Safwan Bin Harun Al Azhary

  • Home
  • Safwan Bin Harun Al Azhary

Safwan Bin Harun Al Azhary খতিব: বি আই এ জামে মসজিদ।
দেওয়ান বাজার , চট্টগ্রাম।
প্রিন্সিপাল: ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা।

জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলাত অসংখ্য অগণিত। পরকালে প্রতিদান তো আছেই পার্থিব জীবনেও কম না। এক জুমায় পড়লে অপর জুম...
11/10/2024

জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলাত অসংখ্য অগণিত। পরকালে প্রতিদান তো আছেই পার্থিব জীবনেও কম না। এক জুমায় পড়লে অপর জুমা আসা পর্যন্ত সে সম্পূর্ণ আল্লাহর আশ্রয়ে থাকে আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিবেন।

দাজ্জালের আবির্ভাব সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো পৃথিবীতে তিন বছর দূর্ভিক্ষ চলবে এরপর দাজ্জালের আগমন হবে।

কয়েকমাস কিংবা একবছরও যদি কোন দেশে দুর্ভিক্ষ চলে তাহলে দেশ ও জাতি অস্তিত্বহীন হয়ে পড়ে।

তিন বছর দুর্ভিক্ষ চলার পর আমাদের মাঝে এসে যখন বলবে আমাকে সকল শক্তির অধিকারী বললে আমিই তোমার সারাজীবনের খাবারসহ সকল কিছুর ব্যবস্তা করে দেব।

যখন দুমুঠো খাবারের জন্য মানুষ এদিক সেদিক ছুটোছুটি করবে তখন এমন অফার পেয়ে আল্লাহর রহমত ছাড়া ক'জন নিজের অস্তিত্বের উপর টিকে থাকতে পারে আল্লাহই ভালো জানেন।

কিন্তু আল্লাহ রহমানুর রহিম এমন ভয়াবহ পরিস্থিতি থেকে তার দূর্বল বান্দাগুলোর পরিত্রাণের উপায় বাতলিয়ে দিয়েছেন।

১০-১৫ মিনিট সময় ব্যয় করে জুমারদিন সূরা কাহাফ তেলাওয়াত।

16/06/2024

পবিত্র কুরবানির অসাধারণ ফজিলত সম্পর্কে জানুন এবং ইখলাসের সাথে কুরবানি করুন।

14/06/2024

আসুন! আমলের নিয়্যতে শুনি।

জান্নাত থেকে আসছে জমজম কূপের পানি!২৪ জন ডুবুরি জম জম কূপের তলদেশে গিয়ে নিয়ে এলেন  অজানা তথ্য!!আল্লাহ পাকের কুদরত দেখে অব...
22/10/2023

জান্নাত থেকে আসছে
জমজম কূপের পানি!
২৪ জন ডুবুরি জম জম কূপের তলদেশে গিয়ে নিয়ে এলেন অজানা তথ্য!!
আল্লাহ পাকের কুদরত দেখে অবাক বিজ্ঞানীরা !
ষাটের দশকের কথা। তখন ছিল বাদশাহ্ খালেদের
শাসনামল। ওই সময় আধুনিক যন্ত্রপাতির দিয়ে পরিষ্কার কারার ব্যবস্থা করা হয়েছিল জম জম কূপটি।
জম জম কূপটি পরিষ্কারের কাজ তত্বাবধান করেন প্রকৌশলী "ইয়াহইয়া কোশক"
তার প্রদত্ত বিবরণ থেকে বলা যায়, বড় ধরনের কয়েকটি পাথরের তলদেশ থেকে প্রবল বেগে পানি উৎসারিত হচ্ছে। সবচাইতে বড় পাথরের উপর স্পষ্ট আরবী হরফে “বিসমিল্লাহ্” কথাটি উৎকলিত রয়েছে।
রাসুলুল্লাহর (সাঃ) এর দাদা আবদুল মুত্তালিব-এর সময় কূপের গভীরতা ছিল মাত্র ১৪ ফুট। খলিফা মামুনুর রশীদের আমলে পুনরায় খনন করা হয় এই জম জম কূপ।
এ সময় পানির নিঃসরণ খুব বেড়ে গিয়েছিল। এমনকি কূপের বাইরে পানি উপচে পড়া শুরু করেছিল। দীর্ঘ
কয়েক শতাব্দী পর সৌদি সরকার আধুনিক মেশিনের
সাহায্যে কূপ পুনঃখনন করেন।
২৪ জন ডুবুরি কূপের তলদেশে গিয়েছিলেন তা পরীক্ষা- নিরীক্ষা করার জন্য।
ডুবুরিরা দেখেন, সেখানে রং-বেরংয়ের মাটির স্তর জমাট বেঁধে আছে।আর অবিরাম নির্গত পানিকে পরিশোধন করছে। তারা আল্লাহর এ কুদরত দেখে বিস্মিত হয়ে যান!
বর্তমানে জম জম কূপের গভীরতা ৫১ ফুট।
এক নজরে জম জম কূপঃ
▪️আল্লাহ তাআলার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল।
▪️ভারী পানি উত্তোলনের মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০
লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির
সূচনাকালের ন্যায়।
▪️পানির স্বাদ পরিবর্তন হয়নি, জন্মায়নি কোন ছত্রাক
বা শৈবাল।
▪️সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র ১১ মিনিটেই
আবার পূর্ণ হয়ে যায় কূপটি।
▪️এই কূপের পানি কখনও শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মউসুমে ব্যবহার ক’য়েক গুন বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না।
▪️সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমানে আছে।
▪️এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমান অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় তা না, এই পানি ক্ষুধাও নিবারণ করে।
▪️এই পানিতে ফ্লুরাইডের পরিমান বেশী থাকার কারণে
▪️এতে কোন জীবানু জন্মায় না ।
▪️এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।
#সুবহানআল্লাহ।

25/09/2023

🌻যে ৮ টি গুণকে আল্লাহ তায়ালা ভালোবাসেন।🌻
🔸১. রাসুল সাঃ এর অনুসরণ-
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِیْ یُحْبِبْكُمُ اللّٰهُ وَ یَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ١ؕ وَ اللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ
হে নবী! আপনি লোকদের বলে দিন “যদি তোমরা যথার্থই আল্লাহ‌কে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ‌ই তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গোনাহ মাফ করে দেবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়।” আলে-ইমরান ৩১।

🔸২. তওবা, আল্লাহ বলেন-
١ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَ یُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ-
"আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীকে"।
(বাকারাহ, ২২২)

🔹৩. পবিত্রতা, আল্লাহ বলেন-
اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَ یُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ-
"আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীকে"।
(বাকারাহ, ২২২)

🔸৪. তাক্বওয়া (আল্লাহ ভীতি), আল্লাহ বলেন-
اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ-
"আল্লাহ‌ তাকওয়া তথা সংযম অবলম্বনকারীদেরকে পছন্দ করেন"।
(তওবাহ, ৪)

🔹৫. ইহসান (সৎকর্ম), আল্লাহ বলেন-
وَ اللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَۚ-
"এবং আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন"। (আল ইমরান, ১৩৪)

🔸৬. তাওয়াক্কুল, আল্লাহ বলেন-
اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَوَكِّلِیْنَ-
"নিশ্চই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের"। (আল ইমরান, ১৫৯)

🔹৭. ন্যায়বিচার, আল্লাহ বলেন-
اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ-
"আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন"। (মায়িদাহ, ৪২)

🔸৮. সবর, আল্লাহ বলেন-
وَ اللّٰهُ یُحِبُّ الصّٰبِرِیْنَ-
" এবং আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন"
(আল ইমরান, ১৪৬ )

সর্বশক্তিমান মহান আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে তাঁর ভালোবাসার বান্দা/বান্দী হওয়ার তাওফিক দান করুক৷ (আমীন)🤲
🖋️ সাফওয়ান আজহারী।

🌀 বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, দারুল উলুম নদওয়াতুল উলামার চ্যান্সেলর ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট ...
13/04/2023

🌀 বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, দারুল উলুম নদওয়াতুল উলামার চ্যান্সেলর ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট হযরত মাওলানা রাবে হাসান নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
🌀 তিনি আলমি রাবেতা আদাব-ই-ইসলামি, রিয়াদের (কেএসএ) বর্তমান সহ-সভাপতি এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি লখনৌয়ের মজলিসে তাহকীকাত ও নশারিয়তে ইসলাম, উত্তর প্রদেশের দ্বীনি তালিমি কাউন্সিল এবং দারে আরাফাত, রায়বেরেলির সভাপতি। আজমগড়ে অবস্থিত ট্রাস্টি অফ অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের দারুল মুসান্নিফের সদস্য। পয়ামে ইনসানিয়াত এবং ইসলামি ফিকহ একাডেমি, ভারতের পৃষ্ঠপোষক। তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের মধ্যে নিয়মিত তালিকাভুক্ত করা হয়।
⚫ আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল, ২১ রমজান) তিনি ইন্তেকাল করেন। বাদ এশা নদওয়াতুল উলামা প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ ফজর রায় বেরেলীতে তাঁকে দাফন করা হবে।
⚫ উল্লেখ্য মাওলানা রাবে হাসান নদভী ১৯২৯ সালে জন্ম গ্রহণ করেন। তিনি মুফাক্কিরে ইসলাম খ্যাত মাওলানা আবুল হাসান আলী নদভী রহ.-এর ভাতিজা। তিনি অনেক গ্রন্থেরও লেখক ছিলেন।
🤲 আল্লাহ তায়া’লা এই মহা মনিষীকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুক, আমীন।।

11/04/2023

🌀 বি দ্যা ন ন্দে কোন মুসলমান দান করতে পারেনা। তবে মুনাফেক বা কিছু অবুঝ মুসলিম করতে পারে ।
⚫ শোভাযাত্রা মুসলমানদের সংস্কৃতি নয়, অতএব এখানে টাকা অপচয় না করে সে অর্থ বা যে কোন দান/অনুদান/ জাকাত প্রদানের জন্য আপনি নিচের অপশনের মধ্যে যে কোন একটি বেচে নিতে পারেন-
📌 আস সুন্নাহ ফাউন্ডেশন।
📌 যে কোন ইসলামী সংগঠন বা সংস্থার জাকাত/ কল্যাণ ফান্ড।
📌 বঙ্গবাজারে সর্বস্ব হারানো ব্যবসায়ী।
📌 নিজ পাশ্ববর্তী এতিমখানা / মাদরাসা (যেখানে গরীব/ এতিমদের জন্য আলাদা ফান্ড আছে)।
📌 অসহায় নিকটাত্মীয়, যে কোন গরীব/ এতিম / বিধবা।
📌 ঋণে জর্জরিত ব্যাক্তি।
( ব্যক্তিগত পরামর্শ, ভিন্নমত পোষণ করতে আপত্তি নাই)

04/04/2023
23/03/2023

মাহে রমযান ১ম তারাবীহ
আজকের তারাবীহতে
১ম পারা সম্পূর্ণ ও ২য় পারার প্রথমার্ধ।
সূরা ফাতিহা সম্পূর্ণ।
সূরা বাকারার ১ম আয়াত থেকে শুরু হয়ে ২০৩ আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হবে, ইন শা আল্লাহ।
💠 করণীয় বিষয়ঃ
****************
১) প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর।
২) ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর ।
৩) সাহায্য প্রর্থনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে।
৪) কুরআন থেকে হিদায়াত পেতে হলে মুত্তাকী হতে হবে।
৫) ইবাদত করতে হবে সেই মহান প্রতিপালকের যিনি মানুষকে সৃষ্টি করেছেন।
৬) নিজের ভুল-ত্রুটি বা গোনাহের জন্যে আদম (আঃ) এর ন্যায় আল্লাহর নিকট তওবা করতে হবে।
৭) যাকাত দিতে হবে এবং জামায়াতের সাথে নামাজ কায়েম করতে হবে।
৮) নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে।
৯) ভয় করতে হবে আল্লাহকে, মানুষকে নয়।
১০) আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য্য ও নামাযের মাধ্যমে।
১১) বিপদে-মুসিবতে মুমিনদের করণীয়ঃ ধৈর্য্যধারণ।
১২) খুনের অপরাধের শাস্তি "কিসাস" এর বিধান চালু করতে হবে।
১৩) আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে এবং ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত সংগ্রাম করতে হবে।
১৪) যথানিয়মে হজ্জ ও ওমরাহ পালন করতে হবে।

💠 বর্জনীয় বিষয়ঃ
****************
১) অভিশপ্ত ইয়াহুদী ও পথভ্রষ্টদের (খ্রীস্টানদের) অনুসরণ করা যাবে না।
২) কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না।
৩) অহংকার করা যাবে না, অহংকার শয়তানের কাজ।
৪) মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করা যাবে না।
৫) জেনে বুঝে সত্য গোপন করা যাবে না।
৬) নিজেদের কথা আল্লাহর কিতাব বলে চালিয়ে দেয়া যাবে না। (এটা ইহুদীদের অভ্যাস)
৭) যাদু-টোনা শয়তানের কাজ। (এরূপ করা যাবে না)
৮) ইহুদী-নাসারাদের খুশী করার চেষ্টা করা যাবে না এবং তাদের খেয়াল-খুশীর অনুসরণ করা যাবে না।
৯) আল্লাহর রাস্তায় যাঁরা প্রাণ দিয়েছেন, (শহীদ হয়েছেন) তাঁদের মৃত বলা যাবে না।
১০) শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন।
১১) একে অপরের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করা যাবে না।
১২) হজ্জে কোনরূপ ঝগড়া বিবাদ, পাপ কাজ করা যাবে না।

//খাঁটি আলেমের স্বরূপ সন্ধানে//اَلعَالِمُ الزَّاهِدُ فِي الدُّنيَا اَلرَّاغِبُ فِي الأَخِرَۃِ المُتَمَسِّكُ بِسُنَّۃِ رَ...
13/03/2023

//খাঁটি আলেমের স্বরূপ সন্ধানে//
اَلعَالِمُ الزَّاهِدُ فِي الدُّنيَا اَلرَّاغِبُ فِي الأَخِرَۃِ المُتَمَسِّكُ بِسُنَّۃِ رَسُولِ اللَّهِ ﷺ
"তিনিই খাঁটি আলেম,যিনি দুনিয়া বিমুখ, আখিরাত অনুরক্ত ও নবি'র সুন্নাহর অবলম্বন কারি"।
(হাসান আল বসরী র,যাম্মুল কালাম লিল হারবী-৮০২)
🌀 আল্লাহ! আমাদেরকে এ তিন গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো। আমীন।।

20/01/2023

আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য
এই পেইজটি হুজুরের তত্ত্ববধানে চালানো হয়,
এটি হুজুরের ব্যাক্তিগত পেইজ নয়।

Address

Chittagong

Telephone

+8801832416181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safwan Bin Harun Al Azhary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share