
04/05/2025
সবাই আমার সালাম ও আদাব। আমি টিনা বড়ুয়া বাড়ি চট্টগ্রাম।
গত জানুয়ারী মাসে প্রথম ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পর থেকে, বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা সহ এবং কিছু ভুল চিকিৎসা করে বেশ কয়েক লক্ষ টাকা দেশে নষ্ট হয়ে যায় এবং পরে ইনফেকশন হয়ে যায়।
তারপরে টোটাল ৮৫ হাজার টাকা ব্যায়ে ভারতের মেডিকেল ভিসা নিয়ে বর্তমানে চিকিৎসাধীন আছি তামিলনাড়ুর ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবং এখানে বাংলাদেশের কোনো রিপোর্টই গ্রহণ করেনাই। সব নতুন করে করতে হয়েছে এবং সার্জারী। সব মিলিয়ে এখানেও খরচ হয়েছে লাখ ৬ এক রুপীর কাছাকাছি।
আমার বাবা মা তেমন বিত্তবান নয়।আমার স্বামী একাই আমার চিকিৎসা ব্যায়ভার বহন করেছেন। সেও এখন ক্লান্ত। সেও অসুস্থ।
কিন্তু আমার এখনো কিছু রেডিয়েশন বা রেডিও থেরাপি দেওয়া বাকি যার ব্যায় ধরা হয়েছে আনুমানিক পাঁচ লক্ষ রুপী। সাথে আছে বাপ - মেয়ে মিলে থাকা খাওয়ার খরচ ও ঔষধ।
সর্বসাকুল্য আরো লাখ সাতেক রুপীর খরচ।
এবং পরবর্তী চার বছরের ফলোআপ।
ওটা নাহয় এখন না ধরি। কিন্তু আরো ৭ লাখ রুপীর যে খরচ, তার জন্যই আসলে আমাদের ইভান ভাইয়ের মাধ্যমে আপনাদের দরজায় হাজির হয়েছি।
আমি বাঁচতে চাই।
আমাকে বাঁচান।
সবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🌻
Bkash no- 01829443614 ( টিনা বড়ুয়া - রোগীর একাউন্ট )
Bank-Sonali bank
Acount holder-Tina barua
Acount number-1006601009941
Branch-Chawkbazar