Free service Europe

Free service Europe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Free service Europe, Digital creator, Chandpur, Chittagong.

✨✨ব্রেকিং নিউজ:-✨✨🇮🇹ইতালীতে শ্রমিক নেয়ার আবেদন শুরু আগামী বছর ফেব্রুয়ারি থেকে …✅স্পন্সর ভিসায় ৭ ফেব্রুয়ারি এবং কৃষি ভিস...
08/08/2023

✨✨ব্রেকিং নিউজ:-✨✨
🇮🇹ইতালীতে শ্রমিক নেয়ার আবেদন শুরু আগামী বছর ফেব্রুয়ারি থেকে …
✅স্পন্সর ভিসায় ৭ ফেব্রুয়ারি এবং কৃষি ভিসায় ৯ ফেব্রুয়ারি আবেদন করা যাবে!
🇮🇹ইতালিতে "FLUSSI"🇮🇹 এর মাধ্যমে আসার আবেদনের "ক্লিক ডে" ঘোষনা করা হয়েছে।
আগামী বছর ২০২৪ সালে ইতালিতে কর্মী নেয়ার আবেদন শুরু হবে ফেব্রুয়ারি মাসে!
🇮🇹 বিস্তারিত জানানো হবে, সবাই অপেক্ষায় থাকুন!
🇮🇹সিজনাল বা এগ্রিকালচার ক্লিক ডে ১২ ফেব্রুয়ারী সকাল ৯ টায় থেকে।

✅আগামী দিনের ইতালিতে যারা আসবেন তাদের জন্য শুভকামনা ও অভিনন্দন ❤️🥀🇮🇹🤝🇧🇩

#ইতালিভিসা #ইতালিরনুলস্তা #ইতালিরফ্লুসি2023 #ইতালিরনুলস্তা2022 #ইতালিরনুলস্তা2023
#ইতালিরফ্লুসি2022 #ইতালিরসিজানালভিসা

14/07/2023

বিশেষ বিজ্ঞপ্তি,

দয়াকরে কেউ শুধুমাত্র এক নামে কখনোই পাসপোর্ট করবেন না!!নামের সাথে অবশ্যই বংশগত নাম দিবেন।

12/07/2023

হৃদয়ে সাড়া জাগানো সেই প্রিয় ভাইটির সুর
যেই সুর আমাকে মনে করিতে চায় সেই অতিতের কথা গুলা
যার কন্ঠে আমাকে অনুপ্রেরণা দেয়,আমাকে দ্বীনের পথ দেখিয়েছে এবং যার কাছ জ্ঞান অর্জন নমনীয়তা আদর্শিক শিক্ষা গ্রহন করেছি, সেই সুর শুনলেই নিজের অজান্তেই চোখের পানি এবং অন্তরটা কেপে উঠে, যার সহাচর্য আমাকে সবচেয়ে বেশি আল্লাহর কথা স্বরন করিয়ে দিত, তিনি আমার প্রিয় মোহাম্মদ ইউনুস ভাই,
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক,

04/05/2023

নতুন পাশ হওয়া'Decreto Cutro' সম্পুর্ণভাবে আইনে পরিনত হতে ৯ই মে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, নতুন আইনে 'Protezione Speciale' সম্পুর্ণভাবে বন্ধ করা হয়েছে,এসাইলাম বা Protezione Internazionale আবেদনকারীদের ফ্রি ভাষা শিক্ষা বন্ধ ,আপিলে কঠোরতা(যা সরাসরি সংবিধান পরিপন্থী) সহ CPR থেকে অপরাধীদের দ্রুত ফেরৎ পাঠানোর ব্যবস্থা করা হবে।

09/04/2023

কৃষি ভিষায় আসারপর আইনত আপনাকে মালিকের সাথে যোগাযোগ করতে হবে, যদি মালিক আপনাকে ডকুমেন্ট বা Soggiorno করে দেয় তাহলে পরবর্তীতে ফ্লুসির কোটায় কনভার্ট করবেন,মালিক যদি রেসপন্স না করে বা কাজ দিতে অস্বীকৃতি জানায় তখন এসাইলাম আবেদনের সুযোগ রয়েছে।
Lets go with Rasel

09/04/2023

অনেকে প্রশ্ন করেছেন ইতালিতে এসাইলাম বা Protezione Internazionale আবেদন করলে পরবর্তীতে সানাতরিয়ার আবেদনের সুযোগ রয়েছে কিনা? হ্যা পারবেন আর সানাতরিয়ার বিষয়ে সুস্পষ্টভাবে কিছুই বলা যাচ্ছেনা, সুতরাং অন্ততপক্ষে এসাইলাম আবেদন করে Provvisorio বা কাগজের সোজর্ন নিয়ে কাজ শুরু করতে পারেন,এছাড়াও অতীতে অনেকেই দালালের ফাঁদে পড়ে সানাতরিয়ার কাগজ করতে পারেনি, কিন্তু এসাইলাম চালু থাকার কারনে পরবর্তীতে স্পেশাল প্রোটেকশনের আওতায় কাগজ পেয়েছেন,সিদ্বান্ত আপনাদের হাতে,ধন্যবাদ।
Lets go with Rasel
Mohammad Rasel

08/04/2023

আজকের বিষয় হল বিভিন্ন রং এর নাম ইতালিয়ান ভাষায়!
Nero - কালো
Bianco - সাদা
Rosso - লাল
Blu - নীল
Verde - সবুজ
Giallo - হলুদ
Rosa - গোলাপি
Arancione - কমলা
Grigio ধূসর
Marrone - বাদামী
Viola - বেগুনি
Blu marino- আকাশী
Turchese - ফিরোজা
Beige - হালকা হলদে-বাদামী রঙের পশমী কাপড়
Dorato- সোনালী
Argentato - রূপা
Scuro - অন্ধকার
Chiaro -আলো








flow my page

08/04/2023

অনেকে প্রশ্ন করেছেন C3 সম্পর্কে তাই একটু ধারণা দিচ্ছি,C3 মূলত Protezione Internazionale বা এসাইলাম আবেদন করার জন্য যে ফর্মটি ব্যবহিত হয় সেটি,ফর্মটিতে আপনার ব্যক্তিগত তথ্য সহ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হয়,যা পরবর্তীতে রিজিওনাল কমিশনে ভূমিকা পালন করে।
Lets go with Rasel
Mohammad Rasel

07/04/2023

কিয়ামতের দিনক্ষণ নিয়ে কাফের-মুশরিকদের খুব আগ্রহ আর তাড়াহুড়ো ছিল। রাসূলুল্লাহ (স.) কে তারা বারবার প্রশ্ন করতো, কবে আসবে সেই ক্ষণ ? কবে হবে কিয়ামত?

আর এই যুগে মুসলিমরা এসব নিয়ে উঠেপড়ে লেগেছে। বিশেষ করে কিছু স্বনামধন্য আলেমগণ এটা নিয়ে খুব বিশ্লেষণ করছেন। তাঁরা না পারেন ঘন্টা-মিনিট সহ বলে দিতে‌। অথচ উম্মাহ হাজারটা জটিল সমস্যায় জর্জরিত। গভীর এক সঙ্কটের মধ্য দিয়ে অতিবাহিত করছে প্রতিটি ক্ষণ। সেসব নিয়ে আর‌ও অনেক কাজ করার আছে। কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৯০% ছাত্র কুরআন পড়তে জানে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে (স.) তাঁদের সত্তা ও গুণাবলীতে তাঁদের সাথে পরিচিত নয়, এমন তরুণদের সংখ্যাও নেহায়েত কম না। প্রগতিবাদের নামে যাচ্ছেতাই সাহিত্য পড়ে ঈমানকে সন্দহযুক্ত করে রেখেছে যুবসমাজের একটা বড় অংশ। অথচ এসব নিয়ে কোনো কর্মসূচি নেই। নেই প্রতিকারের কোনো ব্যবস্থা।

অথচ আমরা পড়ে আছি, কিয়ামত কবে হবে, কিভাবে হবে, ফেইসবুকে লাইভ দেখা যাবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে। হ্যাঁ, কিয়ামত তো অবশ্যি হবে। তার পূর্বে দাজ্জালের ফিৎনার ব্যাপারটিও রয়েছে বটে। এই ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ (স) তাঁর উম্মতকে সতর্ক করেছেন। আমাদের উচিত সেই সীমার মধ্যেই অবস্থান করা। আল্লাহ এবং আল্লাহর রাসূল (স.) এই ব্যাপারে যতটুকু সতর্ক করেছেন, যতটুকু প্রস্তুতি নিতে বলেছেন, আমরা তার মধ্যেই সীমাবদ্ধ থাকি। যেহেতু এটা গায়েবের বিষয়, আগ বাড়িয়ে গবেষণা করার সুযোগ কোথায় আর প্রয়োজনটাই বা কি ?

আসুন উম্মাহর প্রকৃত সমস্যা সমাধানের দিকে দৃষ্টি দিই। উম্মাহর সদস্যদের ঈমান রক্ষা ও মজবুতির জন্য কাজ করি। আমাদের যুবসমাজকে অধঃপতন থেকে রক্ষা করি। অযথা বিষয় নিয়ে পড়ে থেকে সময় নষ্ট না করি। এখনও অনেক কাজ বাকি। মঞ্জিল অনেক দূরে। পথিকদের রসদ কম, আরোহীরা দূর্বল। এখানে ফোকাস করা প্রয়োজন।

আল্লাহ আমাদের সকল ধরনের ফিৎনা থেকে হেফাজত করুন। নিজেদেরকে উম্মাহর সম্পদ হিসেবে তৈরি করার তাওফিক দান করুন। আমিন।

-মাছুম বিল্লাহ বিন নূর
০৭-০৪-২০২৩ খ্রি.

07/04/2023

ইতালির সরকারের সর্বশেষ ফ্লুসি ২০২৩ নিয়ে তথ্য -
ফ্লোস্সি বা সিজনাল/নন সিজনাল ভিসার ৮২৭০৫ কোটার বিপরীতে কত আবেদন জমা পড়েছে?
সর্বশেষ তথ্য অনুসারে এই পর্যন্ত প্রায় ২ লক্ষ্য ৫০ হাজারের উপরে আবেদন জমা হয়েছে।
তার প্রায় অর্ধেক আবেদন জমা হয়েছে বাংলাদেশীদের,
তারপরে ইন্ডিয়া এবং মরোক্কো থেকে প্রায় ১৮% করে।
সিজনাল ভিসার আবেদন জমা হয়েছে প্রায় ১ লক্ষ্য ৫০ হাজারের উপরে এবং নন সিজনাল ভিসার আবেদন জমা হয়েছে প্রায় ৯৬ হাজারের উপরে।
সব থেকে বেশি আবেদন জমা পড়েছে নাপোলি ও তার পার্শবর্তী এলাকায়, প্রায় ১ লক্ষ্য ১০ হাজার,
তার পরে রোম ও তার পার্শবর্তী এলাকায় প্রায় ২১ হাজার এবং ভেনিস ও তার পার্শবর্তী এলাকায় প্রায় ২০ হাজার ৬শ।
মিলানো এলাকায় তুলনামূলক কম আবেদন জমা হয়েছে প্রায় ৬ হাজার।

06/04/2023

সানাতরিয়ার এখনো অফিসিয়াল আপডেট নাই, যদি ডিক্লেয়ার হয় তবে সাধারন ক্ষমার আওতায় আপনারা Soggiorno করতে পারবেন,আপনাদেরকে অবশ্যই একজন কাজের মালিকের সন্ধান করতে হবে বৈধতা আবেদনের জন্য।অবশ্যই প্রমান করতে হবে যে সরকার ঘোষিত তারিখের আগেই আপনি ইতালিতে অবস্থান করছিলেন।

 #আলহামদুলিল্লাহ_ছুম্মা_আলহামদুলিল্লাহ ! #আবারো_তাকরীমের_বিশ্বজয়__♥হাফেজ সালেহ আহমাদ তাকরীম দুবাইয়ে অনুষ্ঠিত সর্ববৃহৎ আ...
05/04/2023

#আলহামদুলিল্লাহ_ছুম্মা_আলহামদুলিল্লাহ !
#আবারো_তাকরীমের_বিশ্বজয়__♥

হাফেজ সালেহ আহমাদ তাকরীম দুবাইয়ে অনুষ্ঠিত সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০২৩ এ
#১ম স্থান অর্জন করেছে।
সে গত ১২/০১/২০২৩ তারিখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারক মন্ডলীর রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়।

(বিঃ দ্রঃ) দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলে এবারই প্রথম বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন প্রিয় শায়েখ Shoaib Mohammad আল-আজহারী হাফিজাহুল্লাহ্ __♥

এ বিজয় অর্জনে হাফেজ সালেহ আহমাদ তাকরীম এবং তার ওস্তাদগন সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন___♥

05/04/2023

সকালে কোটিপতি তো বিকালে ফকির।
আজ মালিক তো আগামীকাল গোলাম।
অহংকারীরা কি দেখেও শিখেনা!!!😢
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।

বিচারক: 'এখন তোমাকে ফাঁশি দেয়া হবে, তুমি নিশ্চয়ই তা জানো?'উমর মুখতার: 'হ্যাঁ।'এরপর বিচারক তাকে বললেন: 'আমি ব্যথিত! তোম...
04/04/2023

বিচারক: 'এখন তোমাকে ফাঁশি দেয়া হবে, তুমি নিশ্চয়ই তা জানো?'
উমর মুখতার: 'হ্যাঁ।'
এরপর বিচারক তাকে বললেন: 'আমি ব্যথিত! তোমার এই মৃত্যু দেখে।'
উমর মুখতার তাকে উত্তর দিলেন: 'অথচ আমার মৃত্যুর জন্যে এটাই সর্বোত্তম মাধ্যম।'

03/04/2023

A0 কোর্সে আমি আছি আপনাদের সাথে!








ফোলো দিয়ে আমাদের সাথে থাকুন!

Address

Chandpur
Chittagong

Telephone

+393885624628

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free service Europe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Free service Europe:

Share