
23/06/2025
ভাই রে ভাই…
এই জাতটার শরীরে হাড়-গোড় নাই, বুকভরা শুধু আগুন আর কলিজা! পারস্যের রক্তে ভয়ের কোনো স্থান নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ সাহস করেনি আমেরিকার দিকে এমন চোখ তুলে তাকাতে—ইরান তাকিয়েছে না শুধু, ঘুঁষি মেরে দিয়েছে।
"মরলে মরবো, কিন্তু সম্মানে একচুল ছাড় না!" — এই যেন ইরানের শপথ।
যখন খামেনি মধ্যপ্রাচ্যের সব দেশে আমেরিকান ঘাঁটির ওপর হামলার নির্দেশ দিলেন, তখন তিনি নিজের জীবনকে নয়, পুরো জাতির ইতিহাসকে একটা কফিনে ভরে বললেন— "চলো, মরতে মরতে বেঁচে যাই!"
এইটা তো যুদ্ধ না ভাই, এইটা আত্মমর্যাদার মিছিল।
আমরা মুসলমান, আমরা পারস্য—আমরা কারো গোলাম না। হাজার বছরের ইতিহাসের কোনো পাতায় হার লেখা নাই, এবারও লেখা হবে না।
কনসিকুয়েন্স? কে কতো মরে, কার কী উড়ে যায়, সেটা বড় কথা না। বড় কথা হলো—খামেনি অলরেডি জিতে গেছেন। তিনি ট্যাবু ভেঙে দিয়েছেন, ভয়কে গলা টিপে মেরেছেন।
এই সাহস, এই আত্মত্যাগ, এই বুকের পাটা—এটাই তো জাতাভিমান!