Islamic History

Islamic History ইসলামের শিক্ষাই পারে আমাদেরকে আলোর পথ দেখাতে। সেই আলোর সন্ধানেই এই পেইজের পথ চলা।
পেইজটি ফলো করুন 💚

বিত্ত-বিতর্কে ছাত্র আন্দোলনের মুখপাত্র খান তালাত মাহমুদ রাফি!https://piclinks.in/view2?id=446012
29/10/2024

বিত্ত-বিতর্কে ছাত্র আন্দোলনের মুখপাত্র খান তালাত মাহমুদ রাফি!

https://piclinks.in/view2?id=446012

23/10/2024

রাষ্ট্রপতির পদে থাকা নিয়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মূল এজেন্ডা ছিলো রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্ন, যা নিয়ে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বৈঠক শেষে রাষ্ট্রপতি স্পষ্ট ভাষায় জানান, তিনি তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না। "আমি আছি এবং থাকব," বলেন তিনি, সংকল্পের সুরে।

এই ঘোষণা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন এক মোড়ে নিয়ে গেছে। বর্তমান সংকটময় পরিস্থিতি অন্ধকারময় ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে, যেখানে সমঝোতার পথ আরও জটিল হয়ে উঠছে। রাষ্ট্রপতির অবস্থান দৃঢ় হওয়ায় পরিস্থিতি যে নতুন মাত্রা পেতে যাচ্ছে, তা এখন স্পষ্ট।

জয় বাংলা ✊

22/10/2024

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভের নামে বঙ্গভবনের সামনে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতা অত্যন্ত নিন্দনীয়। যাঁরা পুলিশের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে রাষ্ট্রের রক্ষকদের আঘাত করেছে, তারা আসলে নৈরাজ্য সৃষ্টির উগ্রচেষ্টা করছে। এসব আন্দোলনকারীদের হিংস্র কর্মকাণ্ডের মাধ্যমে কোনো নৈতিক দাবি আদায় হয় না; বরং তারা জনগণের নিরাপত্তার পরিপন্থী অবস্থান নিচ্ছে।

পুলিশ জনগণের বন্ধু, আমাদের নিরাপত্তার প্রতীক। যারা এই বন্ধুকে আঘাত করার দুঃসাহস দেখিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইনের কঠোরতা প্রমাণ করা দরকার। আন্দোলনের নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং এটি দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র।

আমরা সাধারণ মানুষ এর তীব্র প্রতিবাদ জানাই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে রক্ষা করতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই। শান্তি ও শৃঙ্খলার পথে বাধা দেওয়া প্রতিটি হাত রুখে দিতে হবে এখনই।

19/10/2024

জেগে উঠো বাঙালি, এখন আর বসে থাকার সময় নেই, রক্তে আগুন জ্বালাও, দুর্জয়ের মতো দাঁড়াও। এ মাটি তোমার, এ দেশ তোমার, এখানে কোনো জিন্নাহর শাসন নয়, এখানে চলবে শুধু স্বাধীনতার ধ্বনি, সত্য আর ন্যায়ের জয়গান।

মীরজাফরের ষড়যন্ত্রে আর আঁধার ঢাকা পড়বে না বাংলার আলো, এখন সময় এসেছে প্রতিটি বাঙালির বুকের মধ্যে আগুন ধরাবার, যে রক্তে ভেজা স্বাধীনতার পথ, সে রক্তে ভেজা প্রতিজ্ঞা আমরা ভুলি নাই। আজকে আবার শপথ নাও, মাথা উঁচু করে দাঁড়াও, তোমার ভূমি, তোমার অধিকার।

এ দেশ হবে স্বাধীন, এ দেশ হবে মুক্তির প্রতীক,
যতদিন না বাংলার আকাশে শান্তির পতাকা উড়বে,
ততদিন আমরা পিছু হটবো না, আমরা থামবো না,
আমরা রুখে দাঁড়াবো, আমরা আবার গর্জে উঠবো মুক্তিসেনার মতো।

বাঙালির রক্তে আছে প্রতিবাদের গান, তাই আর কোনোদিন বাংলার বুকে চলবে না পরাধীনতার শাসন। জয় বাংলা, জয় হবে বাংলার মানুষের, শ্রদ্ধা নিবেদন করো শহীদদের, যাদের রক্তে গড়া আমাদের স্বাধীনতার ভিত্তি।

যদি আবার দরকার পড়ে, আবার আসবে মুক্তিযুদ্ধের দিন,
এখানে মাথা নোয়াবো না, এখানে শুধু মাথা উঁচু করেই চলবে সংগ্রামের গান। আমাদের কণ্ঠে ধ্বনিত হবে একটাই কথা—“জয় বাংলা, বাংলার জয়।” এ মাটি বীর বাঙালির, এখানে আর কোনোদিন জ্বলবে না পরাধীনতার আগুন।

আজকে আবার জেগে উঠো, বাংলার বুকে আশার আলো জ্বালো, এখানে প্রতিটি হৃদয় হয়ে উঠুক বীরের মতো, সাহসের প্রদীপ জ্বালাও। জয় হবে, এ মাটির জয় হবে, গর্জে ওঠো আবার, “জয় বাংলা, জয় বাংলা!” তোমার কণ্ঠে এবার বেজে উঠুক স্বাধীনতার নতুন সুর, নতুন দিনের প্রতিজ্ঞা।

18/10/2024

উদ্বেলিত বাঙালি, প্রস্তুত হও! সামনে লড়াই—একটি বৈপ্লবিক যুদ্ধ, যেখানে আমাদের অস্ত্র বাঁশের লাঠি, আর আমাদের মন্ত্র দেশপ্রেম। আজ সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার, স্বৈরাচারের শিকল ভেঙে ফেলার। জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি, যা এই মাটির বুকে নতুন ইতিহাস রচনা করবে।

ড. ইউনুস এবং তার দোসরদের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করা আজ আমাদের নৈতিক দায়িত্ব। যারা আমাদের বিজয়ের পথে বাঁধা হয়ে দাঁড়াতে চায়, তাদের প্রত্যেককে আমরা জানিয়ে দিতে চাই—বাঙালির হাতে বাঁশের লাঠি যখন উঠবে, তখন সেই লাঠির প্রতিটি আঘাতে জন্ম নেবে স্বাধীনতার নতুন গল্প। আমাদের লড়াই হবে সাহসিকতার, আমাদের প্রতিরোধ হবে অটল এবং আমাদের লক্ষ্য হবে অসীম।

বিপ্লব মানেই শুধু শাসক বদল নয়, বিপ্লব মানে অন্যায়ের মূলোচ্ছেদ, শোষণের অবসান এবং ন্যায়ের বিজয়। আমরা সেই বিপ্লবের সৈনিক, যারা জানে কিভাবে বাঁচতে হয় লড়াই করে, আর কিভাবে মরতে হয় সম্মানের সঙ্গে। বঙ্গবন্ধুর সৈনিকেরা প্রস্তুত আছে, দেশপ্রেমিকরা প্রস্তুত আছে—আজকের এই লড়াই হবে ভবিষ্যতের জন্য, যেখানে জয়ী হবে সত্য এবং পরাজিত হবে মিথ্যার অবৈধ শক্তি।

এই সংগ্রামে কোনো আপস নেই, কোনো দ্বিধা নেই—এবার লড়াই, এবং শেষ পর্যন্ত জয় হবে বাংলার! প্রস্তুত থাকুন, কারণ যখন দেশপ্রেমিকের হাতে বাঁশ ওঠে, তখন ইতিহাস পাল্টায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ...
16/10/2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম শুধু নিজের নৈতিক স্খলনের পরিচয় দিয়েছেন না, বরং বাঙালি জাতির ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতার দুঃসাহস দেখিয়েছেন। তারা আজ বঙ্গবন্ধুকে অস্বীকার করে সেই পাকিস্তানি দোসরদের মনোভাবই তুলে ধরেছেন, যারা এই দেশের স্বাধীনতা চায়নি, যারা চেয়েছিল আমাদের মাতৃভাষা, সংস্কৃতি, ও জাতিসত্তাকে চিরতরে মুছে দিতে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দলের সৃষ্ট উপাধি নয়; তিনি আমাদের স্বাধীনতার মহানায়ক, মুক্তিযুদ্ধের আলোকবর্তিকা। তার নেতৃত্বের মাধ্যমে লাখো শহীদের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই উপদেষ্টারা তার অবদানকে অস্বীকার করার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ এবং শহীদদের প্রতি চরম অবমাননা করেছে।

এদের বক্তব্যে স্পষ্ট যে, তারা দেশপ্রেমিক নয়, বরং ষড়যন্ত্রকারী। তারা আমাদের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার নোংরা খেলায় মেতে উঠেছে। প্রশ্ন জাগে, এদের সন্ত্রাসী মনোভাব কি স্বাধীন বাংলাদেশের মাটিতে রোপিত হচ্ছে নাকি পাকিস্তানি শাসকদের পরামর্শে বাঙালি জাতির চেতনাকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে? এইসব চক্রান্তকারী উপদেষ্টাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে তারা জাতির গৌরবময় ইতিহাসকে বারবার অপমান করতে থাকবে।

আজ দেশের সব দেশপ্রেমিককে এক হতে হবে, বঙ্গবন্ধুর অসম্মানকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের কোনো ধরনের ক্ষমা কিংবা ছাড় দেওয়া চলবে না। তাদেরকে অবশ্যই এই দেশ থেকে বিতাড়িত করে সমাজে চিরতরে নিষিদ্ধ করতে হবে। তাদের অন্যায় কাজের পরিণতি তাদের ভোগ করতে হবে, এবং দেশের প্রকৃত দেশপ্রেমিক জনতা এর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে, যদি প্রয়োজন হয়।

বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার লড়াই আজকের প্রজন্মের নৈতিক দায়িত্ব। যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে, তারা স্বাধীন বাংলাদেশেই অনাহুত এবং তাদের পরাজয় নিশ্চিত।

15/10/2024

রংপুরের আবু সাঈদের পরিবারের বিশেষ সুবিধা গ্রহণের উদাহরণ আমাদের সমাজের একটি বড় অসাম্য ও বৈষম্যের চিত্র ফুটিয়ে তোলে। আবু সাঈদের ভাইবোনেরা যখন ইন্টারভিউ ছাড়াই চাকরি পেয়ে যায়, তখন মেধা, যোগ্যতা, এবং সঠিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়। এ ধরনের পরিবারের সদস্যরা যখন এভাবে বিশেষ সুবিধা পান, তখন সাধারণ মানুষের কাছে এটি স্পষ্ট হয়ে যায় যে, সমাজের কিছু নির্দিষ্ট শ্রেণির জন্য নিয়ম একরকম, আর অন্যদের জন্য অন্যরকম।

এমন পরিস্থিতিতে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা নিয়ে যারা বিরোধিতা করেন, তাদের উদ্দেশ্য বোঝা যায় না। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তা আজকের বাংলাদেশের ভিত্তি। তাদের সন্তানদের জন্য বরাদ্দকৃত সামান্য সুযোগগুলো একটি ন্যায্য প্রতিদান এবং জাতির প্রতি তাদের অবদানের স্বীকৃতি।

তাহলে, আবু সাঈদের ভাইবোনেরা যদি ইন্টারভিউ ছাড়াই চাকরি পেতে পারে, তাহলে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা নিয়ে এত আপত্তি কেন? এটি কি ন্যায্যতা ও সুশাসনের পরিপন্থী নয়? এখানে মূল প্রশ্ন হলো, আমরা কি আসলেই মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে প্রস্তুত, নাকি শুধুমাত্র আবু সাঈদদের পরিবারের স্বার্থে নীতি-নির্ধারণী গঠিত হবে?

আমাদের উচিত, এই বৈষম্যের বিরুদ্ধে একত্রিত হওয়া এবং নিশ্চিত করা যে মুক্তিযোদ্ধাদের সম্মান যেন প্রশ্নবিদ্ধ না হয়। আবু সাঈদের পরিবারের বিশেষ সুবিধা প্রাপ্তি যদি গ্রহণযোগ্য হয়, তাহলে মুক্তিযোদ্ধাদের কোটার প্রয়োজনীয়তা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়।

12/11/2023

ভন্ড আলেমদের নিয়ে সেরা ওয়াজ | Islamic History | M. Hasibur Rahma | Bangla waz 2023

ইসলামের হক কথা শুনতে আমাদের পেইজটি ফলো করুন
লিংক: https://www.facebook.com/0IslamicHistory
সম্পূর্ণ ওয়াজ HD কোয়ালিটিতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
লিংক: https://www.youtube.com/

Welcome to Islamic Historyইসলামের হক কথা শুনতে আমাদের পেইজটি ফলো করুনসম্পূর্ণ ওয়াজ HD কোয়ালিটিতে দেখতে আমাদের ইউটিউব চ্য...
11/11/2023

Welcome to Islamic History
ইসলামের হক কথা শুনতে আমাদের পেইজটি ফলো করুন
সম্পূর্ণ ওয়াজ HD কোয়ালিটিতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
লিংক:

Welcome to our 'Islamic History' YouTube channel! We offer unique and concise content in Bangla that aims to educate and inspire viewers with valuable Islami...

Address

৪০৭৯/এ, ম্যানিলা প্লাজা, ৩য় তলা, (ইসলামী ব্যাংক সংলগ্ন), আরাকান রোড, বহদ্দারহাট, চট্টগ্রাম ৪২১২
Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when Islamic History posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category