Bishwjit Barua

Bishwjit Barua ভালোবাসা পরিমাপের একক হল বিশ্বাস একে অপরের প্রতি যত বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারি হবে.

15/10/2023

কঠিন এক পৃথিবী মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করে...
কিন্তু সত্যি কথা বললে সবাই প্রমান খুঁজে...!

10/10/2023

""বিষাক্ত সাপও ততোটা বিষাক্ত নয়।
~"যতটা বিষাক্ত ওই ব্যাক্তি
যে শুধু মাত্র প্রয়োজনে সম্পর্ক করে""।🌺❣️

22/09/2023

কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তা ভালো করেই জানেন,

তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয় !!!

22/09/2023

একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়.......
কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়..

22/09/2023

তুমি যতই ভালো হও না কেন অন্যের জন্য নিজেকে যতই বিলিয়ে দেও না কেন তবু কিছু মানুষের কাছে তুমি কখনো ভালো হতে পারবে না

22/09/2023

জীবনে এমন একটা মানুষ খুব প্রয়োজন যে স্বাথ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নিবে

15/09/2023

-বিষাক্ত সাপও ততোটা বিষাক্ত নয় যতোটা বিষাক্ত ঐ ব্যাক্তি?- যে শুধু মাত্র প্রয়োজনে সম্পর্ক করে।

Send a message to learn more

ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার কোন দরকার নেই। এখানে নেট অফ করলেই আপনাকে কেউ চিনবে না। রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠি...
15/09/2023

ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার কোন দরকার নেই। এখানে নেট অফ করলেই আপনাকে কেউ চিনবে না। রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করুন,যেন মানুষ ডাটা অন করে আপনাকে খুঁজে!

14/09/2023

যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা চায়...

সকালে একটি পত্রিকা বিক্রি হল দশ টাকা অথচ একই পত্রিকা বিকালে বিক্রি হলো কেজি দরে 20 টাকায় এখানে শুধু সময়ের ব্যবধান সুতর...
11/11/2022

সকালে একটি পত্রিকা বিক্রি হল দশ টাকা অথচ একই পত্রিকা বিকালে বিক্রি হলো কেজি দরে 20 টাকায় এখানে শুধু সময়ের ব্যবধান সুতরাং অহংকার করাটা বোকামি

পুরুষের বাঁচতে গেলে অনেক টাকা উপার্জন করা জরুরী।কারণ টাকা বেশি দিলে হুজুরও বড় করে মোনাজাত করে_পুরোহিত বেশিক্ষণ ধরে পূজা...
11/11/2022

পুরুষের বাঁচতে গেলে অনেক টাকা উপার্জন করা জরুরী।
কারণ টাকা বেশি দিলে হুজুরও বড় করে মোনাজাত করে_পুরোহিত বেশিক্ষণ ধরে পূজা করে।
পরিবারের মানুষগুলোর কাছে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়।
আর, টাকা না থাকলে ঘরের বউও উল্টো দিক করে ঘুমায়।
টাকায় সন্মান বয়ে আনে টাকায় আত্বীয়তা বৃদ্ধি করে
এটা আসলে কারো দোষ নয় এটা প্রকৃতিক চিরচেনা রুপ
টাকার আলাদা একটা গন্ধ আছে সেটা পৃথিবীর সেরা সুগন্ধি ......

 #ভালোবাসা_বা_প্রেমের_সম্পর্কের_মূল_ভিত্তিগুলি_কী_কী? ১. পরষ্পরকে সম্মান করা। ২. সন্দেহ না করা। ৩. ভবিষ্যৎ এর পরিণতি নিয়...
06/11/2022

#ভালোবাসা_বা_প্রেমের_সম্পর্কের_মূল_ভিত্তিগুলি_কী_কী?

১. পরষ্পরকে সম্মান করা।

২. সন্দেহ না করা।

৩. ভবিষ্যৎ এর পরিণতি নিয়ে না ভাবা ও পরষ্পরকে সম্পূর্ণ বিশ্বাস করা।

৪. অধিক তর্কে না জড়ানো।

৫.স্বাধীনতা কেড়ে না নেওয়া।

৬.যত্ন নেওয়া।

মেয়েরা সাধারণত আবেগ প্রবণ হয় আর ছেলেরা হয় যুক্তিবাদি, সে জন্য বুদ্ধিমানের কাজ হলো মেয়েদেরকে যুক্তি দিয়ে ট্রিট না করা।

৭. কাজের চেয়ে ভালোবাসার মানুষকে প্রাধান্য দেওয়া।

৮. Sorry বলতে জানা ও দোষ না করেও নিজেকে দোষী হিসেবে বিবেচনা করে নত স্বীকার করা।

সবশেষে বলবো ভাল থাকুক সব ভালবাসা তার ভালবাসার মানুষকে নিয়ে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Bishwjit Barua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bishwjit Barua:

Share