Comilla Timeline

Comilla Timeline হোমনার সকল নিউজ ২৪ ঘন্টায় Comilla News Bd

07/03/2025
আসসালামু আলাইকুম। পোস্ট টি সকলের শেয়ার করার অনুরোধ রইলো। আপনার আমার এলাকায় অসহায় গরীব দুস্ত পরিবার রয়েছে এবং অনেক অসহায় ...
02/03/2025

আসসালামু আলাইকুম।
পোস্ট টি সকলের শেয়ার করার অনুরোধ রইলো।
আপনার আমার এলাকায় অসহায় গরীব দুস্ত পরিবার রয়েছে
এবং অনেক অসহায় ব্যক্তি রয়েছে টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না।অসহায় ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থ সাহায্যের প্রয়োজন তারাও যোগাযোগ করবেন।
অনেকের চলাফেরার জন্য একটি হুইল চেয়ারের প্রয়োজন কিন্তু কিনতে পারে না। তারা অতি শিক্ষ্রই কমেন্টে বিস্তারিত জানানোর অনুরোধ রইলো।
বিদ্রঃ ২০ রমজানের আগে যোগাযোগ করবেন।যাচাই বাছাই করে আমরা ১০০ পরিবারের মধ্যে সহযোগিতা সীমাবদ্ধ থাকবে।
ইনশাআল্লাহ।

17/02/2025

বাঞ্চারামপুর উপজেলার হায়দরনগর তাতুয়াকান্দি সবুজ নামের মাদক ব্যবসায়ী থেকে সাবধান।
ভূরভুরিয়া সুইচগেইট ডাকাতির থেকে শুরু করে অটো রিক্সা ছিনতাই,অটো ড্রাইভারকে হত্যা করা সহ মানুষকে আটকিয়ে ছিনতাই করা সহ এমন কোন খারাপ কাজ নয় সে করা না।বাঞ্চারামপুরের প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি।

দেলোয়ার মমিন যিনি তার এলাকায় আপাদমস্তক মানবিক মানুষ হিসেবে পরিচিত! অসহায় মানুষের চিকিৎসা, গরিব পরিবারের ছেলে-মেয়েদের শিক...
25/01/2025

দেলোয়ার মমিন যিনি তার এলাকায় আপাদমস্তক মানবিক মানুষ হিসেবে পরিচিত! অসহায় মানুষের চিকিৎসা, গরিব পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষায় সহায়তা, অসুস্থর পাশে দাঁড়ানো, বাল্যবিয়ে রোধ, কন্যাদায়গ্রস্ত বাবার পাশে দাঁড়ানো, নারী নির্যাতন বন্ধসহ সামাজিক কার্যক্রমের কারণে এলাকার সকলে তাকে মানবিক দেলোয়ার মমিন বলে চেনে।তারই ধারাবাহিকতা আসাদপুর কেন্দ্রীয় জামে মসজিদের টাইস নির্মানে এবং বড় কলাগাছিয়া মসজিদের উযুখানা নির্মানে নগত অর্থ দিয়ে৷ সহযোগিতার হাত বাড়ান দেলোয়ার মমিন Dalower Momin

তীতাস নদীর পারে,ফসলের জমীতে,মাদ্রাসার এবং গ্রামের সাথে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অবৈধ ভাবে চলছে মিতালী  ইটের ভাটা।📌📌📌📌...
21/10/2024

তীতাস নদীর পারে,ফসলের জমীতে,মাদ্রাসার এবং গ্রামের সাথে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অবৈধ ভাবে চলছে মিতালী ইটের ভাটা।
📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌
বাঞ্চারামপুর উপজেলার তিলুকনগরে নিয়মের তোয়াক্কা না করেই বিগত অনেক বছর যাবত চলছে মিতালী ব্রিকস।
ফসলি জমির মাটি কেটে চলছে ইট পোড়ানোর কাজ। এতে ভয়াবহ দূষণের শিকার হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগ-বালাই। পাশাপাশি বিনষ্ট হচ্ছে সরকারি রাস্তা, উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। বর্জ্য প্লাস্টিক ব্যবহার করছেন। তবে প্লাস্টিক জাতীয় দ্রব্যের আগুন থেকে নির্গত ধোঁয়ায় ক্ষতির পরিমাণ অধিক। ইটের ভাটা থেকে উত্পন্ন কালো ধোঁয়া শিশু এবং বয়োজ্যেষ্ঠদের ফুসফুসের জন্য অনেক বড় হুমকি। ইটের ভাটার কালোধোঁয়া থেকে ব্যাপক কার্বণ নিঃসরণ হওয়ার ফলে বায়ুমণ্ডলে এক ধরনের গ্যাস সৃষ্টি হচ্ছে।তীতাসের পার হওয়ায় নদীর ওপারে হোমনা উপজেলার কয়েকটি গ্রামের ফল ফলাদি গাছে প্রায় মৃত।ক্ষতি হচ্ছে সুনামধন্য মাদ্রাসার ছোট বাচ্চাদের জীবন।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ থাকলেও রহস্যজনক কারণে নির্বিকার সংশ্নিষ্ট কর্তৃপক্ষ। সংশ্নিষ্ট সূত্র জানায়, সরকারি নীতিমালা অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকা থেকে তিন কিলোমিটার দূরে অথবা কৃষী জমির ৩ কিলোমিটার দূরে তৈরি করার নিয়ম।সরকারি সড়ক দিয়ে নয়, বরং ইটভাটার নিজস্ব রাস্তা দিয়ে চলবে মাটি বহনকারী ট্রাক্টর। সে সঙ্গে ইটভাটায় খনন করতে হবে পুকুর। অথচ বাস্তবতা এর কোনো কিছুই মানছেন না ভাটা মালিকরা।ইট ভাটার বজ্র পর্দার্থ পরছে তিতাস নদীর সচ্ছ পানিতে।ভাটার ময়লা-আবর্জনায় নষ্ট হচ্ছে তীতাসের মাছ বৃদ্ধি। মাটি বহনের ট্রাক্টরগুলো প্রধান সড়ক গুলো দিয়েও চলাচল করে। এতে জনসাধারণসহ যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।বেশিরভাগ কৃষি জমি নষ্ট করে গড়ে উঠছে ইট-ভাটা। এর মূলে রয়েছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তিবর্গের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতা।।
তবে মাত্রাতিরিক্ত ও নিয়ম বহির্ভূত ইট-ভাটা স্থাপন দিন দিন পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেএদিকে স্থানীয়দের অভিযোগ, ভাটা মালিকরা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ও আবাসিক এলাকায়ও ইটভাটা স্থাপন করেছেন। এসব ভাটায় ইট পোড়ানোর ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না। ফলে ভাটা থেকে নির্গত ধোঁয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছে। তারা রাস্তার পাশের ও বনের গাছ কেটে ইটভাটায় বিক্রি করছেন, যা জেলার সার্বিক পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তাছাড়া ভাটা মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে তৈরীকৃত ইটের ইচ্ছেমতো দাম নিচ্ছেন। ফলে পরিবেশের তো ক্ষতি হচ্ছেই, ইটের দামে ঠকছেন গ্রাহকরাও। দীর্ঘদিন ধরে এ অনিয়ম চললেও প্রশাসন তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর এ সুযোগে দিন দিন গড়ে উঠছে একের পর এক অবৈধ ইটভাটা।তারা আরো বলেন, সারা দেশেই অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান চলমান রয়েছে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ঠাকুরগাঁও। এ জেলায় ইটভাটা মালিকরা কাঠ পুড়িয়ে পরিবেশের দূষণ করে ইট তৈরি ও বিক্রি করলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

একটি শোক সংবাদ চান্দেরচর ইউনিয়নের সমাজসেবক।মাইজচর মমিন বাড়ি নিবাসী,মোঃ হারুন মমিন সাহেব ইন্তেকাল করিয়াছেন 💔🥲ইন্নালিল্...
16/10/2024

একটি শোক সংবাদ চান্দেরচর ইউনিয়নের সমাজসেবক।
মাইজচর মমিন বাড়ি নিবাসী,
মোঃ হারুন মমিন সাহেব ইন্তেকাল করিয়াছেন 💔🥲
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উনি ঢাকা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হে আল্লাহ আমার মামাকে জান্নাতবাসী করুন আমিন 🤲

06/10/2024
05/10/2024

আল্লাহ কবুল করুক।আমিন।
Dalower Momin

(শুভ উদ্বোধন -হোমনা চৌরাস্তা)       ফিরোজা খাতুন জেনারেল হসপিটাল....হোমনা থানা সাবেক এমপি মহোদয় জনাব অধ্যক্ষ আব্দুল মজি...
05/10/2024

(শুভ উদ্বোধন -হোমনা চৌরাস্তা)
ফিরোজা খাতুন জেনারেল হসপিটাল....

হোমনা থানা সাবেক এমপি মহোদয় জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের স্বপ্ন হোমনা গরীব দুঃখী মেহনতী মানুষের জন্য, ভালো চিকিৎসা হোমনা থানা না থাকার কারণে ঢাকা যেতে হয়, যার ফলে এ হসপিটাল মায়ের নামে নির্মাণ করেন, যাতে করে সাধারণ জনগণ স্বাস্থ্য সেবা নিতে পারেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার পরিবারের প্রতি, আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন 🤲🤲,

Address

Comilla Biswa Road Flyover
Chittagong
ADITTORAHMANADIL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comilla Timeline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share