
14/04/2025
"মিডিয়ার প্রচার না থাকলে, আমরা অনেকেই ভুলেই যেতাম বাংলা নববর্ষ, বাংলা মাস, আর বাংলা সনের কথা।"
ইংরেজি ক্যালেন্ডারের ছকে বাঁধা জীবনে বাংলা পঞ্জিকা প্রায় উপেক্ষিত।
শুধু পহেলা বৈশাখ এলেই যেন মনে পড়ে—আমাদেরও একটা বর্ষপঞ্জি আছে, একটা নিজস্ব সংস্কৃতি আছে।
শুভ নববর্ষ শুধু আনন্দ নয়, শিকড়ের টানে ফেরার একটি উপলক্ষ।
আসুন, বাংলাকে শুধু উৎসবে নয়, প্রতিদিনের মননে ধারণ করি।