15/06/2023
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ে কত বড় ভুল করছেন.?
জবাব নাম্বার ১ :
আমাদের দেশে সেরা চাকরি ধরা হয় বিসিএস ক্যাডারকে। যেখানে একজন বিসিএস ক্যাডার অথবা ভার্সিটির শিক্ষক চাকরির শুরুতে জয়েন করে ৯ম গ্রেডে ( ২২ হাজার টাকা বেসিকে) যেখানে একজন ডিপ্লোমা প্রকৌশলী শুরুতেই জয়েন করে ১০ম গ্রেডে।
বিসিএস ক্যাডারদের পরের গ্রেডেই ডিপ্লোমা প্রকৌশলীদের জয়েনিং।
আমি বাজি ধরে বলতে পারব, কেবল এবং কেবল ডিপ্লোমা করেই আপনি মাত্র ২০-২২ বছর বয়সেই ১০ম গ্রেডে চাকরি করতে পারবেন। যেটা জেনারেলে স্বপ্নের মধ্যেও সম্ভব না।
এটা ত গেল জয়েনিং এর বিষয়,
৫-৬ বছর চাকরি করার পরই ( মাত্র ২৭-২৮ বছর বয়সে ) একজন ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন প্রথম শ্রেনীর স্কেলে চলে আসে ( ২২ হাজার টাকা বেসিকে) ।
প্রমোশনেও কোনো সীবাবদ্ধতা নেই।
উপ বিভাগীয় প্রকৌশলী ত বটেই যদি বয়স থাকে এই বক্করচক্কর লেখাপড়া দিয়েই একজন ডিপ্লোমা প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী পর্যন্তও প্রমোশন পেতে পারে।
জবার নাম্বার ২:
একটা ইঞ্জিনিয়ারিং মন্ত্রণালয় অথবা প্রতিষ্ঠানে যেখানে ১০ জন বিএসসি ইঞ্জিনিয়ার লাগে সেখানে ১০০ এর উপরে ডিপ্লোমা প্রকৌশলী লাগে।
তাই নিয়োগের সময় বিএসসি ইঞ্জিনিয়ারদের চেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ হয় প্রায় ১০-১৫ গুন বেশি।
জবার নাম্বার ৩:
একদল মানুষ যেখানে ডিপ্লোমাদের ৭-৮ হাজার টাকা বেতনের চাকরি করবে বলে অবহেলা করছে সেখানে তারা জানেই না যে, ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির শুরুতেই ৭০ হাজার টাকা মাসিক বেতনেরও চাকরি আছে।
জ্বি হ্যা, ডিপ্লোমা প্রকৌশলীদের বেশিরভাগ চাকরি ই PGCB, EGCB, DESCO, NESCO, RPCL, GTCL এর মত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে।
আর এগুলোতে চাকরির শুরুতে একজন ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন পড়ে প্রায় ৭০ হাজারের কাছাকাছি।
কেবল ২২-২৩ বছরের একটা ছেলে তার বয়সের চেয়েও তিনগুন বেশি বেতনের চাকরি করছে, এটা ভাবা যায়? , তাও আবার এই বক্করচক্কর লেখাপড়া দিয়ে..?
জবাব নাম্বার ৪:
অনেকেই দেখে ডিপ্লোমা প্রকৌশলীরা ২২-২৩ বছর বয়সে ১০-১২ হাজার টাকা মাসিক বেতনের চাকরিতে ডুকছে , তাই তারা ধরেই নেই যে ডিপ্লোমাদের বেতন ১০-১২ হাজার টাকা ই থাকে। অথচ তারা জানেই না যে ৪-৫ বছর চাকরি করার পর এই ডিপ্লোমা প্রকৌশলীর বেতনই প্রায় ৩০-৩৫ আপ চলে যায় ( মিনিমামটা বললাম) । যখন তার বয়স থাকে মাত্র ২৬-২৭ বছর। তারপর সময়ের সাথে সাথে অভিজ্ঞতা আর উচ্চতর ডিগ্রি অর্জনের মাধ্যমে ( চাকরি করার পাশাপাশি)