Gamer Robiul

Gamer Robiul Hi, I M Robiul Islam

তবে কি আবারো 😳??২০১৫ : লুইস এনরিকে উচল জিতলেন।‎২০১৫ : কার্লো আনচেলত্তি মাদ্রিদ ডাগআউট ছারলেন।‎২০১৫ : মাদ্রিদ সাবেক মিডফি...
29/10/2025

তবে কি আবারো 😳??
২০১৫ : লুইস এনরিকে উচল জিতলেন।

‎২০১৫ : কার্লো আনচেলত্তি মাদ্রিদ ডাগআউট ছারলেন।

‎২০১৫ : মাদ্রিদ সাবেক মিডফিল্ডার জিদান মাদ্রিদ এর নতুন ম্যানেজার।

‎২০১৫ : জিদান তার প্রথম এল ক্লাসিকো ২-১ এ জিতলেন।

‎এরপর জিদান টানা ৩ টা উচল জিতলেন।



‎২০২৫ : লুইস এনরিকে আবারো উচল জিতলেন।

‎২০২৫ : এবছরও কার্লো আনচেলত্তি মাদ্রিদ ডাগআউট ছারলেন।

‎২০২৫ : মাদ্রিদ এর সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো মাদ্রিদ এর নতুন ম্যানেজার।

‎২০২৫ : জাবি আলোনসো তার প্রথম এল ক্লাসিকো ২-১ এ জিতলেন।

‎হবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ??? 😳

আল নাসেরের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত ১০ টি প্রতিযোগিতা মূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করে দশটিতেই হেরেছেন, যদিও...
29/10/2025

আল নাসেরের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত ১০ টি প্রতিযোগিতা মূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করে দশটিতেই হেরেছেন, যদিও সর্বশেষ ২০২৩ সালে আরব কাপ চ্যাম্পিয়ন্স প্রদর্শনী মুলক একটা ফ্রেন্ডলী ট্রফি জিতে ছিলেন।

রোনালদোর মত এত বড় মাপের একজন খেলোয়াড় বার বার কম্পিটিশন থেকে ছিটকে যাওয়াটাই প্রমাণ করে দেয় সৌদি লীগে ট্রফি জেতা আসলে কতটা কঠিন।

THE COACH AND HIS SECRET WEAPON ☠️
28/10/2025

THE COACH AND HIS SECRET WEAPON ☠️

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল জয়ের খুব কাছাকাছি, ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে 🤲🤲🤲
28/10/2025

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল জয়ের খুব কাছাকাছি, ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে 🤲🤲🤲

১৩ ম্যাচ, ১৬ গোল, ৩ অ্যাসিস্ট ও ৮ MOTM ⚡
28/10/2025

১৩ ম্যাচ, ১৬ গোল, ৩ অ্যাসিস্ট ও ৮ MOTM ⚡

জেতার জন্য বাংলাদেশের ১৬৬ রান প্রয়োজন
27/10/2025

জেতার জন্য বাংলাদেশের ১৬৬ রান প্রয়োজন

তাসকিন আহমেদ ১ ওভারে ২ উইকেট নিয়ে বাংলাদেশেকে ম্যাচে ফেরালো 🤯
27/10/2025

তাসকিন আহমেদ ১ ওভারে ২ উইকেট নিয়ে বাংলাদেশেকে ম্যাচে ফেরালো 🤯

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট নিলো রিশাদ হোসেন 🫡💪❤️
27/10/2025

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট নিলো রিশাদ হোসেন 🫡💪❤️

🚨 ফেদে ভালভার্দে এল ক্লাসিকোতে খেলেছেন জ্বরে আক্রান্ত অবস্থায়। সকালে ঘুম থেকে উঠে তিনি শরীর খারাপ বোধ করেন, জ্বর ও দুর্...
27/10/2025

🚨 ফেদে ভালভার্দে এল ক্লাসিকোতে খেলেছেন জ্বরে আক্রান্ত অবস্থায়। সকালে ঘুম থেকে উঠে তিনি শরীর খারাপ বোধ করেন, জ্বর ও দুর্বলতা ছিল স্পষ্ট। তবুও তিনি কোচ ও মেডিকেল টিমকে জানান—যেভাবেই হোক, তিনি খেলতে চান।

দল তাকে বিশ্রাম দেওয়ার কথাও ভেবেছিল, কিন্তু ভালভার্দের জেদ ছিল অটুট। মাঠে নেমে তিনি পুরো মন-প্রাণ দিয়ে খেলেছেন, যেন কিছুই হয়নি। তার এই মানসিকতা ও আত্মত্যাগ সতীর্থদের মধ্যেও দারুণ প্রেরণা জুগিয়েছে।

— diarioas

Arsene Wenger: “El Clasico was a bit Men vs Boys. Real Madrid’s defensive performance was much stronger than Barcelona’s...
27/10/2025

Arsene Wenger: “El Clasico was a bit Men vs Boys. Real Madrid’s defensive performance was much stronger than Barcelona’s.

In attack, Madrid always looked like they could score, Barcelona looked toothless. They had a lot of the ball but never really looked like scoring.

I give credit to Xabi Alonso.”

আমি জুভেন্টাস ম্যাচের পরই বলেছিলাম ভিনিকে যদি আপনি শুধু বাপ্পির সামনে “শো-পিস” বানিয়ে রাখেন, তাতে কোনো লাভ নেই।( বিগ ম্য...
27/10/2025

আমি জুভেন্টাস ম্যাচের পরই বলেছিলাম ভিনিকে যদি আপনি শুধু বাপ্পির সামনে “শো-পিস” বানিয়ে রাখেন, তাতে কোনো লাভ নেই।( বিগ ম্যাচে আপনি রেজাল্ট বাহির করতে পারবেন না) ভিনিকে নিজের "ফ্রি-রোলে" খেলতে দিতে হবে। ভিনিই সেই প্লেয়ার,যে আপনাকে বিগ ম্যাচে রেজাল্ট এনে দেবে এবং তা সবসময়ই।

কার্লোর ওই ভঙ্গুর টিম যখন উচল জিতে গেল, তখন বেনজেমা বেস্টদের বেস্ট ছিল ঠিকই, কিন্তু সে মোটেও রিয়াল মাদ্রিদের "হৃৎস্পন্দন" ছিল না। ওটা ছিল ভিনি।
ভিনিই মাঠে ফাস্ট রান মেক করত কাউন্টার থেকে, একা বল নিয়ে প্রতিপক্ষের হাফে ঢুকত, আর তার সময়ের সেরা ড্রিবলার হিসেবে ডিফেন্ডারদের পাপেট বানিয়ে মনমতো নাচাত। একসময় আরাউহোর পকেটে থাকা ভিনি ইনক্লুডিং আরাউহো সহ পুরা ইউরোপের সকল বেস্ট রাইট-ব্যাকদের পকেট ফুটা করে বাহির হয়েই সেরা ড্রিবলার হয়েছে নিজের সময়ে।

সাথে কার্ট ইনসাইড করে বক্সে ঢুকত, নিজের স্পেস তৈরি করত, আর শেষ মুহূর্তে নিখুঁত পাস,ক্রসিং বা ফিনিশিং দিয়ে গোলের থ্রেট তৈরি করতসেটা বেনজেমা হোক বা অন্য কাউকে দিয়েই।

২১–২২ সিজনের পর থেকে ভিনির মতো ধারাবাহিক ড্রিবলার টপ-ফাইভ লিগ তো দূরে থাক, পুরো UCL-এ আর কেউ নেই এটা এখন প্রায় সবারই জানা কথা।

শাবি আলোনসো শুরুতে হয়তো বুঝতে পারেনি ভিনিকে ঠিক কোন রোলে ব্যবহার করবে, কিন্তু এখন হয়তো ধীরে ধীরে বুঝতেছ। কারণ এখন দেখা যাচ্ছে, ভিনিকে "ফ্রি রোলে" খেলতে দিচ্ছে। যার ফলাফল হিসেবে ভিনির থেকেই প্রতিটা এট্যাক স্টার্ট হয়, এবং পরিপূর্ণ গোলের থ্রেট হিসেবে ওয়ার্ক করে এট্যাক গুলো।

কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ভিনির ফ্রি-রোলে খেলার সবচেয়ে বড় সুবিধা পায় বেলিংহাম। কারণ ও তখন ফ্রিলি মুভ করতে পারে ওপেন স্পেসে, আর সেখান থেকেই আসে ওর গোলের সুযোগগুলো।
আর বাপ্পি? ও সেরাদের সেরা। ওর কাজ শুধু বেনজেমার মতো শান্ত মাথায় রান মেক করা। যেটা ওর থেকে কেউ ভালো পারে৷ নাকী আদৌওতে সন্দেহ। আর নিখুঁত ফিনিশিং দেওয়া সাথে রনের মতো পেনাল্টিতে ক্লিনিক্যাল হওয়া।(আজকেও পেনাল্টিটা কনভার্ট করলে হালি দেওয়ার চান্স ছিলো হিউজ) এসবই যথেষ্ট বিগ ম্যাচে পার্থক্য গড়তে।

সবকথার এককথা ভিনি যদি নিজের ন্যাচারাল খেলাটা খেলে, তাহলে অপনেন্ট কে সেটা দেখার বিষয় না।

হোপফুলি ভিনি-জুড নিজের চিরচেনা ফর্মে ফিরলে বাপ্পির ১ম এবং মাদ্রিদের ১৬ তম উচলের দেখা পাইতে বেশি সময় লাগবে না।

Potter🥹🪄
26/10/2025

Potter🥹🪄

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gamer Robiul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share