Endless_Enjoyment

Endless_Enjoyment More fun, More joy. Stay with!

19/08/2025
সুলতান মেহমেদ ফাতেহ একমাত্র সিরিজ যেখানে মেয়েদের বেশি ভেজাল নাই। নাই বেশি প্যাচ।  বুজদাগ কাকুর দেখে শেখা উচিত অতিরিক্ত ম...
19/08/2025

সুলতান মেহমেদ ফাতেহ একমাত্র সিরিজ যেখানে মেয়েদের বেশি ভেজাল নাই। নাই বেশি প্যাচ। বুজদাগ কাকুর দেখে শেখা উচিত অতিরিক্ত মেয়ে নিয়ে আসলে শুধু সিরিজ হিট হবে না সিরিজ হিট করতে দর্শকদের মন বুঝতে হয় 😊

ননসেন্স বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো 🙏বন্ধুকে গিফট করে বলেছিলাম, বিছানায় যাবার আগে স্প্রে করে যাইস। ভাবি খুশি হবে। শা...
19/08/2025

ননসেন্স বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো 🙏

বন্ধুকে গিফট করে বলেছিলাম, বিছানায় যাবার আগে স্প্রে করে যাইস। ভাবি খুশি হবে।
শালা মূর্খ কই না কই স্প্রে করে এখন ফোন করে বলতেছে,
- বন্ধু এইটা কি দিছোস? স্প্রে করার পর থেকে জ্বলতেছে!
- শালা এইটা বডিস্প্রে! তুই কোথায় স্প্রে করছিস?
- বন্ধু আমি তো..... 🥴
- শালা অশিক্ষিত মূর্খ কোথাকার ফোন রাখ!😎

  hits 1M+ interests on BookMyShow 2.5 days before release🔥🔥. Fastest for any Bollywood film. Heading towards 1.5M+ in t...
12/08/2025

hits 1M+ interests on BookMyShow 2.5 days before release🔥🔥. Fastest for any Bollywood film. Heading towards 1.5M+ in the final count 💥💥💥💥💥

According to reports, War 2 will not feature Shah Rukh Khan or Salman Khan. The Hrithik Roshan and Jr NTR starrer will i...
12/08/2025

According to reports, War 2 will not feature Shah Rukh Khan or Salman Khan. The Hrithik Roshan and Jr NTR starrer will instead have Bobby Deol in a cameo. In the film he will introduce him as a major villain in the YRF Spy Universe. His role will reportedly be key in future films. The end credits will act as a lead-in to the next film in the franchise, Alpha.

এই প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং মিষ্টি ও প্রাণবন্ত নাজনীন নাহার নিহা (নিভান) জুটিকে নিয়ে আসছেন ...
12/08/2025

এই প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং মিষ্টি ও প্রাণবন্ত নাজনীন নাহার নিহা (নিভান) জুটিকে নিয়ে আসছেন গুণী পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নাটকের নাম – "সহযাত্রী"।
যেখানে গল্পের প্রতিটি বাঁকে থাকবে ভালোবাসা, অনুভব আর জীবনের ছোট ছোট মুহূর্তের ছোঁয়া।

🔜 আশা করি খুব শীঘ্রই আসতে চলছে, ততদিন অপেক্ষায় রইলাম।
❤️ জোভান ও নিহা জুটি এবং টিমের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো 💙

ফাইভ গো ওয়াইল্ড স্ট্রিমিং প্ল্যাটফর্ম: Bongo  ধরন: কমেডি | থ্রিলার | সাসপেন্স | হিউম্যান ড্রামা  পরিচালনা: রাহাত কবীর  র...
11/08/2025

ফাইভ গো ওয়াইল্ড স্ট্রিমিং প্ল্যাটফর্ম: Bongo ধরন: কমেডি | থ্রিলার | সাসপেন্স | হিউম্যান ড্রামা পরিচালনা: রাহাত কবীর রচনা: মো. শাহজাদা সাহেদ
বন্ধুত্বের গভীরতা আমরা অনেক সময় বুঝতে পারি না, যতক্ষণ না তা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়।“ফাইভ গো ওয়াইল্ড” সেই ধরনের গল্প, যেখানে পাঁচ বন্ধু একটি সাধারণ আনন্দভ্রমণে গিয়ে এমন একটি ঘটনার শিকার হয়, যা শুধু তাদের বন্ধুত্ব নয়—তাদের বিবেক, বিশ্বাস আর দায়িত্ববোধকেও প্রশ্নের মুখে ফেলে দেয়।
গল্পটা শুরু হয় হালকা ছন্দে— পাঁচ বন্ধু মিলে একটি ব্যাচেলর পার্টির আয়োজন করে, ঢাকার ব্যস্ততা থেকে দূরে এক প্রাইভেট রিসোর্টে। মজা, খাওয়া-দাওয়া, গেম, গান, একটু মদ্যপান—সব মিলিয়ে এক রাতের জন্য পৃথিবী ভুলে আনন্দে মেতে ওঠা।
কিন্তু সকালে… একটি এলোমেলো ঘর। বন্ধুরা ধীরে ধীরে জেগে উঠতে থাকে, কিন্তু কেউ-ই বুঝতে পারছে না—গত রাতে কী হয়েছিল। সবচেয়ে আতঙ্কজনক বিষয় হচ্ছে—তাদের মধ্যে কেউই পুরো রাতের ঘটনা মনে করতে পারছে না। এখান থেকেই গল্পে তৈরি হয় বিশাল টানটান উত্তেজনা।
অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার, আনভি রনিও, ইমেল হক, আহসান হাবিব অঙ্কন, শাকিল শাহ প্রমুখ।প্রত্যেকে অভিনেতা তাঁদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন চরিত্রগুলো ফুটিয়ে তোলার। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন শারমিন আঁখি। গল্পে চট্টগ্রামের ভাষায় একটি আইটেম সং রয়েছে যেখানে তিনি পারফরমেন্স করেছেন। গান নাচ কমেডি সাসপেন্স সব মিলিয়ে খুব উপভোগ্য কনটেন্ট ফাইভ গো ওয়াইল্ড।
“ফাইভ গো ওয়াইল্ড” এমন একটি কন্টেন্ট যা হালকা শুরু করলেও, দর্শককে শেষমেশ অনেকগুলো প্রশ্নের মুখোমুখি করে। কনটেন্ট টি কমেডি সাসপেন্স ঘরানায়। দর্শক নাটকটি দেখে যেমন মজা পাবেন, তেমনি অধীর হয়ে থাকবেন কী ঘটেছিল পাঁচ বন্ধুর সঙ্গে, তা জানার জন্য। কনটেন্ট টি এই সময়ের দর্শকদের মন জয় করে নেবে। Bongo-তে দেখুন ‘ফাইভ গো ওয়াইল্ড’—আর নিজেরাই জেনে নিন, সত্যিটা আসলে কী ছিল।

অপূর্ব ভাইকে নিয়ে সাম্প্রতিক সময়ে যে এত তর্ক-বিতর্ক চলছে, এর আসল কারণ কিন্তু কিছু স্বার্থপর ভাই-ব্রাদারের কর্মকাণ্ড। ত...
10/08/2025

অপূর্ব ভাইকে নিয়ে সাম্প্রতিক সময়ে যে এত তর্ক-বিতর্ক চলছে, এর আসল কারণ কিন্তু কিছু স্বার্থপর ভাই-ব্রাদারের কর্মকাণ্ড। তাদের ব্যক্তিগত স্বার্থ, নিজেদের অবস্থান ও প্রভাব বজায় রাখার লোভেই তারা অপূর্ব ভাইকে ব্যবহার করছে। এর ফলেই কিছু দর্শকের মনে প্রশ্ন জন্ম নিচ্ছে, ভুল ধারণা তৈরি হচ্ছে। অথচ সত্যি কথা হলো অপূর্ব ভাই কোনো লো ক্যাটাগরির অভিনেতা নন , তিনি বাংলা নাটকের অন্যতম সেরা ও টপ ক্লাস অভিনেতা, যার অভিনয় ও পেশাদারিত্ব নিয়ে কোনো প্রশ্নই তোলার সুযোগ নেই।

আমার মনে প্রশ্ন জাগে একজন শীর্ষস্থানীয় শিল্পীকেও যদি এসব অযথা কথাবার্তা শুনতে হয়, যদি তাকে দলাদলির শিকার হতে হয়, তবে দায় কার? এই তথাকথিত ভাই ব্রাদাররা যদি সত্যিই ভাইয়ের মঙ্গল চাইত, তাহলে তারা তার জন্য ভালো স্ক্রিপ্ট, মানসম্পন্ন নির্মাতা ও বড় প্রজেক্টের সুযোগ করে দিত। তারা চাইত যেন ভাইয়ের কাজের লাইনআপ আরও সহজ ও মসৃণ হয়, যেন তিনি প্রতিদিন নিজের সীমা ছাড়িয়ে আরও বড় সাফল্য অর্জন করতে পারেন।

কিন্তু বাস্তবে যা হচ্ছে, তা একেবারেই উল্টো। ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠী রাজনীতি আর নিজেদের নাম প্রচারের খেলায় তারা একজন মানসম্পন্ন অভিনেতার ইমেজ নষ্ট করছে। আর আমরা দর্শকরা এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি, যেখানে সত্য-মিথ্যা মিলিয়ে কিছুই আর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।

কেন হচ্ছে কি হবে এসব এর শেষ কোথায় !?

     ゚viralfbreelsfypシ゚viral
10/08/2025



゚viralfbreelsfypシ゚viral

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Endless_Enjoyment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share