Purnoye Bro

Purnoye Bro " দায়িত্ব আপনাকে পরিপক্ক করে তোলে, বয়স নয়।"

25/07/2025

Trust Buddha You Will Never Disappointed.☸️🙏

🌼💙
21/07/2025

🌼💙

Tracydancer— চাকমা জাতির গর্ব, বিশ্বমঞ্চে এক উজ্জ্বল তারকা! ✨

মাত্র ৮ বছর বয়সে নিজের অসাধারণ নৃত্য প্রতিভা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে আমাদের আদরের Tracy Chakma, যাকে আমরা ভালোবেসে Tracydancer নামেই চিনি। তার মেধা, মননশীলতা ও আত্মবিশ্বাস সত্যিই তুলনাহীন—যা আজ বিশ্ববাসীর মন ছুঁয়ে গেছে।

বর্তমানে সে Oxford Angel Public School-এ অধ্যয়ন করছে। পাশাপাশি Sony Entertainment Television-এর আয়োজনে জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো Super Dancer Chapter 5-এ সে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে এবং সেখানেও নিজের প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে বিচারকদের মন ও কোটি দর্শকের হৃদয়।

Tracy ইতোমধ্যেই Chapter 5-এ অসাধারণ সফলতা অর্জন করে পুরো বিশ্বের সামনে আমাদের আদিবাসী চাকমা সম্প্রদায়ের গর্ব ও সক্ষমতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বর্তমানে অনলাইনে ভোট দেওয়ার সুযোগ চালু না হলেও, আশা করা যায় খুব শীঘ্রই দর্শক ভোটিং চালু হবে। কারণ প্রতিযোগিতার প্রতিটি অংশগ্রহণকারীই একেকজন অসাধারণ প্রতিভার অধিকারী— তাদের মধ্য থেকে সেরাকে বেছে নিতে ভোটিংই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম।

সেই মুহূর্তের অপেক্ষায় আমরা সবাই আছি! ✊
যখনই অনলাইন ভোটিং চালু হবে, বাংলাদেশ থেকে সবাই তোমাকে wholeheartedly সাপোর্ট করবে প্রিয় Tracy Chakma। ❤️

তুমি এগিয়ে যাও, তোমার প্রতিভা ছড়িয়ে পড়ুক আরো বহুদূর। আমরা সবসময় তোমার পাশে আছি। অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা, মামুনি! 🥰🌸



21/07/2025

😥

💗
21/07/2025

💗

20/07/2025

My love for you will always be there.

যে মানুষটা কাল শ্রেষ্ঠী তঞ্চঙ্গ্যার সামনে মাথা পেতে সকল স্ট্যাম্পের বাড়ির আঘাত সহ্য করেও ওকে বাচিঁয়েছিল তিনি আমাদের " ডন...
17/01/2025

যে মানুষটা কাল শ্রেষ্ঠী তঞ্চঙ্গ্যার সামনে মাথা পেতে সকল স্ট্যাম্পের বাড়ির আঘাত সহ্য করেও ওকে বাচিঁয়েছিল তিনি আমাদের " ডন যেত্রা দাদা "
এত মাইর খাওয়ার পরও সে আদিবাসী বোনকে ছেড়ে পালিয়ে যায়নি। তা নাহলে হয়তো অনিক চাকমার মত আরেকটা ঘটনা ঘটে যেত পারতো
U are Really a HERO to us.. Salute dada..also get well soon 💙💙💙

যার আত্মত্যাগে আমাদের আদিবাসী বোনটির প্রাণ রক্ষিত হয়েছে, তিনিই আদিবাসী শ্রেষ্ঠ সন্তান🫡🌼💚আদিবাসী বুনোফুল,পাতা ছিড়ঁতে দে...
17/01/2025

যার আত্মত্যাগে আমাদের আদিবাসী বোনটির প্রাণ রক্ষিত হয়েছে, তিনিই আদিবাসী শ্রেষ্ঠ সন্তান🫡🌼💚

আদিবাসী বুনোফুল,পাতা ছিড়ঁতে দেবোনা!
এক 'আদিবাসী পাতা' ছিঁড়লে ওই এক পাতা থেকে আরও শত শত 'আদিবাসী চারা' গজাবে, শত শত চারায় হাজার হাজার পাতা হবে, আবার ওই হাজারটা পাতা ছিঁড়লে লক্ষ 'আদিবাসী চারা' গজাবে!

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purnoye Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purnoye Bro:

Share

Category