07/04/2025
দেশে যখন ৫০+ বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের বিনিয়োগ করা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, তখনই উদ্দেশ্যমূলকভাবে লুট করা হল বাটা, কেএফসি, পিৎজা হাট, ডোমিনোজ পিৎজা ইত্যাদি ইহু-দি ব্র্যান্ডের শো-রুমগুলো।
এগুলোর লুটপাটে ক্ষতিগ্রস্ত হল বাংলাদেশের বিনিয়োগকারীরা। এখন এসব লুটপাট আর ভাঙ্গচুর দেখে বিদেশী বিনিয়োগকারীরা যদি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ না করে ফিরে যান, লাভবান হবে কারা? একটু ভাবুন।
বাটা দোকানে দেখলাম, পায়ের সাথে সাইজ মিলিয়ে দামী দামী ব্র্যান্ডের জুতা নিয়ে যাচ্ছে কিশোর-তরুণরা।
ইসলাম ধর্ম কি এই চুরি আর লুটপাট করতে শিখিয়েছে!!
আপনি ইস*রাইলী পণ্য বয়কট করবেন, করেন। সেটাই তো হওয়া উচিত। নিজে তো বয়কট করবেনই, সব পণ্য সবাইকে কিনতেও নিরুৎসাহিত করুন।
কিন্তু চুরি করে নিজে সেই জুতা পরে ঘুরে বেড়াবেন, এ কেমন ইসলাম ধর্ম!!