
11/10/2024
জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলাত অসংখ্য অগণিত। পরকালে প্রতিদান তো আছেই পার্থিব জীবনেও কম না। এক জুমায় পড়লে অপর জুমা আসা পর্যন্ত সে সম্পূর্ণ আল্লাহর আশ্রয়ে থাকে আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিবেন।
দাজ্জালের আবির্ভাব সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো পৃথিবীতে তিন বছর দূর্ভিক্ষ চলবে এরপর দাজ্জালের আগমন হবে।
কয়েকমাস কিংবা একবছরও যদি কোন দেশে দুর্ভিক্ষ চলে তাহলে দেশ ও জাতি অস্তিত্বহীন হয়ে পড়ে।
তিন বছর দুর্ভিক্ষ চলার পর আমাদের মাঝে এসে যখন বলবে আমাকে সকল শক্তির অধিকারী বললে আমিই তোমার সারাজীবনের খাবারসহ সকল কিছুর ব্যবস্তা করে দেব।
যখন দুমুঠো খাবারের জন্য মানুষ এদিক সেদিক ছুটোছুটি করবে তখন এমন অফার পেয়ে আল্লাহর রহমত ছাড়া ক'জন নিজের অস্তিত্বের উপর টিকে থাকতে পারে আল্লাহই ভালো জানেন।
কিন্তু আল্লাহ রহমানুর রহিম এমন ভয়াবহ পরিস্থিতি থেকে তার দূর্বল বান্দাগুলোর পরিত্রাণের উপায় বাতলিয়ে দিয়েছেন।
১০-১৫ মিনিট সময় ব্যয় করে জুমারদিন সূরা কাহাফ তেলাওয়াত।