28/10/2022
কিছু সত্যি কথা....
জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে চেনা।
তাই যখন কোনো কিছুকে বুঝতে পারবেন নাহ, তখন শান্ত থেকে নিজেকে বুঝিয়ে নেওয়াই ভালো!
যা আপনি পাচ্ছেন সেটাই আপনার জন্য ভালো, কিন্তু এটা হয়তো আপনি জানেন না। কিন্তু যিনি দিচ্ছেন তিনি জানেন। তাই জীবনে যাই কিছু পেয়েছেন সেটা নিয়েই খুশিতে থাকুন!
সব সমস্যায় নিজেকে শান্ত রাখা শিখুন। আপনার অর্ধেক সমস্যা এমনিই ঠিক হয়ে যাবে। কারণ,
হাজারো সমস্যার মাঝেও চলতে থাকার নামই হচ্ছে, জীবন!
সেখানে আপনার না থাকাই ভালো, যেখানে আপনার কোনো গুরুত্ব নেই। আজকালকার সম্পর্ক গুলো সূর্যমূখী ফুলের মতো হয়ে গেছে। যেদিকেই বেশি লাভ দেখতে পায় সেদিকেই ঘুরে যায়!
সেই মানুষটিকে কখনো মিথ্যা কথা বলবেন না, যে মানুষটি আপনার মিথ্যা কথাকেও বিশ্বাস করে!
সম্পর্কের চিন্তা করা বন্ধ করুন। কারণ, যার যতোটা সাথে থাকা দরকার, সে ততোটাই সাথে থাকবে!
জীবনতো এতটুকু শিক্ষা দিয়েই দিয়েছেন, যে যত বেশি চিন্তা করবেন, সে ততোবেশি কষ্ট পাবেন। আর যতবেশি নিশ্চিন্ত থাকবেন, ততোবেশি অন্যরা কষ্ট পাবে!
ধোঁকা কে ভয় পাবেন নাহ। কারণ ধোঁকা মানুষকে ভিতর থেকে মজবুত করে। আর জীবনে এমন কিছু কষ্ট থাকে যা বাঁচতে দেয় নাহ। আবার এমন কিছু দায়িত্বও থাকে যা আমাদরকে মরতেও দেয় নাহ!
ভালোবাসা ছোট বেলায় ফ্রিতে পাওয়া যায়, আর যৌবনে সেটিকে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে চাইতে হয়!
সম্পর্ক হলো ওই ট্রেনের মতোন। যার যেখানে স্টেশন আসে, সে সেখানেই নেমে পরে!
যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন লোকের কথা বলার ধরনও বদলে যায়!
চোখে পানিও আসবে আবার কষ্ট লুকিয়েও রাখতে হয়। এটা জীবন, এখানে কখনও কখনও বাধ্য হয়ে হাসতেও হয়!
জীবনকে পরিবর্তন করতে হলে লড়াই করতে হয়। আর জীবনকে সহজ করতে হলে জীবনকে বুঝতে হয়!
পোষাক ও চেহারা মিথ্যা কথা বলে। মানুষের আসল সত্যিটা তো সময় বলে দেয়!
যতক্ষণ আপনি আপনার জীবনের সমস্যা ও কষ্টের কারণ অন্যদেরকে মনে করবেন, ততোক্ষণে আপনি আপনার সমস্যা ও কষ্ট কে দূর করতে পারবেন নাহ!
আপন জনদের সব সময় আপন হওয়ার অনূভুতি দিন, তা নাহলে সময় আপনার আপন জনকে আপনাকে ছাড়াই বাচাঁ শিখিয়ে দেবে। আর জীবনের শেষ সময়ে আপনি আফসোস করবেন!