19/11/2025
আলহামদুলিল্লাহ! আনু মিয়ার খুঁজে না পাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ফিরে পেয়েছে, এটাই আজকের সবচেয়ে স্বস্তির খবর।
সকালে তিনি বোয়ালখালি থেকে আমাদের কাছে ছুটে আসেন হারিয়ে যাওয়া গাড়িটির সন্ধান চাইতে। আমরা তাৎক্ষণিকভাবে একটি ভিডিও প্রতিবেদন প্রচার করি এবং তাকে থানায় জিডি করতে সহায়তা করি। এরপর সারাদিন তিনি বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খুঁজেছেন তার জীবিকার এই একমাত্র মাধ্যমটি।
বিকেলে হঠাৎ আমাদের কাছে একটি ফোন আসে, গাড়িটি মিলেছে! পটিয়া কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি চৌধুরী বাড়ি এলাকার যুব সমাজ গতরাত সাড়ে ১১টার দিকে রিকশাটি তাদের এলাকায় দেখতে পেয়ে নিরাপদে রাখেন। কে বা কারা রেখে চলে গেছে তা এখনও জানা যায়নি, তবে গাড়িটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে আনু মিয়ার পরিবারে।
এলাকার সচেতন যুব সমাজ ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, তাদের সদিচ্ছা ও সহযোগিতাই আজ একজন মানুষের জীবিকাকে আবার পথে ফিরিয়ে দিল।
মানবিকতার এই দৃষ্টান্ত সত্যিই প্রশংসার যোগ্য।
ছবি: আবির চৌধুরী