
25/09/2024
২৩ শে সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টায় উত্তরা থেকে সিটি কলেজ আসছিলাম। এর মধ্যে বাসের হেল্পার বলে আজমপুর থেকে সিটি কলেজ/সাইন্সল্যাব স্টুডেন্ট ভাড়া ৩০ টাকা। আমি বললাম ভাড়া কতো? হেল্পার বলে ভাড়া ৫০ কিন্তু হাফ ভাড়া ৩০
এর মধ্যে হেল্পার বাজে ব্যবহার শুরু করে৷ কথা না বাড়িয়ে চুপ থাকলাম।
ভাবছিলাম এই যে পরিবহন খাতের অনিয়ম, এর কি কোনো শেষ নেই?
ভাবতে ভাবতে ভি আই পি বাস এসে ফার্মগেট থামলো।
হঠাৎ ৩ জন টগবগে তরুন বাসে উঠলেন। একজনের হাতে মাইক। গলায় তেজগাঁও কলেজের আইডি কার্ড।
তরুণরা মাইকে বলতে শুরু করলেন
" এই বাস এ আসার সময় আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? আপনার কারো থেকে ভাড়া বেশী চেয়েছে কিনা? আমরা যদি ৩ টা অভিযোগ পাই এই বাস আটকে দিব। আমি দাঁড়িয়ে আমার অভিযোগ জানালাম।
মাইক থেকে আওয়াজ আসলো এই বাস এর যাবে না। আপনারা সবাই নেমে আসুন। আমি আপনাদের সবাইকে সামনে আরেকটা বাসে উঠিয়ে দিচ্ছি। আপনাদের অতিরিক্ত ভাড়া লাগবে না।
বাস থেকে নেমে দেখলাম আরো বেশ কিছু ভি আই পি বাস আটকে দেয়া হয়েছে অনিয়মের কারনে। আমাদেরকে আরেকটি ভি আই পি বাসে তুলে দিয়ে সেই আগের বাস টি আটকে রেখেছে ছাত্রসমাজ।
আপনি কোন বাংলাদেশ চেয়েছিলেন আমি জানি না।
আপনি কোন স্বাধীনতা চেয়েছিলেন আমি জানি না।
তবে আমি এই স্বাধীনতাই চেয়েছিলাম।। আমার কাছে এটাই স্বাধীনতার স্বাদ।
একটি অভিযোগ যুক্ত করছি :
মিরপুর চিড়িয়াখানা থেকে ছেড়ে আসা দিশারি বাস গুলো তাদের বাসে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া চার্ট খুলে ২০২২ সালের আগস্ট এর পুরনো চার্ট লাগিতে বাড়তি ভাড়া আদায় করছে।
আপনি দিশারি বাসে উঠে দেখুন তাদের চার্টটা এবং স্বাক্ষর এর তারিখটি।
© Sad
© post