꧁•⊹٭𝚃𝚊𝚠𝚑𝚒𝚍 𝚊𝚑𝚖𝚎𝚍 𝚎𝚟𝚊𝚗٭⊹•꧂

꧁•⊹٭𝚃𝚊𝚠𝚑𝚒𝚍 𝚊𝚑𝚖𝚎𝚍 𝚎𝚟𝚊𝚗٭⊹•꧂ আসসালামু আলাইকুম
আমার পরিবারে আপনাকে স্বাগতম
আমারএই পেজটি ফলো করে
সাথে থাকবেন ধন্যবাদ 🙂

15/05/2025

Hi everyone how are you

22/08/2024

You can be the great
You can be the best 💪💕
Dr.younus sir

21/06/2024

পারিবারিক শিক্ষা কি জানেন ??

একেই বলে পারিবারিক শিক্ষা !!

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।
বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,

১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।
তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম।

আল্লাহ্ তায়ালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।

21/06/2024

❤️🥰পুরুষের হাজারো মাথা ভর্তি টেনশন দূর করতে পারে, তার শখের নারী!💚💫

21/06/2024

সমালোচনার শহরে বাস করি একটু তো বদনাম হবেই

23/05/2024

তুমি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে একদিন না একদিন তুমি সমপরিমাণ কষ্ট ফেরত পাবাই ... হয়তো ভিন্ন কারণে, ভিন্ন সময়ে, ভিন্ন কোন মানুষের কাছ থেকে ভিন্ন রকমের কষ্ট পাবা ... কিন্তু পাবা ... এই ব্যাপারে কোন সন্দেহ নাই !!
তুমি হয়তো বেমালুম ভুলে যাবা যে অনেক বছর আগে তুমি কারো সাথে একটা অন্যায় করেছিলে ... কিন্তু উপরে একজন আছে, তিনি ভুলবেন না ... তিনি কিচ্ছু ভুলেন না !!
এটা কোন অভিশাপ না ... এটা সরল অংক ... একদম সোজাসাপ্টা হিসাব ... তোমার দেয়া কষ্ট আর তোমার ফেরত পাওয়া কষ্ট - এই দুই কষ্টে কষ্টে কাটাকাটি হয়ে যাবে ... হতেই হবে ... যতদিন না কাটাকাটি হবে, ততদিন হিসেব মিলবে না !!
সব হিসেব না মিলিয়ে কাউকে যেতে দেয়া হবে না ... হিসেব মেলানোর আগ পর্যন্ত কারো কোন ছুটি নেই 🙂❤

আমি এই জেনারেশন অবধি পৌঁছিয়ে, আমার কাছে মনে হয় জোর করে অধিকার দেখানোর চেয়ে, চুপ করে হারিয়ে যাওয়া অনেক ভালো...! যেমন আমি...
08/05/2024

আমি এই জেনারেশন অবধি পৌঁছিয়ে, আমার কাছে মনে হয় জোর করে অধিকার দেখানোর চেয়ে, চুপ করে হারিয়ে যাওয়া অনেক ভালো...!

যেমন আমি করেছি, অনেক ব্যথা নিয়ে...!

যে বুঝার সে বুঝবে অতঃপর খুঁজবে, আর যে বুঝবে না হারিয়ে যাবে...!

29/03/2024

এটাই হলো সত্যিকারের সাংবাদিকতা 🫡
অবাস্তব সত্য যা কারও বলার বা প্রকাশ করার ক্ষমতা নেই

29/04/2023

চুরের চুরি দেখে ইমোশনাল হয়ে গেলাম😭😭😭🤧🤧

29/04/2023
11/04/2023

আসুন দেখেনিই চট্টগ্রাম এর অতিহ্য বাহি সী বীচ

Address

Chittagong

Telephone

+8801870058325

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꧁•⊹٭𝚃𝚊𝚠𝚑𝚒𝚍 𝚊𝚑𝚖𝚎𝚍 𝚎𝚟𝚊𝚗٭⊹•꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꧁•⊹٭𝚃𝚊𝚠𝚑𝚒𝚍 𝚊𝚑𝚖𝚎𝚍 𝚎𝚟𝚊𝚗٭⊹•꧂:

Share

Category