
08/10/2025
গতকাল ০৮.১০.২০২৫ ইং রোজ বুধবার, রাত আনুমানিক ১১ টায় হালিশহর ২৬নং ওয়ার্ড সংলগ্ন চিটাগাং পেট্রোল পাম্পের পশ্চিমে সাগরপাড় রোডে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ২ জন মোটর সাইকেল আরোহী নি*হত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। সবাইকে বিশেষ করে রাতের বেলায় হালিশহর রি-রোড এলাকা তথা সাগরপাড়ে মোটর সাইকেল চলাচলে আরও সর্তকতার সহিত চলাচল করার অনুরোধ রইল ।
#হালিশহর_আনন্দ_বাজার, #চট্টগ্রাম, #বাংলাদেশ, #রি_রোড, #সাগর_পাড়।