াখানা থেকে ছেড়ে আসা দিশারি বাস গুলো তাদের বাসে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া চার্ট খুলে ২০২২ সালের আগস্ট এর পুরনো চার্ট লাগিতে বাড়তি ভাড়া আদায় করছে।

আপনি দিশারি বাসে উঠে দেখুন তাদের চার্টটা এবং স্বাক্ষর এর তারিখটি।

© Sad
© post

 #হতাশ হবেন না,,,,বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন...
02/08/2024

#হতাশ হবেন না,,,,
বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন ঠিকই সফল হবেন,,,,🙂

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when FH98 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share