Rinku chakma jiko

Rinku chakma jiko "Hello, I'm Jiko. This is my personal page where I share daily news and various events from my daily life. Your support is very important to me. Thank you."

So, please follow my page and encourage me by liking, commenting, and sharing my posts.

07/07/2025

কদম গান টা বেস্ট লাগে( ব্লু জিন্স)
প্র্যাকটিস টাইম, একেক সময় একেক গান পছন্দ হয়! শুনার পর একটু গাইতে পারলে কতই না ভাল লাগে!

ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন! 🙏

05/07/2025

সতর্কতা বার্তা‼️

“টাকা নয়, জীবন বড়। বেঁচে থাকলে একটা নয়, ডজন ডজন ফোন কিনতে পারবেন।”

আজ সকালে আমার এক বন্ধু নাইট ডিউটি শেষে বাসায় ফেরার সময় ২নং মাইলেমাথা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছে। ঘটনাস্থল কমিশনার গল্ডির পাশের ফ্যাক্টরির সামনে, যেখানে একটি মসজিদ এবং বনফুল রেস্টুরেন্টও রয়েছে। কয়েকজন ছিনতাইকারী তার পথ আটকায় এবং মোবাইল না দিলে চাকু মারার হুমকি দেয়। জীবন বাঁচাতে বাধ্য হয়ে সে মোবাইলটি দিয়ে দেয়।

সকলকে অনুরোধ করছি, উক্ত এলাকা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। সম্ভব হলে একা না চলাচল করার চেষ্টা করুন এবং অজানা লোকের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। বিপদে পড়লে দ্রুত নিকটস্থ থানায় বা ৯৯৯-এ যোগাযোগ করুন।

সবার নিরাপত্তা সবার আগে। সাবধানে চলুন, নিরাপদে থাকুন।

আজ বিশ্ব সঙ্গীত দিবস। ছোট থেকে বড়, বিগেইনার থেকে প্রোফেশনাল, সঙ্গীত শিল্পী থেকে সঙ্গীতপ্রেমী কিংবা শ্রোতা, পৃথিবীর সকল প...
21/06/2025

আজ বিশ্ব সঙ্গীত দিবস। ছোট থেকে বড়, বিগেইনার থেকে প্রোফেশনাল, সঙ্গীত শিল্পী থেকে সঙ্গীতপ্রেমী কিংবা শ্রোতা, পৃথিবীর সকল প্রান্তে সবাইকে জানাই বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা। সঙ্গীত হোক শান্তির ভাষা। 🎶❤️

20/06/2025

তুই দুঃখ,ত থেলে মরে হোচ, মুই তরে মন দুঃখ ভাঙি দিম!
হোনদিন হাদিক্কি গুরি দূরত জুনি আজি যাচ, হদাগান মনত রাগেচ!
সেক্কে হারও রে হায় ন ফেলেও মরে পেবে, আজা রাগেচ!
আন্ধার,ত ধরেলে মরে হানেহানে হোচ, মুই ত হাই এনে সাঙেত দি থেম !
রেতও সম্বাক অলে হিজেক ন হারিচ, জুড়ো জুড়ো গুরি মরে দাগিচ!

12/06/2025

সবই জায়গায় দামাদামি চলে, এক দর এক দাম বাংলাদেশ হয়না?
বাজার করতে গেছেন দাম জানা সত্বেও দাম জিঞ্জেস করা লাগে! গাড়িতে উঠলাম দাম না জিজ্ঞেস করে বিপদে পড়লাম!
যেই জায়গায় ৩০ টাকা বাড়া সেখানে ১৫০টাকা ভাড়া চাই, সবই জায়গায় সবকিছুতে দূর্নীতি চলে!
যত দালাল ততই দারিদ্র্য থাকবে এই দেশ! রাস্তায় তো মন চাইনা মুখ খারাপ করার কিন্তু তাদের দালালার কারনে ব্যবহারও খারাপ, তাহলে সোজা হয়!

05/06/2025

৫ বছরের আগে এটা রেকর্ড করে রেখেছি! তখন সবেমাত্র শিখতেছি গিটার,,,
ভুলগুলোর জন্য ক্ষমা করবেন🙏
গিটারে আর গাওয়া সুর সহ সবই বে-তাল, সুরবিহীন গিয়েছি!

সুমনের প্রাণ বাঁচাতে এগিয়ে আসছেন বিবেকবান মানুষসুমনের বড়বোন নীচের ম্যাসেজটি আমাকে একটু আগে হোয়াটসঅ্যাপে পাঠালেন।  আজুরুপ...
01/06/2025

সুমনের প্রাণ বাঁচাতে এগিয়ে আসছেন বিবেকবান মানুষ

সুমনের বড়বোন নীচের ম্যাসেজটি আমাকে একটু আগে হোয়াটসঅ্যাপে পাঠালেন।
আজু
রুপবান তুন পুলিশ মামু: অনিল বিকাশ চাকমা 5000 tk
বরুণাছড়ি বিহার অধ্যক্ষ ভান্তে পূণ্য স্মৃতি স্থবির :6000 tk
ইয়ানি অবশ্যই এক্কা কষ্ট নেট দিদে আজু 01552427713- bizuno sir
1000 tk, লাস্ট নাম্বার 848-থেকে 105 tk, ইয়ানি পোস্ট দিদে কষ্ট গরি।

অর্থাৎ আমাদের বরুনাছড়ি এলাকার সবার পরিচিত মুখ পুলিশ কর্মকর্তা বাবু অনিল বিকাশ চাকমা পাঠিয়েছেন ৫০০০/ (পাঁচ হাজার টাকা) বরুনাছড়ি বন বিহারের অধ্যক্ষ পুণ্যস্মৃতি স্থবির ভান্তে ৬০০০/- হাজার টাকা, বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবু বিষ্ণুদেব চাকমা ১০০০/- (একহাজার টাকা) এবং ৮৪৮ লাস্ট নাম্বার থেকে ১০৫ টাকা।
অন্যদিকে সহৃদয় ব্যক্তিত্ব সৃজন চাকমা দাদা সরাসরি সুমনের বিকাশ নাম্বারে ৫১০/- (পাঁচশত দশ) টাকা পাঠিয়েছেন। তিনি ম্যাসেজে আমাকে লিখেন- Jhu jhu da . Rogi sumon chakmaloi hoda hoyong, ah ta bonnuloi o hoda hoyong de dado. Rogibu number ot mui 510tk pade d**g de dado.
দুপুর পর্যন্ত সুমন চাকমার জীবন বাঁচাতে সহৃদয় দাতারা দিয়েছেন- ১৬,৪৩৪/- (ষোল হাজার চারশত চোত্রিশ টাকা।
সহৃদয় ও মহৎপ্রাণ দাতাগণের এমন সাড়া পেয়ে আমরা আশাবাদী হয়ে উঠছি।
আসুন পিতৃহীন সুমন চাকমা ও রেনী চাকমাদের বিপদে পাশে দাড়ান।
সুমন চাকমার স্থায়ী ঠিকানা
গ্রাম - পেত্যাছড়ি, ৪ নং বরুনাছড়ি মৌজা, ৮ নং ওয়ার্ড, ১ নং সুবলং ইউনিয়ন, উপজেলা- বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
সহযোগিতার জন্য টাকা পাঠাতে পারেন:
রেনী চাকমা রোগীর বড় বোন
বিকাশ নং - 01571218313
নগদ - 01518326671
টাকা পাঠানোর আগে অবশ্যই কল করবেন।

https://www.facebook.com/100004437492564/posts/3081276872030199/?app=fbl

29/05/2025

দেরি করে ঘুমাবো দেরি করে উঠে যাবো এমন হয়না, সময় তো একই!রাত যদি ১০ টাই ঘুমান ভোর ৪ টা ঘুম থেকে উঠলেন! এর পরিবর্তে যদি ১২ তাই ঘুমান সকাল ৬ টা উঠলেন!
এখানে তো সময় একই! উন্নতি করতে গেলে প্রয়োজনে না ঘুমিয়ে পরিশ্রম করা দরকার!
টয়লেট গেলেও টয়লেট থাকা অবস্থায় কাজ করা দরকার!
সময় টু সময় করলে উন্নতি হবে! তাড়াতাড়ি, দৌড়াদৌড়ি করলে এমনি উন্নতি হবেনা!
কৌশল লাগবেই, অযথা দৌড় আর টার্গেট করে দৌড় তফাৎ আছে!

মানবিক সাহায্যের জন্য আবেদন। রোগীর নাম : লিটিশন মাজিপিতা : শানাত পান্ত্রামাতা : শরিলা মাজিগ্রাম : বেরিবাইদ উপজেলা : মধুপ...
16/05/2025

মানবিক সাহায্যের জন্য আবেদন।

রোগীর নাম : লিটিশন মাজি
পিতা : শানাত পান্ত্রা
মাতা : শরিলা মাজি
গ্রাম : বেরিবাইদ
উপজেলা : মধুপুর
জেলা : টাংগাইল

বর্তমান ঠিকানা : ঢাকা কালাচাঁদপুর সরকারি স্কুলের পাশেই।

দীর্ঘদিন যাবত আলসার, গ্যাস্ট্রিক এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন লিটিশন মাজি। আর্থিক অবস্থার কারণে তার বর্তমানে চিকিৎসা বন্ধ আছে । সুচিকিৎসা দিলে লিটিশন মাজি কে বাঁচানো সম্ভব। তার স্ত্রী ও পরিবারের পক্ষে চিকিৎসার খরচ যোগাড় করা সম্ভব না।

মানবতা পৃথিবীর সর্বশ্রষ্ঠ ও মানব কল্যাণকর একটি মহৎ কাজ। লিটিশন মাজি কে বাঁচাতে আপনারা সকলেই মানবতার হাত বাড়িয়ে দিন।

ধন্যবাদান্তেঃ পরিবারবর্গ
লিটিশন মাজির জন্য সহযোগিতা আহ্বানে পরিবারবর্গ।

যোগাযোগ ও সাহায্য পাঠাতে : +8801779009242 সুচরিকা নেংমেন্জা ( রোগীর সহধর্মিণী)

01722438271 বিকাশ/নগদ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লাল য়েং কিম বমের (৩০), পিতা-লালমিন লিয়ান বম, নামে এক বন্দীর জীবনাবসান হয়েছে – এই সংবাদ আমাদ...
16/05/2025

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লাল য়েং কিম বমের (৩০), পিতা-লালমিন লিয়ান বম, নামে এক বন্দীর জীবনাবসান হয়েছে – এই সংবাদ আমাদের স্তম্ভিত করেছে। বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়ার এই ভূমিপুত্র গত বছর ৮ই এপ্রিল বেথেল পাড়া থেকে নারীসহ গ্রেফতার হওয়া ৪৯ জনের মধ্যে একজন ছিলেন।
হে লাল য়েং কিম বম, তোমার মৃত্যুর এই নির্মম বার্তা হয়তো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কর্ণকুহরে পৌঁছাবে, কিন্তু তাদের হৃদয় হয়তো ব্যথিত হবে না। কারণ তাদের দৃষ্টিতে তুমি ছিলে সন্ত্রাসী, দেশদ্রোহী – রাষ্ট্রের চোখে তুমি কেবল একটি বন্দি ফাইল, সংবিধানের পাতায় বন্দী থাকা নিষ্ফল আইন আর বিচারিক ধারার এক নীরব সাক্ষী।
কিন্তু এই পাহাড়, যে পাহাড় তোমার পদচিহ্ন চেনে, সে শুনেছে তোমার বেঁচে থাকার আকুতি, তোমার আত্মার অন্তিম চিৎকার। তাই আজ এই সমগ্র পাহাড় ব্যথিত, শোকার্ত। এই শোক একদিন শক্তিতে রূপান্তরিত হবে। তোমার এই আত্মত্যাগ বৃথা যাবে না। একদিন সমস্ত কালো আইন তোমার পবিত্র স্মৃতির কাছে মাথা নত করতে বাধ্য হবে।
স্যালুট, হে বীর ভূমিপুত্র! তোমার আত্মত্যাগ আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।

Address

Khagrachhari
Chittagong

Telephone

+8801556812392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rinku chakma jiko posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rinku chakma jiko:

Share