মনে রেখো এই স্রষ্টা কিন্তু আমারও!🖤
আমি একটা ছুটি চাই, লম্বা ছুটি।
জ্যাম পড়বে না, হর্ণ বাজবে না। কেউ কাউকে অভিযোগ করবে না।
এমন ছুটি চাই, লম্বা ছুটি।
নিজ ইচ্ছায় থেমে গেলে গাড়ী!
তখন আমি
দু' দন্ড ভালোবাসা নিয়ে আপন মনে গাইতে চাই। গানটা হবে একান্তই আমার, শুধুই আমার।
আমি একটা ছুটি চাই, লম্বা ছুটি।
একদিন আমি প্রজাপতি হবো, আমার সকল দুঃখ্য আকাশে উড়াবো.. 🦋
~তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে কেউ থাকে না চিরদিন সাথে!'🖤
"তোর কারণে ভুললাম আমি গোত্র, জাতি, কুল, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল " ❤️
ভিতরে ভিতরে সবাই শেষ হয়ে যাচ্ছে!
কেউ গান গাওয়া ছেড়ে দিয়েছে, তো কেউ কবিতা লেখা। কেউ আবার ছবি তোলা ছেড়ে দিয়েছে, কেউ কেউ সুন্দর জামা পড়া ছেড়ে দিয়েছে। কেউ প্রেম করতে ভয় করে, কেউ আবার একাকীত্ব পছন্দ করে। কেউ আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে না। কেউ "ভালো আছি" এরকম প্রতিদিন নাটক করে থাকে।
কাল সব ভালো হবে, স্বপ্নরা কপালেই চুমু খাবে- এইটুকু আশাতেই বেঁচে থাকা রোজ।
সৃষ্টিকর্তা যেনো আমার আগে তোমাকে নিয়ে নেন 🥀
কারণ_ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না 🖤🌸
আহ!
মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই।
মায়ের থেকে আপন কেহ নেই।
ফেসবুক থেকে পাওয়া দুর্লভ এই ভিডিওটি।
যারা ভিডিওটি করেছে তাদের উচিত ছিলো
ভিডিও না করে বানরগুলোর পাশে দাড়ানো।
আহ!
শীঘ্রই তােমার রব তােমাকে এত দেবেন যে,
তুমি খুশি হয়ে যাবে।❤
তোমার অপদার্থ ছেলে একদিন তোমার মুখ উজ্জ্বল করবে দেখে নিও বাবা🙂💖💖