Md Noman Chy

Md Noman Chy আসসালামু আলাইকুম 🖤

খেলার সকল আপডেট পেতে পেইজটি ফলো করে রাখুন🖤

🚨 বিপিএল আসন্ন মৌসুমের জন্য এখন পর্যন্ত 7 টি দলের স্কোয়াড ⤵দলগুলোকে তাদের শক্তি অনুযায়ী রেট করুন ✍🏻
14/10/2024

🚨 বিপিএল আসন্ন মৌসুমের জন্য এখন পর্যন্ত 7 টি দলের স্কোয়াড ⤵

দলগুলোকে তাদের শক্তি অনুযায়ী রেট করুন ✍🏻

14/10/2024

অফুরন্ত ভালোবাসা ছিল নিমিষে ধোঁকা 🥺💔

06/10/2024

❝আমার তো কোনো অভিমান নেই তোমার উপর। তুমিও হয়তো সেই কথাটা শুনেছো, জগতে সব অপরাধের বিচার হলেও ভালোবাসার অপরাধের কোনো বিচার হয় না। তোমার উপর রাগ-অভিমান করে কী হবে বলো? আমি তোমাকে এত বেশি ভালোবেসেছি যে, তা নিয়ে নির্দ্বিধায় আমি ওপারে ভালো থাকতে পারব।❞

💔

পরবর্তী দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা দলে ফিরলেন লিও মেসি
02/10/2024

পরবর্তী দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা দলে ফিরলেন লিও মেসি

চল চল গাড়ি নিকাল মুঝে পাকিস্তান যানা চাহিয়ে🐸😁
02/10/2024

চল চল গাড়ি নিকাল মুঝে পাকিস্তান যানা চাহিয়ে🐸😁

টি-২০ এবং টেস্ট থেকে সাকিব আল হাসানের অবসরের ঘোষণা।💔সবকিছুর জন্য ধন্যবাদ লিজেন্ড 🖤
26/09/2024

টি-২০ এবং টেস্ট থেকে সাকিব আল হাসানের অবসরের ঘোষণা।💔

সবকিছুর জন্য ধন্যবাদ লিজেন্ড 🖤

24/09/2024

মানুষকে চেনা কিন্তুু সহজ নয়। মানুষ শত দূরে থেকেও পাশে থাকে,আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাংঙে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে,আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয় " ভালোবাসি "।

মানুষ থাকবো বলেও হারিয়ে যাই,চলে যাচ্ছি বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয় " ভালো থেকো "।

24/09/2024

নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি। 🙂💔

23/09/2024

ভিনদেশী তারায় আজ আমায় ভিন্ন মানুষ বানিয়ে দিল। 😅

22/09/2024

বার্তাটা পৌঁছে দিও কেউ ডাকপিয়ন হয়ে তার কাছে।

আমার জানতে ইচ্ছে করে আমার সপ্ন গুলো ভেঙে দিয়ে আমাকে ভুলে গিয়ে কীভাবে তুমি এত ভালোভাবে জীবন যাপন করতে পারতেছো?

ভালো তো দু'জনই ভাসছিলাম তবে কষ্ট কেন আমি একা পাচ্ছি ? আমি কেনো ভুলতে পারি না তোমায়?
তুমি ও তো আমাকে কত সুন্দর করে বলতা ভালোবাসি তবে তুমি আমায় ছাড়া কেমনে এতো ভালো আছো? আমার জানতে ইচ্ছে হয় খুব। ভালোবাসার মানুষটাকে ছাড়াতো মানুষ ভালো থাকতে পারেনা তাহলে কেমনে তুমি এতো ভালো আছো... কিছুক্ষণ আগে জানতে পারলাম তুমি খুব ভালো আছো।
তোমার জন্য কেনো আজ আমি সবার কাছে হাসির পাত্র? কীভাবে পারলে এতো মায়ায় জড়িয়ে কথা বন্ধ করে দিতে? আমি এখনো জানিনা তুমি আমায় ছেড়ে গেছো কি না, কারণ তুমি আমাকে এখনো পর্যন্ত কিছু বলোনি
তবে ছেড়ে যদি যাও বলে যেও কথা শেষ করে যেও।
NIR jon

22/09/2024

অস্থায়ী মানুষ, স্থায়ী স্মৃতি রেখে যায়! 🌸

স্বীকৃত ক্রিকেটে ৫০০ উইকেট স্পর্শ তাসকিনের।
20/09/2024

স্বীকৃত
ক্রিকেটে ৫০০ উইকেট স্পর্শ তাসকিনের।

আমাদের ইলিশ দিবেন না মেনে নিলাম তাই বলে তাই বলে এভাবে দিবেন?😁😁
19/09/2024

আমাদের ইলিশ দিবেন না মেনে নিলাম তাই বলে তাই বলে এভাবে দিবেন?😁😁

19/09/2024

TOSS: Bangladesh won the toss and elected to bowl first.

PLAYING XI: Shanto (c), Zakir, Shadman, Mushfiqur, Moninul, Shakib, Litton, Mehidy, Taskin, Hasan Mahmud, Nahid Rana.

18/09/2024

তুমি চেয়েছিলে
তোমার চোখে তাকাই— আমি তাকালাম,
তুমি চেয়েছিলে কাছে ডাকি— আমি ডাকলাম,
তুমি চেয়েছিলে পাশে বসি— আমি বসলাম।
তারপর আমি বললাম, থেকে যাবে তো?
তুমি বললে ছাড়বো না কখনো।
আমি বললাম, আমি কবিতা ভালবাসি।
তুমি বললে কবিতা হবো।
ডাক দিয়ে পাশে বসিয়ে—
আমি লিখতে বসলাম তোমার চোখে চেয়ে।

তারপর কেটে গেলো আড়াই বসন্তের কবিতার দিন। আবৃত্তি করবো ভেবে যখন সুরে তুললাম তুমি তখন মনের বাইরে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছো! অতঃপর কবিতার মৃত্যুতে নোটিশ টানিয়ে বললে, তোমার চোখ নেই, কান নেই, ডাক শুনো না আমার, মাটিতে বসতে পারো না?

আমি বুঝলাম অবশেষে—
তুমি কবিতা নও, অংক ছিলে। আমি ঠিক বুঝতে পারিনি, কবিতা ভেবে মুখস্থ করে নিয়েছিলাম।
কিন্তু অংক মুখস্থ করে লাভ নেই সূত্র বুঝতে হবে।
ছেড়ে যাওয়ার কথায় আমি আকুলতা উদযাপন করে দারস্থ যখন তোমার চোখে,
তুমি তখন হিসাব বিজ্ঞানের জটিল সমীকরণের মতোই তোমার মনের অনিশ্চিত হিসাব দেখিয়ে ডেবিট ক্রেডিটের দেয়াল তুলে দিলে।
আমাকে ছেড়ে যাওয়ার দেয়াল দেখিয়ে দিলে অজুহাত নামক যন্ত্রে যাতনার অংক।
আমি বললাম, ভালবাসি এখানে অজুহাত বেমানান। তুমি বললে, আমি দেনাদার তুমি পাওনাদার।
হিসাব বিজ্ঞানের চুড়ান্ত হিসাব ফলাফল যেখানে দুজনের জন্য দু'টো আলাদা ঘর, মাঝখানে দৃশ্যমান দেয়াল। বুঝো না?

আমি এবার সত্যি সত্যি বুঝলাম, আমি কবিতা ভালবাসতাম তুমি অংকে পাকা মানুষ।

©️সংগৃহীত
১৮-০৯-২০২৪

17/09/2024

তোমার, আমায় নিয়ে আরেকবার ভাবা উচিৎ!

তোমার আমায় নিয়া আরেকবার ভাবা উচিৎ,
যেভাবে আমায় নিয়ে ভেবেছে সমুদ্র-
ঐ চাঁদের টানে দূরে সরে গিয়েও আবার আমার কাছে ঠিকই ফিরে এসেছে, ঢেউয়ের ঝাপটায় আলিঙ্গন করেছে আমায়।

তুমি বৃষ্টির মতো হলেও চলবে।
একেবারে না পাওয়ার চেয়ে মাঝে মাঝে আসলে-
বৃষ্টি শুধু আমার শরীর ছুয়ে থেমে যায় না, আমার মনটাকেও ছুঁতে পরে।

না হয় তুমি মেঘ হয়ে যেও,
ক্লান্ত শান্ত শরীর নিয়ে, দূর থেকে তোমায় এক পলক দেখেও শান্তি খুঁজে নেবো। তারপর? তারপর, ঐ তো চলেই যাবে! যাবার আগে দু’মুঠো শান্তি তো চাইতেই পারি, না কি?

যাবার আগে তোমার আমায় নিয়ে আরেকবার ভাবা উচিত। সুর্যের মতো আর একবার হলেও আমায় আলিঙ্গন করে যেও -
শেষ আলিঙ্গনে প্রয়োজনে আমি পুড়তে রাজি, তবে অতৃপ্ত আফসোস নিয়ে কচুরিপানার মতো ভাসতে রাজি নই।

১৮ সেপ্টেম্বর ২০২৪
©️

বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচি 🖤
17/09/2024

বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচি 🖤

Address

Banskhali
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Noman Chy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share