26/09/2025
প্রায় ৮ ঘণ্টা পূর্বে প্রাপ্ত সংবাদ অনুযায়ী!
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় জীবিকার তাগিদে কর্মরত আদোশে মারমা (গ্রামঃ মানিকছড়ি উপজেলা, ১নং সদর ইউনিয়ন, ১নং ওয়ার্ড, দক্ষিণ ফকিরনালা) নির্মমভাবে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন।
এ যেন এক বিভীষিকাময় বাস্তবতা,
যে দেশে প্রতিদিন খুন, ধর্ষণ আর হত্যার মতো জঘন্য অপরাধ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়, সে দেশকে কি আদৌ সভ্য বলা যায়? হৃদয় ভেঙে যায় ভেবে যে, আমাদের সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠী ক্রমাগতভাবে এভাবে টার্গেট হয়ে প্রাণ হারাচ্ছে। আজ একজন, কাল আরেকজন!এভাবে একে একে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ছে।
একটা প্রশ্ন থেকেই যায়,
কবে এই দেশ মানবিক হবে? কবে এই জাতি সত্যিকার অর্থে সভ্যতার পথে হাঁটবে? নাকি আমরা শুধু শোক আর অশ্রুতেই ডুবে থাকতে থাকব?