12/09/2025
.
আবারও ফিরে যাচ্ছি কর্মজীবনে কোন এক অচেনা জায়গা,, অচেনা শহরে।। প্রিয় মা__ তোমার মায়া পরিবারের কাছে থাকতে চায় তারপরেও মায়া ছেড়ে যেতে হচ্ছে।। বয়স যখন ১৮ তখন থেকে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছি।। সবাই আমার জন্য দোয়া করবেন।। যাতে জীবনের প্রতিটা মুহুর্ত ভালো কাটে।।