ফটিকছড়ির আপডেট বার্তা

ফটিকছড়ির  আপডেট বার্তা 💗ফটিকছড়ির চট্টগ্রাম এর সকল খবরা খবর একদম সবার আগে পেতে পেইজে ফলো দিয়ে রাখতে পারেন। 💓

চট্টগ্রামে সেলুনে চু'লকা'টা অবস্থায় যুবকের মৃ*ত্যু ||মৃ*ত যুবকের নাম ফয়সাল। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া ইউনি...
14/11/2025

চট্টগ্রামে সেলুনে চু'লকা'টা অবস্থায় যুবকের মৃ*ত্যু ||
মৃ*ত যুবকের নাম ফয়সাল। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া ইউনিয়নে বলে জানা গেছে।

কিছুক্ষণ আগে চট্টগ্রামে একটা সেলুনের দোকানে চু'ল'কা'টা অবস্থায় হঠাৎ মৃ'ত্যুর কো'লে ঢলে পড়েন।(আর বেশিকিছু জানতে পারিনি, এতটুকু জানছি)

রাউজানে বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্ট হয়ে এহসান নামের এক যুবকের মৃ/ত্যু
09/11/2025

রাউজানে বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্ট হয়ে এহসান নামের এক যুবকের মৃ/ত্যু

08/11/2025

07/11/2025

নারায়ণগঞ্জ  জেলার  প্রতিটি  থানাতেই বিশেষ  করে আড়াই  হাজারে সি এন জি  এবং  অটো রিক্সা  ছিনতাই  বা চুরি র ঘটনা অহরহ  ঘটছে...
07/11/2025

নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানাতেই বিশেষ করে আড়াই হাজারে সি এন জি এবং অটো রিক্সা ছিনতাই বা চুরি র ঘটনা অহরহ ঘটছে কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে এ ব‍্যাপারে উদাসীন কিস্তিতে টাকা নিয়ে গাড়ী কিনে হচ্ছে ঐ ছিনতাই বা চোর চক্রের মাধ্যমে বিপদগ্রস্ত। ভিডিওতে দেখতে পাচ্ছি জুলে থাকা ড্রাইভার জীবন বাজী রেখে গাড়ীটি রক্ষা করতে চেষ্টা করছে আর গাড়ীর ভিতর থেকে তাকে ছুড়ি মারছে।হায়রে মানুষ।😭

একমাত্র সন্তানের মৃত্যুর খবর শুনে, ওমাণ প্রবাসী বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু 😢
07/11/2025

একমাত্র সন্তানের মৃত্যুর খবর শুনে, ওমাণ প্রবাসী বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু 😢

একটি শোক সংবাদ অবশেষে বন্ধু আরিফের বাবার লাশ বাড়ির পূর্বপাশে বিলের পুকুরে মরহুম আবদুল মালেক সাহেবের লাশ পাওয়া গেছে।ইন্না...
27/10/2025

একটি শোক সংবাদ
অবশেষে বন্ধু আরিফের বাবার লাশ বাড়ির পূর্বপাশে বিলের পুকুরে মরহুম আবদুল মালেক সাহেবের লাশ পাওয়া গেছে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

টাইফয়েড নিয়ে গবেষণা করেছে ICDDR,B। তারা দেখেছে- বাংলাদেশে গড়ে প্রত্যেক ১ লক্ষ মানুষের মধ্যে মাত্র ৯১৩জন টাইফয়েড-এ আক্রা...
16/10/2025

টাইফয়েড নিয়ে গবেষণা করেছে ICDDR,B। তারা দেখেছে- বাংলাদেশে গড়ে প্রত্যেক ১ লক্ষ মানুষের মধ্যে মাত্র ৯১৩জন টাইফয়েড-এ আক্রান্ত হয়। মানে টাইফয়েড আক্রান্তের শতকরা পরিমাণ ১%-এর কম। অর্থাৎ টাইফয়েডে আক্রান্তই হয় না ৯৯% মানুষ। একই গবেষণায় আরো দেখা গেছে- এক ডোজ টাইফয়েডের টিকা সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত ৮৫% শতাংশ সুরক্ষা (!) দিতে পারে (যদিও সেটা প্রশ্নবোধক)। তাহলে টিকা নেওয়ার পরেও সুরক্ষা (!) পায় না ১৫%। তার মানে দাড়াচ্ছে- টিকা গ্রহণ করলেও সর্বোচ্চ টাইফয়েড হতে পারে ১৫% আর গ্রহণ না করলে টাইফয়েড হবে বড়জোর ১%

যে কোনো টিকা হচ্ছে ওই রোগের জীবাণুর অংশবিশেষ- যা রোগ ঠেকানোর নামে শরীরে প্রবেশ করানো হয়; উদ্দেশ্য শরীরকে আগেভাগে জীবাণু চেনানো। তার মানে যাদের টাইফয়েড হয় নাই বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই, তাদের শরীরেও অহেতুক টাইফয়েড-এর জীবাণু ঢোকানো হচ্ছে! গভীরভাবে চিন্তা করে দেখুন তো- এর আদৌ কোনো প্রয়োজন আছে কি না?!?

টাইফয়েড তো সেই মাত্রার কোনো রোগ নয় কিংবা চিকিৎসা নেই- এমনও নয়। তাহলে কাদের স্বার্থ হাসিলের জন্য আগে থেকেই আমরা গণহারে টাইফয়েড রোগের জীবাণু-খণ্ড আমাদের শরীরে প্রবেশ করাবো? এর মাধ্যমে টাইফয়েড থেকে সুরক্ষা পাওয়া যাবে কিনা বলা মুশকিল, কিন্তু আরো অনেকগুলো পার্শ্বপ্রতিক্রিয়া যে দেখা দেবে- সেটা সুনিশ্চিত। আমাদের ভুলে গেলে চলবে না যে, সরাসরি রক্তে কিছু মেশানো সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড।

আমি প্রায়ই বলি- ওষুধ নামক সিন্থেটিক ড্রাগস সেবন করবেন না। এগুলো কেমিক্যালের তৈরি কৃত্রিম বস্তু এবং মানবদেহের ভেতরে ঢোকার অনুপযুক্ত। এগুলো যারা তৈরি ও বিপনন করছে, সেটা তাদের ব্যবসা ও অর্থ উপর্জনের মাধ্যম। তারা চায় সর্বোচ্চ সংখ্যক মানুষ যেন তাদের বানানো ড্রাগগুলো ব্যবহার করে আজীবন অসুস্থ থাকে। এতে তারা ব্যবসায়িকভাবে লাভবান হবে। এজন্য তারা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে অর্থ ঢেলে নিজেদের প্রত্যাশা অনুযায়ী গবেষণা ফলাফল তৈরি করাতেও পিছ পা হয় না, তারপর মিডিয়াতে টাকা ঢেলে সেটা প্রচার করায়, অতঃপর ভুলভাল জনমত গড়ে উঠলে সরকারকে প্রভাবিত (রাষ্ট্রীয়ভাবে বিক্রি) করে জনগণকে বিষ গ্রহণে বাধ্য করে। এর নেপথ্য উদ্দেশ্য হলো ভবিষ্যতের রোগী বাড়ানো! গণহারে টিকা দিলে জনগণের যতটুকু লাভ (!), তার থেকে ঢের লাভবান হয় ড্রাগস কোম্পানিগুলো।

টাইফয়েডের ভ্যাকসিন কিন্তু ইউরোপ-আমেরিকায় দেওয়া হয় না? চাপিয়ে দেওয়া হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল কিংবা আফ্রিকান দেশগুলোর অসচেতন জনগণের ওপরে। এসব ভ্যাকসিনের আড়লে তাদের যে ভিন্ন পরিকল্পনা (ষড়যন্ত্র) রয়েছে- সে বিষয়ে পর্যাপ্ত গবেষণাও হয় না!

অনুগ্রহ করে নিজের বিবেককে প্রশ্ন করুন- এই যে ৫ কোটি কোমলমতি শিশুর শরীরে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারিত হয়েছে, এর মধ্যে বড় অংশের শরীরে আগে থেকেই এন্টিবডি তৈরি হয়ে আছে। তাহলে কেন টিকা গ্রহণ করে নিজের শরীরে বিষ ঢোকাতে হবে? রাষ্ট্রের কোনো অধিকার থাকতে পারে কি কারো দেহের ভিতরে কিছু ঢুকাতে বাধ্য করার? একটা বাচ্চার শরীরে যদি আগে থেকেই এন্টিবডি থাকে, তবে টিকা গ্রহণের কী দরকার? কোনোপ্রকার টেস্ট না করিয়ে কেন গণহারে শরীরে টিকা গ্রহণ করতেই হবে?

এখানেই আসল ব্যবসা। বাচ্চাদের গণহারে টিকা দেওয়াই বলে দেয়- শিশুদের স্বার্থের তুলনায় ব্যবসা করাটা অধিক গুরুত্বপূর্ণ ড্রাগস মাফিয়াদের কাছে। ব্যবসার পাশাপাশি আমাদের বাচ্চাগুলোকে স্রেফ গিনিপিগ বা কুকুর-বিড়াল বা ইঁদুরের মতো ব্যবহার করা হচ্ছে। ক্ষতিকারক জীবাণু বাচ্চাদের শরীরে ঢুকিয়ে দেওয়ার কুপরিণামে ভবিষ্যতে আরো বড় ধরনের জটিলতা তৈরি হবে! ভবিষ্যতে সন্তানহীনতা এবং প্রতিবন্ধী শিশুর জন্মহার বেড়ে যাবে। তখন কিন্তু টিকার পক্ষে প্রচারনাকারীদেরকে খুঁজেও পাওয়া যাবে না? আশা করি কথিত করোনা টিকার কুফল মানুষ এতো দ্রুত ভুলে যায়নি?

ড্রাগস মাফিয়ারা যে তাদের স্বার্থে আমাদের আদরের শিশুদেরকে কুকুর-বিড়ালের মতো ব্যবহার করছে- এটা নিয়ে কেউ মুখ খোলে না, কথাও বলে না। দোষ তো আমাদেরই; ইউরোপ-আমেরিকার সাদা চামড়ারা কিছু বললেই আমরা সেগুলো ধর্মগ্রন্থের চাইতেও বেশি বিশ্বাস করি! দীর্ঘমেয়াদে বাচ্চাদের উপর কথিত টিকার কী পার্শ্বপ্রতিক্রিয়া, তা না জেনে অন্ধের মতো আদরের বাচ্চাদের শরীরে কী ভয়ঙ্কর ইনজেকশন পুশ করাচ্ছেন, সেটা হয়তো কল্পনাও করতে পারবেন না!

অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ- ভবিষ্যতে দাদা-দাদী/নানা-নানি হওয়ার ইচ্ছে থাকলে বিনামূল্যের ভ্যাকসিন দিয়ে আপনার আদরের বাচ্চাদের শরীরটাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করবেন না। এসব ষড়যন্ত্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আর জনসচেতনতা বাড়াতে এই পোস্টটি শেয়ার করুন।

নামাজরত অবস্থায় যুবকের মৃত্যু ।_______________________________________চাকরির সুবাদে ঢাকার মিরপুরে কর্মরত ছিলেন যুবক জসিম...
13/10/2025

নামাজরত অবস্থায় যুবকের মৃত্যু ।
_______________________________________

চাকরির সুবাদে ঢাকার মিরপুরে কর্মরত ছিলেন যুবক জসিম। আজ ১৩ অক্টোবর ফজরের নামাজের জন্য মসজিদে উপস্থিত হয়ে, পড়েন ফজরের দুই রাকাত সুন্নাত, ফরজ নামাজ পড়ার আগে তার একটু খারাপ লাগলে মুসল্লীরা তাকে পানি পান করে ততক্ষণে চির বিদায় নেন কাঞ্চন নগরের যুবক জসিম। বিষয়টি দৈনিক কাঞ্চন নগর সংবাদকে নিশ্চিত করেছেন তার আপন ভাই আজিম উদ্দীন। জসিম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মধ্য কাঞ্চননগর এলাহি বক্স হাজির বাড়ির মোঃ জাকারিয়া আলমের পুত্র।

পারিবারিক সূত্রে আরো জানা গেছে, তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন সবাই।

ফটিকছড়িতে মায়ের পরকীয়া সম্পর্ক জেনে যাওয়ায় ছেলেকে হ'ত্যার অ'ভি'যোগ রিপোর্ট: Syfur Rahman Shohan------------------------...
07/10/2025

ফটিকছড়িতে মায়ের পরকীয়া সম্পর্ক জেনে যাওয়ায় ছেলেকে হ'ত্যার অ'ভি'যোগ

রিপোর্ট: Syfur Rahman Shohan
--------------------------------------------------
ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দার পাড় এলাকায় এক নি'র্ম'ম হ'ত্যাকা'ণ্ডে ২১ বছর বয়সী কামরুল হাসান কাউসার নি'হ'ত হয়েছেন। হত্যা'কা'ণ্ডে তাঁর নিজের মা ও মায়ের পরকীয়া প্রেমিক জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাতী হ'ত্যা'র বিচার চেয়ে নিজের মেয়ের বিরুদ্ধে মা'ম'লা করেছেন নিহতের নানী।

হত্যাকারী মা সম্পর্কে মামলার বাদী নাতির পক্ষে দাবি করেছেন, “আমার নাতির হ'ত্যা'কারী আমার মেয়ে। আমি চাই, যেভাবে আমার না'তি'কে হ'ত্যা করা হয়েছে, ঠিক সেভাবে তারও মৃ'ত্যু নিশ্চিত করা হোক।”

গত ৬ অক্টোবর সকালে পণ্ডিত বাড়ি থেকে কামরুলের ম'র'দেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানান, সকালে তারা কাউসারের মায়ের কান্নার শব্দে ছুটে এসে বিছানায় তাঁর নিথর দে'হ দেখতে পান। এ সময় তার শরীরে বিভিন্ন স্থানে কা'টা এবং র'ক্তে'র দাগ দেখা গেছে।

মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কামরুল ছিলেন ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র।

জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যায় ভূজপুর থানার ওসি মাহবুবুল আলম বলের, 'প্রাথমিক তদন্তে পরকীয়ার ঘটনা জেনে যাওয়ায় কাউসারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মায়ের সম্পৃক্ততার বিষয় উঠে আসছে।'

আমাদের ভবিষ্যত প্রজন্ম 🤲✅
03/08/2025

আমাদের ভবিষ্যত প্রজন্ম 🤲✅

রিকশা থেকে পড়ে গেলেন মা সন্তান। আশেপাশের মানুষ তো এগিয়ে আসলোই না। সবাই ছবি তুলতে ব্যস্ত। এই হল দেশের বর্তমান অবস্থা.🙂😭
25/07/2025

রিকশা থেকে পড়ে গেলেন মা সন্তান। আশেপাশের মানুষ তো এগিয়ে আসলোই না। সবাই ছবি তুলতে ব্যস্ত। এই হল দেশের বর্তমান অবস্থা.🙂😭

Address

Fatikchari, Chittagong Division
Chittagong
4350

Alerts

Be the first to know and let us send you an email when ফটিকছড়ির আপডেট বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share