Good Vibes

Good Vibes Turning dreams into reality
(1)

"জীবিকার উদ্দেশ্যে ভাসমান জীবন"📍 টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ
02/08/2025

"জীবিকার উদ্দেশ্যে ভাসমান জীবন"
📍 টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ

01/08/2025

কত সুন্দর প্রতিভা মা শা আল্লাহ।আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন।

তুমি চলে গেলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, যে মানুষ তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। বলতো সে মানুষটা আজ কি করে চিরদিন...
31/07/2025

তুমি চলে গেলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, যে মানুষ তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। বলতো সে মানুষটা আজ কি করে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে পারে! ভাবতেই যেনো আকাশ ভেঙে পড়লো। আমি ভালোবাসি বললাম তুমি মুখ ফিরিয়ে নিলে পরক্ষণেই ভাবলাম এই তুমি কোনো একটা সময়ে ভালোবাসি কথাটি শোনার জন্যে পাগলামো করতে। অথচ আজ সেই তুমি আমায় এড়িয়ে যেতে চাও। ভেজা চোখে তোমার হাত দুটো ধরে বললাম থেকে যাও হাতটা ছুঁড়ে দিয়ে বললে এসব অভিনয় আমার ভাল্লাগে না, অথচ এই তুমি কোনো একটা সময়ে আমার হাত ধরে জীবনের বাকিটা সময় পাড়ি দেয়ার প্রতিজ্ঞা করেছিলে। হঠাৎ মনে পড়লো, যে মানুষটা আমার হাসিতে ঠোঁট মিলিয়ে হাসতো হৃদয়ের ঢেউ ভেঙে আসা চোখের জলও আজ তার চোখে পড়লো না। মানুষ কত নিষ্ঠুরভাবে বদলে যেতে পারে। কত সহজেই মানুষ ভালোবাসা ভুলে যায়, ভুলে যায় ভালোবাসার মানুষ!! তোমার এভাবে ছেড়ে যাওয়া মেনে নিতে পারিনি অবাধ্য হয়ে গাল বেয়ে ঝরে পড়লো চোখের জল, তবুও ভেজা চোখে তোমার পথে চেয়ে রইলাম তাকিয়ে থাকলাম এক বুক আশা নিয়ে, যদি একবার তুমি পিছু ফিরে দেখো যদি একবার ফিরে এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসি। তবুও তুমি ফিরলে না! হারিয়ে গেলে দৃষ্টির সীমানা থেকে। পথ ফুরালো পথের বাঁকে তুমিও অদৃশ্য হলে শুধু অবিরত ঝরলো আমার চোখের জল।তবে মনে রেখো..!!
পৃথিবীর কোন এক প্রান্তে, এক ক্ষুদ্র মানব, তোমায় আজীবন ভালোবেসে যাবে..!!

গগনে গরজে মেঘ.... 🌧️
31/07/2025

গগনে গরজে মেঘ.... 🌧️

পৃথিবীতে যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসবেন, সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাত টাই দিবে! এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অ...
30/07/2025

পৃথিবীতে যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসবেন, সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাত টাই দিবে! এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ।
সবকিছু উজার করে যারাই ভালোবাসতে যায়, দিনশেষে তারা চরম অবহেলার শিকার হয়! তাদের অগ্রাহ্য করা হয়, তারা গুরুত্বহীন হয়ে পড়ে।
মূলত যাকে বেশি ভালোবাসা যায়, তার দেয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়! ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতই মানুষ মেনে নিতে পারে না সহজে।
খেয়াল করে দেখবেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার কাছে আপনার প্রত্যাশাও থাকে বেশি। আবার সেই মানুষটারও আপনার প্রতি অধিকারবোধের ব্যাপারটা খুব বিশাল থাকে, যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন। আর সেই অধিকারবোধ থেকেই ভালোবাসার মানুষগুলো যন্ত্রণা দেয়!
দিনশেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দিবেন, নিজের ভালো থাকা বিসর্জন দিবেন, সেই একটা সময় পর সবকিছুই অস্বীকার করবে। আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা, যে যন্ত্রণা আপনাকে দেয়া হবে, সেই যন্ত্রণা আপনাকে আ মৃত্যু ভোগাবে!
পৃথিবীতে যারাই কাউকে সবকিছুর উর্ধ্বে গিয়ে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সব যন্ত্রণার কারণ! খারাপ সময়, একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্রএই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয়। আর আপনি তা স্বীকার করুন কিংবা না করুন, মানুন আর না মানুন।

30/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md Mison Molla

30/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

"পূর্নজন্ম হবে না, সংক্ষিপ্ত জীবনটাকে এই জন্মেই উপভোগ করুন।
30/07/2025

"পূর্নজন্ম হবে না, সংক্ষিপ্ত জীবনটাকে এই জন্মেই উপভোগ করুন।

“You might be powerful today, but never forget, time overpowers everyone.”
29/07/2025

“You might be powerful today, but never forget, time overpowers everyone.”

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share