Mitu's Planet

Mitu's Planet ✨Wellcome To my page. I am passionate about arts and crafting and also crocheting. Sharing my creative idea. DM 💌Open for PR & Free Promotion
(59)

02/10/2025

ডাবল ক্রোসেট
double crochet




📍আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা।আমার মনে হয়না কেউ এত ক্লিয়ারভাবে বুঝাবে। একটা ভিডিও বানাতে আমি অনেকবার ফোকাস ঠিক করি ...
30/09/2025

📍আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা।

আমার মনে হয়না কেউ এত ক্লিয়ারভাবে বুঝাবে।

একটা ভিডিও বানাতে আমি অনেকবার ফোকাস ঠিক করি , যাতে করে স্পষ্টভাবে সবাই বুঝতে পারে। সুতার কালার ঠিক করি যেন স্টেপগুলো ক্লিয়ার হয় ।

কুশিকাটার বেসিক জিনিসগুলো জানলে বাকি সব নিজের আইডিয়া থেকেই আর পেটার্ন দেখলে করতে পারবেন। ✨
তাই এখনো যারা জয়েন করেন নি জয়েন করে ফেলুন আমার সাথে, আর একটা কথা, আমি কিন্তু কোন বিজনেস করিনা শুধুমাত্র আপনাদের জন্য বেসিক কিছু কুশিকাটার কাজ নিয়ে আসছি। যে কোন রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে যানান। সবার পাশে তো আছি অলটাইম। 🤗🤲


📌✨Single crochet Tutorial নিয়ে আসছি আরেকটা। সাথেই থাকো সবাই
29/09/2025

📌✨Single crochet Tutorial নিয়ে আসছি আরেকটা। সাথেই থাকো সবাই



📌 বিঃদ্র আমি কুশিকাটার বেসিক কিছু কাজ শিখাচ্ছি , নো ক্লাস ,নো ফি। একেবারেই ফ্রি তে। যারা শিখতে চান আমার সাথেই থাকুন। ভিড...
26/09/2025

📌 বিঃদ্র আমি কুশিকাটার বেসিক কিছু কাজ শিখাচ্ছি , নো ক্লাস ,নো ফি। একেবারেই ফ্রি তে।
যারা শিখতে চান আমার সাথেই থাকুন। ভিডিও গুলো দেখুন। আশা করি শিখতে পারবেন।

📍কারো বাহবা পাওয়ার জন্য না। এই কথাগুলো সবার কাজে লাগবে তাই বলছি।
আমি জীবনে সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। অন্য কারো সাথে না, নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করি। যেইটাই দেখেছি সুন্দর লাগলে নিজে বানানোর ট্রাই করেছি এবং পেরেছি। আমার ঘরের বেশির ভাগ জিনিস আমার নিজের বানানো। সব সময় ভাবতাম ওরা পারলে আমি পারবোনা কেন। আমাকে পারতেই হবে। কোন সময় হার মানতে পারিনি। আর এইটাই আমার জন্য প্লাস পয়েন্ট ছিলো। মহান আল্লাহ রাব্বুল আল আমিনের অশেষ রহমতে প্রত্যেকটা কাজে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। এইখানে আমার কিছু কাজের ছবি দিলাম। আরো অনেক কিছু পারি আলহামদুলিল্লাহ।

25/09/2025

কুশিকাটার কাজের একবারে শুরু থেকে ভিডিও দিচ্ছি আমি। যারা শিখতে চান অবশ্যই দেখলে শিখতে পারবেন। আর পাশে থাকবেন. সরি ফ্রেন্ডস এইখানে আমিএকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি টোটাল চারটা ট্রিপল ক্রোশে করে একটা পেটাল বা পাপড়ি বানিয়েছিলাম। আপনারা না বুঝলে আমাকে জানাবেন



📌আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানতাম আমার কাজটা সবাই পছন্দ করবে। সবাই এতো এতো এপ্রিশিয়েট করেছে আমার কাজটা। অনেকেই এ...
24/09/2025

📌আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমি জানতাম আমার কাজটা সবাই পছন্দ করবে।
সবাই এতো এতো এপ্রিশিয়েট করেছে আমার কাজটা। অনেকেই এই কাজ টাকা দিয়ে শিখায়। আসলে এটারও কারন আছে।শেখানোটাও কিন্তু কম কষ্ট না।কিন্তু আমার কাছে এই কষ্ট পানি হয়ে যায় যখন কেউ না কেউ এই টা দেখে শিখে। যারা শিখতে চান আমার ভিডিওগুলো দেখবেন। আমি অনেক সহজভাবে বুঝিয়ে দিচ্ছি।আর না বুঝলে দরকার হয় আবার দেখাবো। ভালো করে শিখাবো ইন শা আল্লাহ যদি সুস্থ থাকি।আমি কিন্তু কোন বিজনেস করিনা। কিন্তু আমার দেয়া বেসিক আইডিয়াগুলো নিয়ে আপনারা কিন্তু ভাল কাজ করতে পারবেন আশা করি। তাই আমার পাশে থাকুন আর আমাকে আরো উৎসাহিত করুন। আর আগামিকাল এই কুটু ফ্লাওয়ার মেকিং ভিডিও নিয়ে আসছি ইন শা আল্লাহ। সাথেই থাকুন। 🤲🫶



এক টেবিল কে কত ভাবে যে সেটাপ করি আমি 😩
24/09/2025

এক টেবিল কে কত ভাবে যে সেটাপ করি আমি 😩



📍কুশিকাটার কাজটা অনেক মজার একটা কাজ তবে অনেক ধৈর্য লাগে। ইদানিং কুশিকাটায় উল দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো হচ্ছে।...
22/09/2025

📍কুশিকাটার কাজটা অনেক মজার একটা কাজ
তবে অনেক ধৈর্য লাগে। ইদানিং কুশিকাটায় উল দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো হচ্ছে। একসময় অনেক কিছু বানিয়েছি, অনেককেই গিফট করেছি ।এখন সময়ের অভাবে কোন কাজই ঠিকমত করা হয় না। তাও চিন্তা করলাম কিছু বেসিক আইডিয়া যদি দেয়ার চেষ্টা করি তাহলে যাদের ইচ্ছা আছে তারা একটু হলেও শিখতে পারবে। যদিও ছোট্ট একটা টিউটোরিয়াল বানাতে,শুট, ইডিটিং,ভয়েজ ওভার দিতে আমার 2 ঘন্টা লেগে গেছে, তাও যদি একজন এসে বলে আপু, তোমার টিউটোরিয়াল দেখে আমি পেরেছি।
হে.. ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে।কিন্তু একেকজনের শেখানোর ধরন একেকরকম। তবে আমি বলবোনা আমি এক্সপার্ট, তবে যতটুকুই জানি অন্যকে শেখাতে পারলে তার মাঝে আমার কাজটা বেঁচে থাকবে আমি মরে গেলেও, আমি এটাই মনে করি। হাতের কাজ ভালোবাসি।যারা জানে তাদেরকেও ভালোবাসি। যারা জানেনা তাদেরকেও 🧶🤗




21/09/2025

📍যারা শিখতে চান পুরো ভিডিওটা দেখুন
শিখতে পারবেন।আমি অনেক স্লোলি দেখিয়েছি,আর এইজন্য ভিডিও একটু বড় হয়েছে। স্কিপ না করে দেখুন আশা করি শিখতে পারবেন। এই কাজটা জানলে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস নিজেই বানাতে পারবেন, বিভিন্ন ধরনের প্লেসমেট আরো কত কি 😱আর ফ্রি শিখতে পারলে তো কথাই নেই।😱 তো আর দেরি কেনো। নেক্সট ভিডিও পেতে পাশে থাকুন ❤️🫶



কাগজের মত ফুল তাও এতো সুন্দর। আমার বিলাসির যতই ছবি তুলি আমার মন ভরেনা। প্রায় ৫টা ভেরাইটি করেছি। বাকিগুলো এখনো ফুল আসার ন...
19/09/2025

কাগজের মত ফুল তাও এতো সুন্দর। আমার বিলাসির যতই ছবি তুলি আমার মন ভরেনা। প্রায় ৫টা ভেরাইটি করেছি। বাকিগুলো এখনো ফুল আসার নাম নেই।যদিও গাছ অনেক ছোট।
কার কার পছন্দ এই কাগজের ফুল?


19/09/2025

কুশিকাটার কাজ পার্ট ১ 🧶
আস্তে আস্তে আরো কিছু ভিডিও দিবো। আশা করি যারা কাজটা শিখতে চায় তাদের একটু হলেও কাজে আসবে।তো আরো ভিডিও পেতে আমার সাথেই থাকতে হবে পেইজ ফলো দিয়ে। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। 🪡



আপুরা ,আমি কিছু কুশিকাটার কাজের টুকটাক ভিডিও আপ্লোড করবো।কয়েকজনের আগ্রহ আছে দেখলাম। তবে টাইম করে সবমসময় হয়তো ভিডিও দিতে ...
18/09/2025

আপুরা ,আমি কিছু কুশিকাটার কাজের টুকটাক ভিডিও আপ্লোড করবো।কয়েকজনের আগ্রহ আছে দেখলাম। তবে টাইম করে সবমসময় হয়তো ভিডিও দিতে পারবো না। আর বেশি বড় ভিডিও না , ছোট ছোট ক্লিপ শেয়ার করবো।



Address

Kazir Dewri
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitu's Planet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share