
16/01/2025
যেই মানুষটাকে নিয়ে আপনারা হাসি ঠাট্টা তামাশা করতেন আজকে উনি উনার সবচেয়ে প্রিয় ❤️ভালোবাসার মানুষটাকে হারিয়ে একা হয়ে গেলেন। ব্যাংকক সময় রাত ৩.০৩ টায় আপুর হাজবেন্ড ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি-ওয়া-ইন্না-ইলাইহি-রাজীউন। আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন🤲। ভালোবাসা কোনো কিছু দেখে, শুনে, বুঝে হয় না এইটা উনি শেষ সময় পর্যন্ত প্রমাণ করে গিয়েছেন। কেনো যেনো নিউজ টা শোনার পর থেকে খুব খারাপ লাগতেছে।
আল্লাহ উনাকে এই গভীর শোক কাটিয়ে উঠার ধৈর্য্য দান করুক!
আমিন🤲🤲🤲