Rinku chakma jiko

Rinku chakma jiko "Hello, I'm Jiko. This is my personal page where I share daily news and various events from my daily life. Your support is very important to me. Thank you."

So, please follow my page and encourage me by liking, commenting, and sharing my posts.

29/09/2025

শহীদ থোয়াইংচিং মারমা!
সেনাবাহিনীর গুলিতে ঝরে গেল এক সংগ্রামী প্রাণ, রক্তে ভাসলো পাহাড়।
আর ঠিক আগের দিনই জন্ম নিলো তার সন্তান, বাবাহীন হয়ে।

এটাই কি রাষ্ট্রীয় ন্যায়বিচার?
যে গুলি শিশুর জন্মের আগেই ছিনিয়ে নেয় তার পিতা,
সেই গুলির প্রতিটি ফাঁকা খোলসে লেখা থাকবে রক্তঋণের হিসাব।

প্রায় ৮ ঘণ্টা পূর্বে প্রাপ্ত সংবাদ অনুযায়ী!চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় জীবিকার তাগিদে কর্মরত আদোশে মারমা (গ্রামঃ মানিকছ...
26/09/2025

প্রায় ৮ ঘণ্টা পূর্বে প্রাপ্ত সংবাদ অনুযায়ী!
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় জীবিকার তাগিদে কর্মরত আদোশে মারমা (গ্রামঃ মানিকছড়ি উপজেলা, ১নং সদর ইউনিয়ন, ১নং ওয়ার্ড, দক্ষিণ ফকিরনালা) নির্মমভাবে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন।

এ যেন এক বিভীষিকাময় বাস্তবতা,
যে দেশে প্রতিদিন খুন, ধর্ষণ আর হত্যার মতো জঘন্য অপরাধ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়, সে দেশকে কি আদৌ সভ্য বলা যায়? হৃদয় ভেঙে যায় ভেবে যে, আমাদের সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠী ক্রমাগতভাবে এভাবে টার্গেট হয়ে প্রাণ হারাচ্ছে। আজ একজন, কাল আরেকজন!এভাবে একে একে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ছে।

একটা প্রশ্ন থেকেই যায়,
কবে এই দেশ মানবিক হবে? কবে এই জাতি সত্যিকার অর্থে সভ্যতার পথে হাঁটবে? নাকি আমরা শুধু শোক আর অশ্রুতেই ডুবে থাকতে থাকব?

Elung tw hai প্রথমে স্পেনে গিয়ে সে পরে কয়েল দা! আচ্ছা এই গান ও দ ১/২ বছর আগে আওজ ব্যান্ড এর আগে রিলিজ ওয়ে! ভোকাল স্পেন চ...
20/09/2025

Elung tw hai
প্রথমে স্পেনে গিয়ে সে পরে কয়েল দা!
আচ্ছা এই গান ও দ ১/২ বছর আগে আওজ ব্যান্ড এর আগে রিলিজ ওয়ে! ভোকাল স্পেন চাকমা!
এই গান্নু ইদানিং ভাইরাল, তে মুই ইচ্ছি শুনি সাঙ্গে হন সেইম লিরিক্স! বানা সুর ডিফারেন্ট!
আর আওজ ইউটিউব চ্যানেলও সার্চ গরি সাঙে গানও নেই মনে হয় ডিলিট দুন নতুবা হাইড গুরি রাগেয়ুন! তবে মর প্রথম রিলিজ সিবি বেজ গম লাক্কে যদিও গানও প্রফেশনাল গুরি রেকর্ড নগরন!

11/09/2025

হেলমেট ছাড়া, নেশার ঘোরে কিংবা বেপরোয়া স্পিডে গাড়ি/বাইক চালানো মানেই নিজেকে নয়, পুরো পরিবারকে মৃত্যুর দোরগোড়ায় ঠেলে দেওয়া।
এক্সিডেন্ট শুধু একজনের মৃত্যু নয়, পিছনে ফেলে যাওয়া অগণিত অশ্রু, শোক আর সারাজীবনের অসহনীয় যন্ত্রণা।

সড়কে দায়িত্বহীনতা নয়, সচেতনতা জীবন বাঁচায়।

একটি প্রতিষ্ঠান কখনো একমুখী চিন্তা ও গোষ্ঠীগত সংকীর্ণতায় টিকে থাকতে পারে না। প্রকৃত সমৃদ্ধি অর্জিত হয় তখনই, যখন সেখানে ভ...
10/09/2025

একটি প্রতিষ্ঠান কখনো একমুখী চিন্তা ও গোষ্ঠীগত সংকীর্ণতায় টিকে থাকতে পারে না। প্রকৃত সমৃদ্ধি অর্জিত হয় তখনই, যখন সেখানে ভিন্ন ভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও কর্মপ্রচেষ্টার সমন্বয় ঘটে। অথচ বাস্তবতা হলো—যেখানে বহুমতের জায়গা সংকুচিত, সেখানে কেবল একগুঁয়ে কর্তৃত্ব ও অন্ধ আনুগত্যই স্থান পায়। তার পোস্টই স্পষ্ট করে দিয়েছে, এই মানসিক দেউলিয়াত্ব কতটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

যদি ছাত্রদল কিংবা ছাত্রলীগের মতো সংগঠনগুলোতে সত্যিকার অর্থে মতবিনিময়, সমালোচনা সহ্য করার মানসিকতা এবং ভিন্নমতকে মূল্যায়নের সংস্কৃতি গড়ে উঠত, তবে আজ এদের এই দুর্দশা ও বিপর্যয়ের চিত্র দেখতে হতো না। সংকীর্ণতা সবসময় ধ্বংস ডেকে আনে—আর বহুমতের প্রতি শ্রদ্ধাই হলো টিকে থাকার একমাত্র পথ।

সম্প্রতি রাঙামাটি ও কক্সবাজারে ঘটে যাওয়া নির্মম ঘটনাগুলো আমাদের আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—যেখানে বন্ধুত্বের নামে ড...
02/09/2025

সম্প্রতি রাঙামাটি ও কক্সবাজারে ঘটে যাওয়া নির্মম ঘটনাগুলো আমাদের আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—যেখানে বন্ধুত্বের নামে ডেকে অপহরণ, ছিনতাই, এমনকি প্রাণহানি পর্যন্ত ঘটানো হয়েছে! সুজন চাকমার মতো এক নিরীহ প্রাণকে ইন্টারভিউয়ের নামে প্রতারণা করে হত্যা—এ এক ঘৃণ্যতম অপরাধ।

যারা বন্ধু সেজে শত্রুর মতো আঘাত হানে, যারা আস্থাকে ভেঙে ধ্বংস ডেকে আনে, তাদের জন্য সমাজে কোনো জায়গা নেই। প্রতারক, ধোকাবাজ ও বিশ্বাসঘাতক যে-জাতি বা গোষ্ঠীর মধ্যেই থাকুক না কেন, তাদের কার্যকলাপই প্রমাণ করে তারা মানবতার কলঙ্ক।

আমরা এই ভয়ঙ্কর ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
বন্ধুর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শত্রুরা মানবতার সবচেয়ে বড় হুমকি।
ছবিটি প্রমাণ দিচ্ছে—বন্ধু রূপী শত্রুর আসল চেহারা।

চিগোন মিলি অলদে ওজন বেজ এগান হয়দি আয়😄
28/08/2025

চিগোন মিলি অলদে ওজন বেজ এগান হয়দি আয়😄

টিনা বমসহ নিরীহ-নির্দোষ বম নারী শিশু ও বয়স্কদের মুক্তি দিন।শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের অধিকার দিন, অপরাধী প্রমাণিত হলে ...
27/08/2025

টিনা বমসহ নিরীহ-নির্দোষ বম নারী শিশু ও বয়স্কদের মুক্তি দিন।

শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের অধিকার দিন, অপরাধী প্রমাণিত হলে পরে শাস্তি দিন।

কারান্তরীণের ৫০৬ দিন।


গতকাল ৫০০ দিন পূর্ণ হলো বম নারীদের উপর অব্যাহত নির্যাতনের। বান্দরবানের রুমা ও থানছি অঞ্চলে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (ক...
24/08/2025

গতকাল ৫০০ দিন পূর্ণ হলো বম নারীদের উপর অব্যাহত নির্যাতনের। বান্দরবানের রুমা ও থানছি অঞ্চলে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মতো ভিত্তিহীন মামলার নামে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে অসংখ্য বম নারী ও শিশু কারাবন্দি রয়েছেন। রাষ্ট্রের এই অমানবিক কর্মকাণ্ড শুধু মানবাধিকারের চরম লঙ্ঘনই নয়, বরং নিরপরাধ মানুষকে অন্যায়ের শৃঙ্খলে বেঁধে রাখার এক বিভৎস দৃষ্টান্ত। ইতিমধ্যে কারাগারে বম সম্প্রদায়ের তিনজন নিরীহ মানুষের মৃত্যু ঘটেছে, যা আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।

নারী, শিশু এবং এমনকি গর্ভবতী মহিলাদের বিনা বিচারে আটক রেখে যে অমানবিকতা চালানো হচ্ছে, তা শুধু আইনের শাসনের পরিপন্থী নয়, মানবসভ্যতারও ঘৃণ্যতম উদাহরণ। এই ধরনের রাজনৈতিক নিপীড়ন একদিকে যেমন জাতিগত বৈষম্যকে তীব্র করে তুলছে, অন্যদিকে রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের আস্থা ধ্বংস করছে। আমরা দৃঢ়ভাবে দাবি জানাই—অবিলম্বে সব বম নারী ও শিশুকে মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা এই অবিচার ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

আদিবাসী বম জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করে তাদের ন্যায়বিচার ও মর্যাদার অধিকার নিশ্চিত করা আজ সময়ের সবচেয়ে জরুরি দাবি। ✊💔

প্রতিবাদে ছবিতে আমার প্রিয় দিদি Marma girl Mithila 🥰❤️

Valentina Tripura
Voices of Valentina

#আদিবাসী

Address

Khagrachhari
Chittagong

Telephone

+8801556812392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rinku chakma jiko posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rinku chakma jiko:

Share