শূন্য হৃদয়

শূন্য হৃদয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শূন্য হৃদয়, Digital creator, Chittagong, Chittagong.
(1)

মেয়েদের ছোট করে হলেও এরকম আলাদা একটা জগত থাকা কিন্তু মন্দ না। খেয়াল করলে দেখা যায় আমরা অধিকাংশ মেয়েরাই জীবনে একটা সময় এক...
07/04/2025

মেয়েদের ছোট করে হলেও এরকম আলাদা একটা জগত থাকা কিন্তু মন্দ না। খেয়াল করলে দেখা যায় আমরা অধিকাংশ মেয়েরাই জীবনে একটা সময় একাকিত্ব ফিল করি। আবার কিছু সময় উদাসীনতায় ডুবে যাই। পুরো জীবনের মধ্যে সবচেয়ে ধৈর্যের পরিক্ষা দিতে হয় প্রেগ্ন্যাসিতে আর আফটার প্রেগ্ন্যাসির পোস্ট পার্টাম ডিপ্রেশনে। তাছাড়া বাচ্চা মানুষ করার একটা বিশাল সময় কিন্তু মায়েদেরকেই দিতে হয়। অবশ্যই বাবার ভুমিকা ও কিছু কম নয় কিন্তু বাবারা কাজের কারনে হলেও একটু বাইরে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেয়া ইত্যাদি করতে পারে কিন্তু মেয়েদের একটানা ঘরে বাচ্চাদের মধ্যে থাকা, ঘুরেফিরে প্রতিদিন একই পরিশ্রম, রাত জাগা, সময়মতো রান্নাবান্না সব কিছুর ভীড়ে নিজেকে হারিয়ে ফেলার প্রবনতা অনেক। আর যারা একা বাচ্চা লালন পালন করে সেসব মায়েদের কস্ট আল্লাহ ছাড়া একদমই কেউ বুঝেনা আর এটাই বাস্তবতা। তাই টুকটাক হলেও যার যেটা নিয়ে কাজ করতে ভালো লাগে সেটায় সময় দিলে একসময় দেখা যায় কারও দেয়া কষ্ট, কটুকথা, ডিপ্রেশন, স্ট্রেস ইত্যাদি থেকে রিলিফ পাওয়া যায়, নেগেটিভ ভাইব থেকে নিজেকে আইসোলেট রাখা যায়। এটা এক ধরনের অষুধের মতো কাজ করে।

🍀🍀দিন শেষে দেখবা আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাই নিজের জন্য আর আল্লাহর সাথে যোগাযোগের জন্য ২৪ ঘন্টার অন্তত কিছু সময় আলাদা করে রেখে দেয়া উত্তম। নিজেকে আবিস্কার করা যায়। ভালো থাকা যায়।

🍂ছবিটা একটা উদাহরণ মাত্র। নিজের ভালো লাগার কাজ নিজেকে খুজে নিতে হবে।❤️

12/03/2025

আপনার নিজের জন‍্য কি ছয়টা মাস সময় হবে?

একবার ভেবে দেখুন। শুধু ছয় মাস। খুব বেশি না।

এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিবেন।

কী করবেন এই সময়ে? নিজের স্বপ্ন পূরণ করবেন, নিজেকে নতুন করে গড়ে তুলবেন।

আমরা প্রায়ই বলি, “সময় পাই না।” কিন্তু সত্যি কি পাই না, নাকি সময়টা এমন কাজে নষ্ট করি, যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না?

ফালতু আড্ডা, অর্থহীন দুশ্চিন্তা, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা—এসব বাদ দিলে দেখবেন, আপনার হাতে কত সময় পড়ে থাকে।

চলুন, ছয় মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি। এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন, ছয় মাস পরে আপনার জীবন একেবারে অন্য রকম হয়ে যাবে।

১. ফালতু আড্ডাকে ‘না’ বলুন।

বন্ধু ফোন দিয়ে বলল, “চল, টো টো করে ঘুরি, আড্ডা দিই।” আপনি জানেন, সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না, শুধু সময় নষ্ট। এখন কী করবেন?

বিনয়ের সঙ্গে বলুন, “না রে ভাই, আজ পারব না।” প্রথমে কঠিন লাগবে, কিন্তু একবার চেষ্টা করে দেখুন। প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে, তখন গর্ব অনুভব করবেন।

২. নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন।

আপনার কোনো স্বপ্ন আছে, তাই না? হয়তো একটা বই লেখা, নতুন কোনো স্কিল শেখা, বা একটা ব্যবসা শুরু করা। কিন্তু দিনের শেষে সময় আর এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রাখেন। এবার সেই স্বপ্নের দিকে সময় দিন।

ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন। ছয় মাস পরে যখন দেখবেন, আপনার কাজ এগিয়ে গেছে, তখন নিজেকে ধন্যবাদ দিবেন।

৩. যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না তা থেকে বের হয়ে আসুন।

আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে, যারা সবসময় শুধু নেগেটিভ কথা বলে, আপনাকে হতাশ করে? কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট হয়?

এই ছয় মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন। নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করুন, যারা আপনাকে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে।

৪. দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন।

দিনের কাজগুলোর একটা তালিকা করুন। সকালে উঠে ভাবুন, “আজ কী কী করব?” আর সেটা সময়মতো শেষ করুন।

রাতের শেষে যখন দেখবেন, আপনার সব কাজ শেষ হয়েছে, তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে। আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে।

৫. নিজের শরীরের যত্ন নিন।

এটা খুব জরুরি। আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কোনো কাজই এগোবে না। প্রতিদিন অন্তত আধঘণ্টা হাঁটুন বা ব্যায়াম করুন।

আর মনের যত্ন নিতে প্রতিদিন সকালে ১০ মিনিট ধ্যান করুন। দেখবেন, আপনার মন শান্ত থাকবে, আর কাজে মনোযোগ আরও বাড়বে।

৬. সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিন।

ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম—এগুলো যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করুন। এই ছয় মাসে ঠিক করুন, দিনে এক ঘণ্টার বেশি এদের পেছনে সময় দেবেন না।

এই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করুন। একটা অনলাইন কোর্স করতে পারেন, বা একটা নতুন বই পড়া শুরু করতে পারেন।

৭. প্রতিদিন নতুন কিছু শিখুন।

নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা। ছয় মাসের জন্য একটা পরিকল্পনা করুন। প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন। হয়তো এটা কুকিং, হয়তো ডিজিটাল মার্কেটিং, কিংবা কোনো নতুন ভাষা।

ছয় মাস পরে দেখবেন, আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছেন।

ভাবুন তো, ছয় মাস পরে আপনি কোথায় দাঁড়াবেন?

ছয় মাস খুব বেশি সময় নয়। কিন্তু এই সময়টা যদি ঠিকমতো ব্যবহার করেন, ছয় মাস পরে আপনার জীবন একদম নতুন মোড় নেবে। আপনি হয়তো নিজের স্বপ্নের একদম কাছে পৌঁছে যাবেন।

জীবনটা ছোট।

কিন্তু আমরা এটাকে আরও ছোট করি অপ্রয়োজনীয় কাজে।

ছয় মাসের জন্য নিজের হাতে নিয়ন্ত্রণ নিন।

নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যতের জন্য সময় দিন।

ছয় মাস পর যখন আয়নায় নিজেকে দেখবেন, তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখতে পাবেন—আর সেই মানুষটি হবে আপনারই আপডেটেড ভার্সন।

তো? এই ছয় মাসের যাত্রা শুরু করবেন কবে?

আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়তো আজ থেকেই শুরু হতে পারে।

কুড়ি বাইশ বছর বয়স,বিয়ে হয়নাই,বাবা মায়ের ছায়াতলে আছেন,পড়াশুনা করছেন,নিজের মতো করে খাচ্ছেন দাচ্ছেন,টুকটাক অভাব অনটন এবং হ...
14/02/2025

কুড়ি বাইশ বছর বয়স,বিয়ে হয়নাই,বাবা মায়ের ছায়াতলে আছেন,পড়াশুনা করছেন,নিজের মতো করে খাচ্ছেন দাচ্ছেন,টুকটাক অভাব অনটন এবং হাতের খরচায় টান অনুভব করছেন,পছন্দসই জিনিসপত্র কিনতে টাকা পয়সা জমাতে হচ্ছে,নিজের বলতে কিছু নাই।
বিশ্বাস করুন জীবনের সবচেয়ে সুন্দর স্টেজে আছেন।

কোনো কারনবশত বিয়ে হচ্ছে না বা পারিবারিকভাবে দিচ্ছেনা,বিভিন্ন জটিলতায় মন মানসিকতা ভেঙে যাচ্ছে,আত্মীয় স্বজনদের কথা শুনতে হচ্ছে,দেখতে আহামরি না কিংবা অন‍্য কোনো কারন, মনে হচ্ছে বিয়ে হয়ে গেলে বেশ বড় বাঁচা বেঁচে যেতাম। বাবা মায়ের খোঁটাও হজম হচ্ছে না। তারপরও বলবো এখন বহুত ভালো আছেন আলহামদুলিল্লাহ্। জীবন মূলত শুরুই হয় বিবাহিত হবার পরে!

কত ধরনের ত‍্যাগ,মানিয়ে নেয়া,সমঝোতা করা,সর্বোচ্চ নিংড়ে ভালোবাসা,দায়িত্ব পালন,হক আদায়,কথা শোনা,ক্ষমা করা,হেরে যাওয়া,দিনশেষে মনে হওয়া কি পেলাম! এর সবই মোটামুটি এই জীবনে পাবেন। গৌধূলী বিকেলে হুড তোলা রিকশায় দুজনের ঘুরে বেড়ানো,চাঁদনী পসরে কাঁধে মাথা রেখে গপ্পোসপ্পো,সন্ধ্যার আসরে চা খাওয়ার বাইরেও বিশাল বড় এক কঠিন বাস্তবতা এখানে পাবেন। ওতো তাড়াহুড়া নাই বা করলেন, নিজেকে প্রস্তুত করুন। আশেপাশে বিয়ে হওয়া বা না হওয়া নিয়ে কে কি বললো সেগুলো নিয়ে চিন্তিত হবার প্রয়োজন নেই।

যেই সুন্দর সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটার পুরো ফায়দা তুলে নিন। যত অবসর পাবেন মনমতো বই পড়ুন,আমল করুন,ভালো বন্ধু বাড়ান,পরিবারের সাথে সময় কাটান। বহু নারী আফসোস করে কেবল এই ভেবে যে কেন সে বিয়ের আগে অনেক বেশি বাবা মায়ের সাথে সময় কাটালো না, বেশি আমল করলো না, বই পড়লো না, রমজান মাসটাকে ঠিকঠাক কাজে লাগালো না।

মানুষ সর্বদা তার কম কষ্ট কিংবা অধিক সুখের সময়গুলোকে মনে করে আনন্দিত হতে খুবই পছন্দ করে। এবং এমন একটি নারীও নেই যে তার বিবাহিত জীবনের দশ-বিশ-ত্রিশ বছর পরেও এই সময়টাকে অনুভব করেনা!

সংগৃহীত

10/02/2025

ফলো দিলে 💯ব্যাক💞 পাবেন💚 ইনশাআল্লাহ🥰 না পেলে💙 আনফলো করে দিবেন

31/12/2024

নতুন বছর মানে নতুন জীবন নয়,🥀🌼🤲

30/12/2024

নতুন বছর মানে নতুন জীবন নয়,🥀🌼

25/12/2024

Alhamdhullah 🤲

—জীবনের একটা রিস্টার্ট বাটন থাকলে। জীবনটাকে আবার নতুন করে শুরু করতাম!😅💔
13/11/2024

—জীবনের একটা রিস্টার্ট বাটন থাকলে। জীবনটাকে আবার নতুন করে শুরু করতাম!😅💔

Address

Chittagong
Chittagong
8975

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্য হৃদয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শূন্য হৃদয়:

Share