Patiya barta. Net

Patiya barta. Net সব মিডিয়া ইসলামের বিপক্ষে কিন্তু..!
আমরা সত্য ও সততার সঙ্গে।

21/08/2025
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ মাগরিবের নামাজের ইমামতি করেন, ইবনে শায়খুল হাদীস (হাফিঃ) ৷১৩/০৭/২০২৫, রবিবার
13/07/2025

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ মাগরিবের নামাজের ইমামতি করেন, ইবনে শায়খুল হাদীস (হাফিঃ) ৷

১৩/০৭/২০২৫, রবিবার

নতুন নকশায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ....
13/07/2025

নতুন নকশায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ....

বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি : ধর্ম উপদেষ্টাচলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া হাজিদের মধ্যে বাড়ি ভা...
13/07/2025

বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি : ধর্ম উপদেষ্টা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া হাজিদের মধ্যে বাড়ি ভাড়া খরচ কমে যাওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত পাচ্ছেন। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জনকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি এবং হজ কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমেরও সহযোগিতা পাচ্ছি। গত বছরের মতো এবারও আমরা হজ ব্যবস্থাপনায় সফল হয়েছি। আশা করছি, ভবিষ্যতেও একই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ২০২৬ সালের হজ ব্যয় আরও কমিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশে চলতি বছরের নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং তাদের জন্য একটি সম্মানজনক, নিরাপদ ও সহজ হজ অভিজ্ঞতা নিশ্চিত করা। ব্যয় কমানোর পাশাপাশি সেবার গুণগত মান অটুট রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হজ কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে হজ কার্যক্রম চলাকালে সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। হজ অফিসের বুলেটিন অনুযায়ী, তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর প্রধান কারণ হিসেবে বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য শারীরিক অসুস্থতাকে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট ১০ জুলাই শেষ হয়েছে।

পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে জামিয়া পটিয়ার জামে মসজিদে ৩০০+ মুসল্লি ইতেকাফে রয়েছেন। জামিয়ার পক্ষ থেকে শায়খে পটিয়া হাফি...
25/03/2025

পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে জামিয়া পটিয়ার জামে মসজিদে ৩০০+ মুসল্লি ইতেকাফে রয়েছেন। জামিয়ার পক্ষ থেকে শায়খে পটিয়া হাফি,র উদ্যাগে ইতেকাফকারীদের জন্য সেহরি ও ইফতারের সম্পূর্ণ ফ্রি আয়োজন করা হয়েছে, যাতে তারা সম্পূর্ণ একাগ্রচিত্তে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকতে পারেন।

এছাড়াও সার্বক্ষণিক খেদমতের জন্য জামিয়ার ছাত্রদের নিযুক্ত করা হয়েছে,
যারা নিষ্ঠার সঙ্গে ইতেকাফকারীদের সেবা করবেন।

আল্লাহ তাআলা জামিয়ার এই মহৎ উদ্যোগকে কবুল করুন এবং এর মাধ্যমে সকলের জন্য কল্যাণ দান করুন—আমীন।

25/03/2025

সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ২০১৯ সালের নিয়োগ প্রাপ্ত ৯০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করল।

পটিয়া রেল স্টেশন জমিরিয়া মাদ্রাসার সামনে আটো রিক্সা পিকাপ মুখোমুখি  এক্সিডেন্টে মোটর রিক্সা থেকে মা বাবার হাত থেকে পিছলে...
01/02/2025

পটিয়া রেল স্টেশন জমিরিয়া মাদ্রাসার সামনে আটো রিক্সা পিকাপ মুখোমুখি এক্সিডেন্টে মোটর রিক্সা থেকে মা বাবার হাত থেকে পিছলে পড়ে একটি নিষ্পাপ প্রাণ চলে গেলো।
........... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।

বাচ্চা নিয়ে গাড়িতে উঠার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।।

হে আল্লাহ আপনি এই অসহায় মা' বাবা সহ তার পরিবারকে সবর করার তৌফিক দান করুন।

পটিয়া উপজেলা বেসরকারি মাদরাসা মেধাবৃত্তি-২০২৪ এর ফলাফল প্রকাশিত৷রিভিউ আবেদনের তারিখঃ ২২—২৮ জানুয়ারি৷যোগাযোগঃ 01837-88389...
22/01/2025

পটিয়া উপজেলা বেসরকারি মাদরাসা মেধাবৃত্তি-২০২৪ এর ফলাফল প্রকাশিত৷

রিভিউ আবেদনের তারিখঃ ২২—২৮ জানুয়ারি৷
যোগাযোগঃ 01837-883899, 01815-543323

চলছে  প্রস্তুতি! আজ ০৯/১০/২৪ বুধবার, বাদে মাগরিব,   স্থান- হল টুডে, বাইপাস, পটিয়া।আয়োজনে - পটিয়া বেসরকারি মাদরাসা এসোসিয়...
08/10/2024

চলছে প্রস্তুতি!

আজ ০৯/১০/২৪ বুধবার, বাদে মাগরিব,
স্থান- হল টুডে, বাইপাস, পটিয়া।
আয়োজনে - পটিয়া বেসরকারি মাদরাসা এসোসিয়েশন

পটিয়ার সকল ওলামা মাশায়েখ আমন্ত্রিত৷ 💝💝

"অনুগ্রহ করে যত বেশি পারেন রিপোস্ট করুন :🌊 **বন্যায় আশ্রয়কেন্দ্র আপডেট**  📍 **নোয়াখালী**1️⃣ **একলাশপুর মাদরাসা, একলাশপুর...
22/08/2024

"অনুগ্রহ করে যত বেশি পারেন রিপোস্ট করুন :

🌊 **বন্যায় আশ্রয়কেন্দ্র আপডেট**
📍 **নোয়াখালী**

1️⃣ **একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়**
📞 01812355103

2️⃣ **এম এ রশিদ উচ্চ বিদ্যালয়, মাইজদি**
📞 01616-537086, 01609884684

3️⃣ **নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন**
📞 01875418577

4️⃣ **লক্ষীনারায়ণপুর, মাইজদি**
আদর্শ উচ্চ বিদ্যালয়, আল ফারুক জামে মসজিদ
📞 01680943899

5️⃣ **নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়**
প্রধান শিক্ষক: মোজাম্মেল স্যার - 01831873324
সহকারী প্রধান শিক্ষক: জসীম স্যার - 01813053711

6️⃣ **সেনবাগ, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়**
📞 01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ
📞 01713941594

7️⃣ **নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়**
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয়
📞 জাফর স্যার: 01788404424

8️⃣ **চৌমুহনী সরকারী এস এ কলেজ - চৌমুহনী**

9️⃣ **সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১**
📞 নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, শরীফপুর - 01820926840, 01881065039

🔟 **জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয় - রসুলপুর**
📞 আবদুর রশিদ চেয়ারম্যান - 01812988990

1️⃣1️⃣ **বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়**
📞 01816780490

1️⃣2️⃣ **পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন**
📍 ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
📞 মজিব স্যার - 01712327653

1️⃣3️⃣ **সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়**
📞 যোগাযোগ: 01778711108, 01835011434, 01902680292, 01754497533

1️⃣4️⃣ **মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী, মিরওয়ারিশপুর, নরোত্তমপুর**

1️⃣5️⃣ **নোয়াখালী স্কুল, হরিনায়ণপুর স্কুলের পাশে**

1️⃣6️⃣ **ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর**

1️⃣7️⃣ **পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়**

1️⃣8️⃣ **উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়**

🚨 **প্রয়োজনে যোগাযোগ**:

- **বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম**
📞 01769331519, 01769331520
- **AC(Land)**
📞 01307249392
- **PIO**
📞 01614259627
- **ফায়ার সার্ভিসের হটলাইন**
📞 102
- **কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ**
📞 02223355555

⚠️ **সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ।**
জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন, মোম মজুত রাখুন।"

Address

পটিয়া মুন্সেফ বাজার
Chittagong
4370

Telephone

+8801791110544

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patiya barta. Net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share