27/10/2025
আমি জুভেন্টাস ম্যাচের পরই বলেছিলাম ভিনিকে যদি আপনি শুধু বাপ্পির সামনে “শো-পিস” বানিয়ে রাখেন, তাতে কোনো লাভ নেই।( বিগ ম্যাচে আপনি রেজাল্ট বাহির করতে পারবেন না) ভিনিকে নিজের "ফ্রি-রোলে" খেলতে দিতে হবে। ভিনিই সেই প্লেয়ার,যে আপনাকে বিগ ম্যাচে রেজাল্ট এনে দেবে এবং তা সবসময়ই।
কার্লোর ওই ভঙ্গুর টিম যখন উচল জিতে গেল, তখন বেনজেমা বেস্টদের বেস্ট ছিল ঠিকই, কিন্তু সে মোটেও রিয়াল মাদ্রিদের "হৃৎস্পন্দন" ছিল না। ওটা ছিল ভিনি।
ভিনিই মাঠে ফাস্ট রান মেক করত কাউন্টার থেকে, একা বল নিয়ে প্রতিপক্ষের হাফে ঢুকত, আর তার সময়ের সেরা ড্রিবলার হিসেবে ডিফেন্ডারদের পাপেট বানিয়ে মনমতো নাচাত। একসময় আরাউহোর পকেটে থাকা ভিনি ইনক্লুডিং আরাউহো সহ পুরা ইউরোপের সকল বেস্ট রাইট-ব্যাকদের পকেট ফুটা করে বাহির হয়েই সেরা ড্রিবলার হয়েছে নিজের সময়ে।
সাথে কার্ট ইনসাইড করে বক্সে ঢুকত, নিজের স্পেস তৈরি করত, আর শেষ মুহূর্তে নিখুঁত পাস,ক্রসিং বা ফিনিশিং দিয়ে গোলের থ্রেট তৈরি করতসেটা বেনজেমা হোক বা অন্য কাউকে দিয়েই।
২১–২২ সিজনের পর থেকে ভিনির মতো ধারাবাহিক ড্রিবলার টপ-ফাইভ লিগ তো দূরে থাক, পুরো UCL-এ আর কেউ নেই এটা এখন প্রায় সবারই জানা কথা।
শাবি আলোনসো শুরুতে হয়তো বুঝতে পারেনি ভিনিকে ঠিক কোন রোলে ব্যবহার করবে, কিন্তু এখন হয়তো ধীরে ধীরে বুঝতেছ। কারণ এখন দেখা যাচ্ছে, ভিনিকে "ফ্রি রোলে" খেলতে দিচ্ছে। যার ফলাফল হিসেবে ভিনির থেকেই প্রতিটা এট্যাক স্টার্ট হয়, এবং পরিপূর্ণ গোলের থ্রেট হিসেবে ওয়ার্ক করে এট্যাক গুলো।
কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ভিনির ফ্রি-রোলে খেলার সবচেয়ে বড় সুবিধা পায় বেলিংহাম। কারণ ও তখন ফ্রিলি মুভ করতে পারে ওপেন স্পেসে, আর সেখান থেকেই আসে ওর গোলের সুযোগগুলো।
আর বাপ্পি? ও সেরাদের সেরা। ওর কাজ শুধু বেনজেমার মতো শান্ত মাথায় রান মেক করা। যেটা ওর থেকে কেউ ভালো পারে৷ নাকী আদৌওতে সন্দেহ। আর নিখুঁত ফিনিশিং দেওয়া সাথে রনের মতো পেনাল্টিতে ক্লিনিক্যাল হওয়া।(আজকেও পেনাল্টিটা কনভার্ট করলে হালি দেওয়ার চান্স ছিলো হিউজ) এসবই যথেষ্ট বিগ ম্যাচে পার্থক্য গড়তে।
সবকথার এককথা ভিনি যদি নিজের ন্যাচারাল খেলাটা খেলে, তাহলে অপনেন্ট কে সেটা দেখার বিষয় না।
হোপফুলি ভিনি-জুড নিজের চিরচেনা ফর্মে ফিরলে বাপ্পির ১ম এবং মাদ্রিদের ১৬ তম উচলের দেখা পাইতে বেশি সময় লাগবে না।