22/09/2022
#নেতাদের_উদ্দেশ্য_কিছু_কথাঃ
১৫-১০-২২ পর্যন্ত শ্রম মন্ত্রণালয় সময় নিয়েছেন, তাহলে ২১-০৯-২২ তারিখ পর্যন্ত সময়টা কে নিয়েছিলো???
চার্টার অফ ডিমান্ড এর আজকে ১ বছর ৩মাস ২২দিন পার হওয়ার পরও কি নতুন করে ধাপে ধাপে সময় দেওয়া কতটা যুক্তি সংগত????
আজ ১বছর ৩মাস পার হওয়ার পরও কি নৌ শ্রমিকেরা তাদের নতুন গেজেট এর যোগ্য নয়???আইনি প্রক্রিয়ায়ও তারা অন্যায় ভাবে চলছে তবুও কেন আপনারা তাদের সময় দিয়ে যাচ্ছেন????
পাচ বছর পর পর নতুন গেজেট প্রকাশ হবে এটা সরকারি রুল হওয়ার পরও ১বছর ৩মাস অতিক্রম হওয়ার পরও মালিক পক্ষ এখন পর্যন্ত কোন মিটিংএ পর্যন্ত এটেন্ড করিনি তবুও কেন আপনারা চুপ হয়ে আছেন???
আমাদের ন্যায্য অধিকার দেওয়ার কোন সারা শব্দ নেই, অন্যায়, সরকারি রুলস ব্রেক করে পুরাতন স্কেল অনুযায়ী বেতন দিবে এতে কোন বাধা বিপত্তি রুল রেগুলেশন নেই কিন্তু পেটের দায়ে কর্মবিরতির ডাক দিলে তখন আপনাদের হাজারও রুলস আসে???
প্রতিটা সভা- সমাবেশে নেতারা বক্তব্যে একটা কথা জ্বালাময়ী কন্ঠে বলেন যে,কর্মবিরতি আন্দোলন ছাড়া নৌযানের কোন অধিকার ইতিহাসে আগে কখনো প্রতিষ্ঠা হয়নি, এটা জানার পরও আপনারা কেন এখনো চুপ????
১বছর ৪মাস সব কিছু নিরব ছিলো,এবার শ্রম মন্ত্রণালয়কে ২দফায় সময় দিচ্ছেন,এরপর পালা ক্রমে দিবেন মালিক পক্ষেকে।এভাবে সময় দিয়েই জাবেন আর সাধারণ শ্রমিকরা চোখ মেলে চেয়ে দেখবে।
২০২০ সালের খোরাকি আন্দোলনে কি সাফল্য ছিলো???তখনও সরকার পক্ষ বলেছিলো শ্রমিকদের দাবিটা যৌক্তিক, কিন্তু পেরেছিলেন কি যোগ্য প্রাপ্য এনে দিতে????বসুন্ধরা, শাহ,সিটি,আবুল খায়ের গ্রুপ যেখানে ২০০০ টাকা করে খাদ্য ভাতা দিতে মত প্রকাশ করে সেখানে আপনারা মালিক সরকার পক্ষ্য মিলে সমোঝোতা করে ১০০০/১২০০/১৫০০ করে এনে দেন।
শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সময় হাজারো কন্ডিশন আপনাদের সামনে থাকে কিন্তু মালিক পক্ষ যখন সরকারি প্রজ্ঞাপন ভঙ্গ করে তখন কোথায় যায় এতো কন্ডিশন???
শ্রম মন্ত্রণালয় থেকে সময় নিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত মালিক পক্ষ থেকে কি আপনাদের সাথে সমোঝোতায় আসার কোন খবর পেয়েছেন???
২০২০ সালেও কিন্তু তৎকালীন শ্রমমন্ত্রী বেগম মনুজ্জান সুফিয়ান কয়েক দফায় মালিক পক্ষকে ডাকার পরও দফায় দফায় তারা সময় পরিবর্তন করেছেন,এবারও সেই একই অবস্থা।
১বছর ৪মাস পার হয়েছে,এর পরও যদি আপনারা কর্মবিরতির ডাক দেন তবুও কি এটা অন্যায় আন্দোলন হতো???
এভাবে চলতে থাকলে কিন্তু সাধারণ শ্রমিকেরা আপনাদের উপর থেকে আস্থা হারাবে,বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর প্যানেলের মত অবস্থা আপনাদের প্যানেলেও দেখা যাচ্ছে বলে দাবি করবে।
কথায় আছে যার ফাটে সে বোঝে,তাই মুখে যতই বলেন শ্রমিকের কস্ট বোঝেন আপনারা কিন্তু কখনোই বুঝবেন না।কারন ৯৬৫০ টাকা বেতনে চাকরি করা লোকটা বোঝে কি ভাবে তার সংসার সারাটা মাস চলে।
কলমেঃ Mariner Sadnan Lemon