08/05/2025
রঈস হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ কর্মসূচি আগামীকাল
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আগামীকাল ৯ মে (শুক্রবার) বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাবেক সদস্য মাওলানা রঈস উদ্দীন হত্যাকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।
সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী, দেশের সকল উপজেলা ও সমমান শাখাকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ছাত্রসেনার পক্ষ থেকে জানানো হয়, মাওলানা রঈস উদ্দীন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার পাশাপাশি, বর্তমানে আটক থাকা ছাত্রসেনা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রঈস উদ্দীনের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রসেনার মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে, এবং ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ ও অবরোধ পালিত হয়েছে।