Hasib Bin Alim

Hasib Bin Alim আমি প্রচন্ড এক ব্যর্থ মানুষ;
এতোই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার!

14/12/2023

জীবনে কি চলতেছে ঐটা বুঝার আগেই আরেক শুক্রবার আইসা পড়ে!

14/12/2023

তারপর,অনেকদিন চলে গেছে,চলতে চলতে নিরুদ্দেশ হয়ছে...

আমার কান্না অভিমানে হারিয়ে গেছে।রাত জাগার অভ্যাস চলে গেছে।জিদ,রাগ,সব হারিয়ে গেছে।আমার আমিই হারিয়ে গেছে।

এত দুঃখ একমাত্র তুমি দিয়েছো আমাকে🥲H🥲
14/12/2023

এত দুঃখ একমাত্র তুমি দিয়েছো আমাকে🥲
H🥲

আমি এক সমুদ্র ভালোবাসার বিনিময়ে, এক সমুদ্র দুঃখ নিয়ে ফিরে আসা লোক🥲
14/12/2023

আমি এক সমুদ্র ভালোবাসার বিনিময়ে,
এক সমুদ্র দুঃখ নিয়ে ফিরে আসা লোক🥲

14/12/2023

💔

13/12/2023

মনে রেখো এই স্রষ্টা কিন্তু আমারও!🖤

13/12/2023

আমি নিখাঁদ ভালোবেসে দেখেছি;
সেখানেও গাঢ় বেদনা।

13/12/2023

তুমি ধূসর কুয়াশার ওপারে দাঁড়িয়ে থাকা শতবর্ষী ল্যাম্পপোস্টের মতো, আমি তোমাকে স্পষ্ট দেখতে পাই না🥲

13/12/2023

ইনশাআল্লাহ অতি শীঘ্রই সুদিন আসবে ❤️

13/12/2023

তোমার দেখা না পেলেই হয়ত আমি
আমার মত করে থাকতাম বেশ ভালো।
তোমায় দেখা মাত্রই সর্বাঙ্গে ভূমিকম্প,
বুকের ভেতর শুরু হত ভীষম রকম
ঝড় !! সেই তুমি কেমন করে আছ দূরে !!
আমায় করে পর ?

বেইমান🥲

13/12/2023

পুরুষ মানুষ মানেই প্রতিষ্ঠিত হতেই হবে.!☺️

রি'ক্ত-শূর্ন না'রীকে ভালোবাসার লোকের অভাব হয় না,কিন্ত ভে'ঙে পড়া পুরুষের দিকে কেউ ফিরেও তাকায় না.!😊💔

12/12/2023

জীবনের অদ্ভুত একটা সময় পার করছি।
হঠাৎ করেই প্রচন্ড হতাশ হয়ে যাচ্ছি। হঠাৎ করেই নতুন উদ্দীপনা পাচ্ছি। নিজের কি হবে তার ঠিক নাই,

সম্ভবত একা একা বাঁচতে হবে।কেউ কারো না, জীবনের গতি বাড়াতে নিজেকেই এগিয়ে যেতে হয়।একদিন সব হবে।

09/12/2023

-Always believe in Allah , His plan far better than us! 🙂❤

15/11/2023

"আপনাকে হারিয়ে সবাই আফসোস করবে" এমন ভাবনা থেকে বের হোন! আপনি টাকা না। 😏

আলহামদুলিল্লাহ ছোঁয়ে দেখার সৌভাগ্য হয়েছিলো আমার❤️
14/11/2023

আলহামদুলিল্লাহ ছোঁয়ে দেখার সৌভাগ্য হয়েছিলো আমার❤️

11/11/2023

তুমি একবার ঘুড়ি হলে,আমি হলাম নাটাই।
উড়তে গেলাম,সুতো কাঁটলে_উড়লাম একাই।

08/11/2023

আমরা সারা জীবন অনেক কিছু করি একটু খানি ভালো থাকার জন্য।সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করি।সাধ্যের বাইরে গিয়ে পড়ালেখা করি।যেই চাকরি তে মন বসে না প্রতিদিন সেই চাকরির জন্য ছুটে বেড়াই।যার কবি হওয়ার কথা সে ইঞ্জিনিয়ার হয়ে যাই।যার গান গাওয়ার কথা সে কর্কশ গলায় আদেশ দিতে থাকি।যার মা কে ছাড়া ঘুম হয় না,সে একা একা পৃথিবীর আরেক কোনায় না খেয়ে ঘুমায় যাই।যার বাবার সাথে না খেলে ভাল্লাগে না,সে দিনের পর দিন বাবাকে ফোনে ওষুধ খাওয়ার কথা বলে ক্লান্ত হয়ে যাই।যার বন্ধুদের সাথে চরকির মত ঘুরতে ইচ্ছা করে সে একা একটা বন্ধুহীন শহরে ঘুপচি ঘরে প্রতিদিন সন্ধ্যায় ফিরে আসি।

নিজেদের বোঝাতে থাকি,এসব কিছু করে ফেললে আমরা একদিন ভালো থাকবো।

আমরা কি আসলেই ভালো থাকি কোনদিন?

08/11/2023

আমি একটা ছুটি চাই, লম্বা ছুটি।

জ্যাম পড়বে না, হর্ণ বাজবে না। কেউ কাউকে অভিযোগ করবে না।

এমন ছুটি চাই, লম্বা ছুটি।

নিজ ইচ্ছায় থেমে গেলে গাড়ী!

তখন আমি

দু' দন্ড ভালোবাসা নিয়ে আপন মনে গাইতে চাই। গানটা হবে একান্তই আমার, শুধুই আমার।

আমি একটা ছুটি চাই, লম্বা ছুটি।

06/11/2023

আমি আমার প্রাক্তন কে কখনো ক্ষমা করবো না।

06/11/2023

তুমি যাকে ভালোবাসলে না,তাকেও কেউ পরম যত্নে ভালোবাসবে 💝

মনে দাগ কেটে যাওয়া আরও এক অক্টোবর শেষ হয়ে গেলো!🌻
31/10/2023

মনে দাগ কেটে যাওয়া আরও এক অক্টোবর শেষ হয়ে গেলো!🌻

30/10/2023

একদিন আমি প্রজাপতি হবো, আমার সকল দুঃখ্য আকাশে উড়াবো.. 🦋

27/10/2023

যেদিন সফল হবেন, সেদিন অনুভব করবেন,
কত সুন্দর ছিলো আ'ল্লাহর পরিক'ল্পনা!'💙💗

25/10/2023

আর কত সইবো শোক
বিচ্ছেদ ব্যথা তোমারো হোক।

25/10/2023

~তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে কেউ থাকে না চিরদিন সাথে!'🖤

24/10/2023

"তোর কারণে ভুললাম আমি গোত্র, জাতি, কুল, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল " ❤️

21/10/2023

ভিতরে ভিতরে সবাই শেষ হয়ে যাচ্ছে!

কেউ গান গাওয়া ছেড়ে দিয়েছে, তো কেউ কবিতা লেখা। কেউ আবার ছবি তোলা ছেড়ে দিয়েছে, কেউ কেউ সুন্দর জামা পড়া ছেড়ে দিয়েছে। কেউ প্রেম করতে ভয় করে, কেউ আবার একাকীত্ব পছন্দ করে। কেউ আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে না। কেউ "ভালো আছি" এরকম প্রতিদিন নাটক করে থাকে।

কাল সব ভালো হবে, স্বপ্নরা কপালেই চুমু খাবে- এইটুকু আশাতেই বেঁচে থাকা রোজ।

20/10/2023

অবশেষে আমি দেখলাম আমার আমি ছাড়া আর কেউই নেই!😊🖤

আমি প্রচন্ড এক ব্যর্থ মানুষ;এতোই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার!-
20/10/2023

আমি প্রচন্ড এক ব্যর্থ মানুষ;
এতোই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার!
-

19/10/2023

কিছু কথা ব্যাথা হবে কিছু ব্যাথা কথা হবে
কিছু কথা কিছু ব্যাথা মধ্যরাতে কাঁদিয়ে দেবে !

নিরবে নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম সহনশীলতা!😊🖤
19/10/2023

নিরবে নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম সহনশীলতা!😊🖤

18/10/2023

চুপ হয়ে যাও! সবার থেকে সরে যাও!
টাকা কামাও.. মন চাইলে একলা বেরিয়ে পড়ো! life সুন্দর🖤

18/10/2023

তুমি যেন এক ঘোর, জমে প্রশ্নবোধক রেখা!
পৃথিবী হারিয়ে যায়, আমি হয়ে পড়ি একা!

18/10/2023

তুমি যাকে ভালোবাসলে না, তাকেও কেউ ভালোবাসবে! যাকে ছু'ড়ে ফেলে দিলে অবহেলা দিয়ে, তাকেও কেউ জড়িয়ে ধরবে মায়া মিশিয়ে। যাকে ভে"ঙে টুকরো টুকরো করে দিলে, তাকে কেউ না কেউ আবার গড়ে তুলবে আদর দিয়ে! কেউ না কেউ ঠিক'ই তার জীবনেও আসবে, তাকেও ভালোবেসে আপন করে নিবে! কিন্তু তুমি তো আর তাকে পেলে না। মানুষ তাকে'ই হারাতে চায়, যে তাকে ঠ"কাতে চায়। তুমি তো ওই মানুষ'টা হারালে যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলো!'🙂💔

27/10/2020

শরীর ছুঁয়ে দেখলে তুমি,
মন ছুঁতে আর পারলে কই?
পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায়,
তুমি পড়লে একটি বই।

__নির্মলেন্দু গুণ

24/08/2020

কারো দালালী করে টিকে থাকার চেয়ে,চুড়ি পরে বসে থাকা উত্তম__👍
কোন বিজয় রক্তের বিনিময় ছাড়া অর্জিত হয় না __✊✌

24/08/2020

দান, ততক্ষণই দান, যতক্ষণ সেটা গোপন। দাতা ও গ্রহীতা ছাড়া তৃতীয় কোনও পক্ষ জেনে গেলে সেটা আর দান থাকে না, হয়ে যায় বিজ্ঞাপন।

Sushanta Paul

24/08/2020

যতক্ষন তোমার সাথে ঘটছে না,ততক্ষন তুমি বুঝতে পারবেনা পৃথিবীটা কেমন! ❤

19/08/2020

~ভাবছি জীবনটা গুছিয়ে নিবো😐

কেউ একটা বড় ব্যাগ দাও ত🙄

- আল-কোরআন 🖤🌸-Bless Your Timeline 💜😍
29/07/2020

- আল-কোরআন 🖤🌸
-Bless Your Timeline 💜😍

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasib Bin Alim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category