
03/07/2025
দিয়োগো জোতা আর নেই! 🖤
ফুটবল দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। ২৮ বছর বয়সে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের জাতীয় দল ও লিভারপুলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোতা।
বিশ্বাসই হচ্ছে না! যে মানুষটা মাঠে প্রাণবন্ত ছিল, প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দিত, গোল করে আনন্দে ভাসাত, সে আজ নেই! জোতার হঠাৎ চলে যাওয়া শুধু লিভারপুল বা পর্তুগালের নয় বিশ্ব ফুটবলেরই এক অপূরণীয় ক্ষতি।
আজ ফুটবল হেরে গেল।
আজ আমরা সবাই হেরে গেলাম। 😭