S H Mahmud

S H Mahmud I create content to uplift moods, erase loneliness, and bring a little sunshine to your screen. ☀️🎥

Follow me for instant smile & positive vibe.
(4)

Tumi ar eka thakbena, ami achi. 💛
For Collab📩[email protected]

জীবনে হাজার কোটি জিনিস থাকতে পারে -সোনা, ধন, সম্পদ, কিংবা বিশাল সুযোগ।কিন্তু সবকিছুর চেয়ে বেশি দামি জিনিসটি হলো মনমানসি...
18/10/2025

জীবনে হাজার কোটি জিনিস থাকতে পারে -সোনা, ধন, সম্পদ, কিংবা বিশাল সুযোগ।কিন্তু সবকিছুর চেয়ে বেশি দামি জিনিসটি হলো মনমানসিকতা।যে মানুষ নিজের মনকে শক্ত রাখে,ধৈর্য ধরে, ইতিবাচকভাবে ভাবতে জানে, সে হাজার কোটির মালিকের চেয়েও ধনী। 💎

মন মানুষকে দারুণ শক্তি দেয়—অশান্তি, ব্যর্থতা বা হতাশা যতই আসুক,
সঠিক মনমানসিকতা থাকলে তুমি সব পারো।কোনো সম্পদ তোমাকে সেই শক্তি দিতে পারবে না,
কিন্তু নিজের মন ঠিক রাখলেই তুমি নিজের স্বপ্নকে ছুঁতে পারো। 🌱

মনে রাখো—ধন, পদ বা জিনিসপত্র ক্ষণস্থায়ী, কিন্তু মনমানসিকতার শক্তি চিরস্থায়ী।যে মানুষ ইতিবাচকভাবে জীবনকে দেখে,সে সর্বদা সুখী, শান্ত এবং শক্তিশালী। ✨

18/10/2025

Ei shuno☺️
Assalamualaikum, good morning 🌅

17/10/2025

Not everything will go your way, but stay calm — never hopeless, never bothered.💙

17/10/2025

আমি অভাব দেখেছি। ফিক্সড ডিপোজিট ছাড়া আমি কোথাও টাকা জমাতে পারিনি। আমার মানসিকতা এখনও মধ্যবিত্ত। আমি জানি, অর্থের ক্ষমতা অনেক বেশি

। তাই সেই অর্থ বুঝে খরচ করা উচিত।”
আমার মনে হয়, টাকা দিয়ে নিজের জীবন না বদলে অন্যের জীবন বদলানো যায়। তাতে টাকার সঠিক ব্যবহার হয়। তাই ৩০ বা ৪০ লক্ষ টাকার ঘড়ি কিনতে আমার অপরাধ বোধ হয়। সেই টাকা দিয়ে কারও দুই বা তিন পুরুষের অর্থের সমস্যা মেটানো যায়

এক বার পছন্দ হয়েছিল বলে 3 লক্ষ টাকার একটা ঘড়ি কিনেছিলাম। কিন্তু সেটাও পরতে পারি না। আলমারিতে রাখা আছে। আসলে আমি যাদের সঙ্গে বড় হয়েছি তাদের মধ্যে অনেকে খাবার ডেলিভারি দেয়। অনেকে অন্য ছোট কাজ করে। তারা সকলেই আমার বন্ধু। সেই বন্ধুদের সামনে দামি ঘড়ি পরলে মনে হবে, ওদের অসম্মান করছি। আমি পরতেই পারব না।”

🗣️ বরুণ চক্রবর্তী ❤️

17/10/2025

যে সকালটা “আলহামদুলিল্লাহ” দিয়ে শুরু হয়,
সেই সকালটাই বরকতময় হয়। 💫
আজ জুমার সকাল, মনটা রাখো শান্ত,
জীবনের প্রতিটা নিঃশ্বাসে থাকুক শুকরিয়া আর শান্তি। 🌿
শুভ সকাল! 🤍 জুমা মোবারক! ☀️

16/10/2025

তুমি জীবনে কৃতজ্ঞ মানুষদের কাছে থাকো।
তারা কম পায়, কিন্তু সেই কমটার মধ্যেই খুশি খুঁজে পায়।
অকৃতজ্ঞদের খুশি করতে গিয়ে যেন একদিন নিজের হাসিটা হারিয়ে না ফেলো। 🌸

15/10/2025

Ei shuno thik time lunch korcho ?

15/10/2025

HSC result er update ki ?

15/10/2025

কাল যদি আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই…
হয়তো কান্না করার মানুষ হাতে গোনা কয়েকটা…
তবুও প্রতিদিন আমি প্রাধান্য দিই তাদের,
যাদের জীবনে আমার কোনো দরকারই নেই।
কখনও ভাবো, ভালোবাসা দাও তাদের—
যারা তোমার অনুপস্থিতিতেও তোমাকে মনে রাখবে… 🥀💔

15/10/2025

কাপড়ের ব্যবসা ভালো,
কিন্তু মানুষ কেনা-বেচা? মোটেও ভালো না 😅

শুভ সকাল ☀️💛এখন একা পথে হাঁটতে খারাপ লাগে না, বরং ভালোই লাগে।কারণ, যখন তুমি নিজের ভেতর থেকে নিজেকে খুঁজে নিতে পারবে,তখন ...
15/10/2025

শুভ সকাল ☀️💛
এখন একা পথে হাঁটতে খারাপ লাগে না, বরং ভালোই লাগে।
কারণ, যখন তুমি নিজের ভেতর থেকে নিজেকে খুঁজে নিতে পারবে,
তখন আর কাউকে দরকার হবে না — তোমার শান্তিটাই তোমার সঙ্গী হয়ে যাবে…🌿

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when S H Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S H Mahmud:

Share