
08/08/2025
যারা চলে গেছে, তাঁরা আর ফিরে আসে না।
চলে যাওয়া মানেই শূন্যতা রেখে যাওয়া—
একটা সময়, একটা মুখ, একটা ভালোবাসা
চিরতরে হারিয়ে যাওয়া।
তাঁদের জন্য বুক ভরে কান্না জমে,
কিন্তু সময়ের স্রোতে দাঁড়িয়ে কাঁদলেই তো জীবন থেমে যায় না।
আজ যারা বেঁচে আছে, পাশে আছে, হাত বাড়িয়ে আছে—
তাঁদের দিকেই তাকাতে হবে।
তাঁদের ভালোবাসতে হবে, আগলে রাখতে হবে,
তাঁদের জন্যই গড়ে তুলতে হবে একটি শান্তিপূর্ণ, মানবিক আগামী।
আর যারা নিজের রক্ত, আত্মীয়তা,
জাত-ধর্ম, ইতিহাস-শেকড় সব ছেড়ে দূরে সরে গেছে—
তাঁদের ফেরানো আর সম্ভব নয়।
তাঁরা একরকম ইতিহাসে হারিয়ে গেছে।
তবে তাঁদের এই হারিয়ে যাওয়া হোক
আমাদের জন্য এক সতর্ক বার্তা—
যাতে আর কাউকে হারাতে না হয়,
যাতে আর কোনো হৃদয় রক্তাক্ত না হয়,
যাতে আগামী প্রজন্ম বেঁচে থাকে আলোর পথে।